ETV Bharat / politics

মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রের 'গোপন' বিয়ে নিয়ে জোর চর্চা, ছবি প্রকাশ্যে - MAHUA MOITRA MARRIAGE

জার্মানিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 50 বছর বয়সী মহুয়া মৈত্র ৷ স্বামী 65 বছরের পিনাকী মিশ্র প্রাক্তন বিজেডি সাংসদ ৷

mahua moitra marriage
স্বামী পিনাকী মিশ্রের হাত ধরে জার্মানিতে সাংসদ মহুয়া মৈত্র (ছবি সূত্র: সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 5, 2025 at 7:14 PM IST

3 Min Read

কলকাতা, 5 জুন: রাজ্য রাজনীতিতে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়িয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় চর্চার বিষয় তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের বিয়ে । রীতিমতো হইচই পড়ে গিয়েছে এই বিষয়টা নিয়ে ৷ একই সঙ্গে তৈরি হয়েছে বিভ্রান্তিও ।

বৃহস্পতিবার একটি ছবি প্রকাশ্যে আসে । যেখানে দেখা যায়, প্রাক্তন বিজেডি সাংসদ 65 বছরের পিনাকী মিশ্রের সঙ্গে হাতে হাত রেখে হাঁটছেন 50 বছর বয়সী মহুয়া মৈত্র । তাঁর পরনে পিচ গোলাপি ও সোনালি রঙের দামি শাড়ি । গলায় চওড়া হার, কানে দুল, মাথায় টিকলি । তার পরই চাউর হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং বিজু জনতা দলের (বিজেডি) প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র সম্প্রতি জার্মানিতে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ।

যদিও এই বিয়ে নিয়ে দু'জনেই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, গত 3 মে জার্মানিতে এই 'গোপন' বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁদের ছবি দেখে মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত ব্যক্তিগত হলেও ঐতিহ্যপূর্ণ ছিল ।

মহুয়া ও পিনাকীর রাজনৈতিক জীবন

একদিকে মহুয়া মৈত্র লোকসভায় তাঁর আক্রমণাত্মক বক্তৃতার জন্য পরিচিত ৷ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসন থেকে দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি । তাঁর প্রথম সাংসদ থাকাকালীন সময়ে 'ক্যাশ-ফর-কোয়ারি'র অভিযোগে তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় । অন্যদিকে, পিনাকী মিশ্র ওড়িশার পুরী থেকে চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত তিনি ।

রাজনৈতিক মহলে এই আন্তঃদলীয় বিয়ে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে । যদিও উভয় নেতার পাশাপাশি তাঁদের দলও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ৷ তবে তাঁদের ঘনিষ্ঠ মহল থেকে অনেকেই তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ।

রাজনৈতিক ব্যস্ততার মাঝেই গাঁটছড়া মহুয়ার

রাজনীতিতে বরাবরই উজ্জ্বল কেরিয়ার মহুয়া মৈত্রর । কংগ্রেস থেকে রাজনীতি শুরু হলেও, পরে তৃণমূলে যোগ দেন ৷ ঘাসফুল প্রতীকে করিমপুরের বিধায়ক থেকে জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন । পরপর দু'বার কৃষ্ণনগর থেকে ঘাসফুলের প্রার্থী হয়ে বড়সড় ব্যবধানে জিতেছেন । এলাকায় দ্রুত কাজ থেকে শুরু করে সংগঠনকে একসূত্রে বেঁধে রাখার কাজ মহুয়া সাফল্যের সঙ্গে করে চলেছেন । রাজনীতি নিয়ে শত ব্যস্ততার মাঝেই গাঁটছড়া বাঁধলেন তিনি ।

অতীতে মহুয়ার বিবাহ ও সম্পর্ক

প্রসঙ্গত, মহুয়া মৈত্র এর আগে ড্যানিশ অর্থলগ্নিকারী লার্স ব্রোরসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৷ কিন্তু সেই সম্পর্ক পরে ভেঙে যায় । এরপর তিনি প্রায় তিন বছর আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা তিক্ততায় শেষ হয় । যদিও যখন মহুয়া মৈত্রের বিয়ে নিয়ে জোর চর্চা । তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে কোথাও তার বিয়ের কথা স্বীকার করেননি মহুয়া । বড় একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম বিষয়টিকে ফেক বলেও দাবি করছে । এই অবস্থায় সকলেই তাকিয়ে রয়েছেন মহুয়ার দিকে । তিনি শেষ পর্যন্ত কী বলেন, তা শোনার জন্য ।

উল্লেখ্য, ইটিভি ভারতের তরফ থেকে তাঁকে মেসেজ করা হয় ৷ সেখানে তাঁকে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানানো হয় । জবাবে তৃণমূল সাংসদ ইটিভি ভারত-কে ধন্যবাদ জানিয়েছেন ।

51 বছরে বিয়ে সারলেন মহুয়া ! বিবাহের ক্ষেত্রে বয়সের পার্থক্য কি আদৌও গুরুত্বপূর্ণ ?

