ETV Bharat / sports

টি20-তে 160 রান যথেষ্ঠ নয়, লখনউ সুপার জায়ান্টসের হারে মন্তব্য সৌরভের - SOURAV GANGULY

আইপিএলের পাশাপাশি মোহনবাগানের আইএসএল জয় নিয়েও উচ্ছ্বসিত সৌরভ ৷ প্রথমবার আইএসএলে লিগ শিল্ড ও কাপ দু’টোই জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷

SOURAV GANGULY
বাংলা নববর্ষে এরিয়ান ক্লাবের বারপুজোয় উপস্থিত সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Sports Team

Published : April 15, 2025 at 7:11 PM IST

2 Min Read

কলকাতা, 15 এপ্রিল: ঋষভ পন্থ বরাবরই পছন্দের পাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ এমনকি বিরাট কোহলির পর ভারতের সেরা টেস্ট ক্রিকেটারও বলেছিলেন তাঁকে ৷ সেই ঋষভের অধিনায়কত্বে লখনউ সুপার জায়ান্টস সোমবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে ৷ যা নিয়ে এবার সমালোচনা প্রাক্তন ভারতীয় অধিনায়কের ৷ জানিয়ে দিলেন, টি-20 ক্রিকেটে 160 রান করে জেতা যায় না ৷

মঙ্গলবার বাংলা নববর্ষে এরিয়ান ক্লাবের বারপুজোয় উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নে সৌরভ বলেন, "ধোনি ভালো খেলেছে ৷ যদিও, বেশি রান করতে পারেনি লখনউ ৷ টি20-তে 160 আজকাল আর বেশি রান নয় ৷" তাঁর কথাতেই স্পষ্ট চেন্নাইয়ের বিরুদ্ধে প্রিয় পাত্রের দলের খেলায় খুব একটা খুশি নন সৌরভ ৷

এরিয়ান ক্লাবের বারপুজোয় সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার স্পোর্টস কোম্পানির ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন সৌরভ ৷ তবে, 43 বছরের মহেন্দ্র সিং ধোনির পারফর্ম্যান্স ও অধিনায়কত্ব দেখে খুশি মহারাজ ৷ প্রশংসা করলেন বাঁ-হাতি শিবম দুবের ব্যাটিংয়েরও ৷

প্রথমবার আইএসএলে লিগ শিল্ড ও কাপ দু’টোই জিতেছে মোহনবাগান সুপারজায়ান্ট ৷ যা নিয়ে উচ্ছ্বসিত দেখাল সৌরভকে ৷ বললেন, "2014 সাল থেকেই আমরা ভালো খেলছি ৷ প্রথম সিজনেই চ্যাম্পিয়ন হয়েছি ৷ মোহবাগান খুব ভালো দল ৷ ধারাবাহিকভাবে পারফর্ম করছে ৷ এটাও সেই ধারাবাহিকতার ফল ৷"

Sourav Ganguly
এরিয়ানের খুঁটি পুজোয় হাজির ক্লাবের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, বিসিসিআই সভাপতি হওয়ার আগে আইএসএলে সঞ্জীব গোয়েঙ্কার স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত ছিলেন সৌরভ ৷ সেই সময় এটিকে-র সমর্থনে মাঠেও দেখা যেত তাঁকে ৷

উল্লেখ্য, লেসলি ক্লডিয়াস সরণিতে অবস্থিত এরিয়ান ক্লাবের সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ক্লাবের বারপুজোয় এ দিন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ৷ ক্লাবে পৌঁছতেই অনেক পুরনো মুখের সঙ্গে দেখা হয় তাঁর ৷ সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন তিনি ৷ আড্ডাও দিলেন সবার সঙ্গে বসে ৷ সৌরভের সঙ্গে তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ছিলেন ৷ দু’জনের বারপুজোয় অংশ নিলেন ৷

কলকাতা, 15 এপ্রিল: ঋষভ পন্থ বরাবরই পছন্দের পাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ এমনকি বিরাট কোহলির পর ভারতের সেরা টেস্ট ক্রিকেটারও বলেছিলেন তাঁকে ৷ সেই ঋষভের অধিনায়কত্বে লখনউ সুপার জায়ান্টস সোমবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে ৷ যা নিয়ে এবার সমালোচনা প্রাক্তন ভারতীয় অধিনায়কের ৷ জানিয়ে দিলেন, টি-20 ক্রিকেটে 160 রান করে জেতা যায় না ৷

মঙ্গলবার বাংলা নববর্ষে এরিয়ান ক্লাবের বারপুজোয় উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নে সৌরভ বলেন, "ধোনি ভালো খেলেছে ৷ যদিও, বেশি রান করতে পারেনি লখনউ ৷ টি20-তে 160 আজকাল আর বেশি রান নয় ৷" তাঁর কথাতেই স্পষ্ট চেন্নাইয়ের বিরুদ্ধে প্রিয় পাত্রের দলের খেলায় খুব একটা খুশি নন সৌরভ ৷

এরিয়ান ক্লাবের বারপুজোয় সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার স্পোর্টস কোম্পানির ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন সৌরভ ৷ তবে, 43 বছরের মহেন্দ্র সিং ধোনির পারফর্ম্যান্স ও অধিনায়কত্ব দেখে খুশি মহারাজ ৷ প্রশংসা করলেন বাঁ-হাতি শিবম দুবের ব্যাটিংয়েরও ৷

প্রথমবার আইএসএলে লিগ শিল্ড ও কাপ দু’টোই জিতেছে মোহনবাগান সুপারজায়ান্ট ৷ যা নিয়ে উচ্ছ্বসিত দেখাল সৌরভকে ৷ বললেন, "2014 সাল থেকেই আমরা ভালো খেলছি ৷ প্রথম সিজনেই চ্যাম্পিয়ন হয়েছি ৷ মোহবাগান খুব ভালো দল ৷ ধারাবাহিকভাবে পারফর্ম করছে ৷ এটাও সেই ধারাবাহিকতার ফল ৷"

Sourav Ganguly
এরিয়ানের খুঁটি পুজোয় হাজির ক্লাবের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, বিসিসিআই সভাপতি হওয়ার আগে আইএসএলে সঞ্জীব গোয়েঙ্কার স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত ছিলেন সৌরভ ৷ সেই সময় এটিকে-র সমর্থনে মাঠেও দেখা যেত তাঁকে ৷

উল্লেখ্য, লেসলি ক্লডিয়াস সরণিতে অবস্থিত এরিয়ান ক্লাবের সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ক্লাবের বারপুজোয় এ দিন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ৷ ক্লাবে পৌঁছতেই অনেক পুরনো মুখের সঙ্গে দেখা হয় তাঁর ৷ সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন তিনি ৷ আড্ডাও দিলেন সবার সঙ্গে বসে ৷ সৌরভের সঙ্গে তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ছিলেন ৷ দু’জনের বারপুজোয় অংশ নিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.