কলকাতা, 5 জুন: রাজ্য রাজনীতিতে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়িয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় চর্চার বিষয় তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের বিয়ে । রীতিমতো হইচই পড়ে গিয়েছে এই বিষয়টা নিয়ে ৷ একই সঙ্গে তৈরি হয়েছে বিভ্রান্তিও ।

বৃহস্পতিবার একটি ছবি প্রকাশ্যে আসে । যেখানে দেখা যায়, প্রাক্তন বিজেডি সাংসদ 65 বছরের পিনাকী মিশ্রের সঙ্গে হাতে হাত রেখে হাঁটছেন 50 বছর বয়সী মহুয়া মৈত্র । তাঁর পরনে পিচ গোলাপি ও সোনালি রঙের দামি শাড়ি । গলায় চওড়া হার, কানে দুল, মাথায় টিকলি । তার পরই চাউর হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং বিজু জনতা দলের (বিজেডি) প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র সম্প্রতি জার্মানিতে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ।

যদিও এই বিয়ে নিয়ে দু'জনেই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, গত 3 মে জার্মানিতে এই 'গোপন' বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁদের ছবি দেখে মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত ব্যক্তিগত হলেও ঐতিহ্যপূর্ণ ছিল ।

মহুয়া ও পিনাকীর রাজনৈতিক জীবন

একদিকে মহুয়া মৈত্র লোকসভায় তাঁর আক্রমণাত্মক বক্তৃতার জন্য পরিচিত ৷ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসন থেকে দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি । তাঁর প্রথম সাংসদ থাকাকালীন সময়ে 'ক্যাশ-ফর-কোয়ারি'র অভিযোগে তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় । অন্যদিকে, পিনাকী মিশ্র ওড়িশার পুরী থেকে চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত তিনি ।

রাজনৈতিক মহলে এই আন্তঃদলীয় বিয়ে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে । যদিও উভয় নেতার পাশাপাশি তাঁদের দলও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ৷ তবে তাঁদের ঘনিষ্ঠ মহল থেকে অনেকেই তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ।

রাজনৈতিক ব্যস্ততার মাঝেই গাঁটছড়া মহুয়ার

রাজনীতিতে বরাবরই উজ্জ্বল কেরিয়ার মহুয়া মৈত্রর । কংগ্রেস থেকে রাজনীতি শুরু হলেও, পরে তৃণমূলে যোগ দেন ৷ ঘাসফুল প্রতীকে করিমপুরের বিধায়ক থেকে জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন । পরপর দু'বার কৃষ্ণনগর থেকে ঘাসফুলের প্রার্থী হয়ে বড়সড় ব্যবধানে জিতেছেন । এলাকায় দ্রুত কাজ থেকে শুরু করে সংগঠনকে একসূত্রে বেঁধে রাখার কাজ মহুয়া সাফল্যের সঙ্গে করে চলেছেন । রাজনীতি নিয়ে শত ব্যস্ততার মাঝেই গাঁটছড়া বাঁধলেন তিনি ।

অতীতে মহুয়ার বিবাহ ও সম্পর্ক

প্রসঙ্গত, মহুয়া মৈত্র এর আগে ড্যানিশ অর্থলগ্নিকারী লার্স ব্রোরসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৷ কিন্তু সেই সম্পর্ক পরে ভেঙে যায় । এরপর তিনি প্রায় তিন বছর আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা তিক্ততায় শেষ হয় । যদিও যখন মহুয়া মৈত্রের বিয়ে নিয়ে জোর চর্চা । তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে কোথাও তার বিয়ের কথা স্বীকার করেননি মহুয়া । বড় একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম বিষয়টিকে ফেক বলেও দাবি করছে । এই অবস্থায় সকলেই তাকিয়ে রয়েছেন মহুয়ার দিকে । তিনি শেষ পর্যন্ত কী বলেন, তা শোনার জন্য ।

উল্লেখ্য, ইটিভি ভারতের তরফ থেকে তাঁকে মেসেজ করা হয় ৷ সেখানে তাঁকে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানানো হয় । জবাবে তৃণমূল সাংসদ ইটিভি ভারত-কে ধন্যবাদ জানিয়েছেন ।

51 বছরে বিয়ে সারলেন মহুয়া ! বিবাহের ক্ষেত্রে বয়সের পার্থক্য কি আদৌও গুরুত্বপূর্ণ ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.