ETV Bharat / politics

লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন! জনসংযোগে টক্কর মেয়র ও বিধায়কের - POLITICAL CAMPAIGN IN SILIGURI

2026 সালে বিধানসভা নির্বাচন ৷ বছরখানেক আগেই জনসংযোগের মাধ্যমে প্রচারে নামলেন তৃণমূলের গৌতম দেব থেকে বিজেপির শঙ্কর ঘোষ ৷

POLITICAL CAMPAIGN IN SILIGURI
শিলিগুড়িতে প্রচারে মেয়র গৌতম দেব (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 24, 2025 at 7:10 PM IST

2 Min Read

শিলিগুড়ি, 24 মার্চ: বছরখানেক পরই বিধানসভা নির্বাচন । আর সেজন্য এখন থেকেই জনসংযোগে জোর শাসক থেকে বিরোধীদের । একদিকে, মানুষের কাছে চলো কর্মসূচি নিয়ে জনসংযোগে নেমেছেন শিলিগুড়ির মেয়র তৃণমূল কংগ্রেসের গৌতম দেব । আবার একইসঙ্গে পাল্লা দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসংযোগ সারেন শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ ।

আর দুই পরস্পরবিরোধী নেতার এখন থেকেই প্রচার ময়দানে নামা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । জনসংযোগে বেরিয়েও একে অপরকে আক্রমণ করতে ছাড়েননি । রবিবার থেকে একই ওয়ার্ডে জনসংযোগে নামেন মেয়র ও বিধায়ক । পুরনিগমের 18 নম্বর ওয়ার্ডে মানুষের সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগ শুনে নেন তারা । যদিও প্রথমে মেয়রের মানুষের কাছে চলো কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে । আর তা পড়তেই পথে নেমে পড়েন বিধায়ক শঙ্কর ঘোষও ।

লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন! জনসংযোগে টক্কর মেয়র ও বিধায়কের (ইটিভি ভারত)

শঙ্কর ঘোষের কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি মেয়র গৌতম দেব । এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সবসময় মানুষের পাশে থাকি । এসি ঘরে নয় রাস্তায় নেমে কাজ করি । আর বিধায়কের নেমে কী হবে ? ও এক গাড়ি পাথরও ফেলতে পারবে না ।"

Political Campaign in Siliguri
শিলিগুড়িতে প্রচারে বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ৷ (নিজস্ব ছবি)

এদিকে এদিন শঙ্কর ঘোষ 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘুরে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন । কী কী সমস্যা রয়েছে, তাও জেনে নেন তাঁরা । শুধু তাই নয়, এলাকায় পোস্টারিং করেছেন তাঁরা পুরনিগমের বিরুদ্ধে ।

Political Campaign in Siliguri
শিলিগুড়িতে প্রচারে বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ৷ (নিজস্ব ছবি)

এদিকে মেয়রের কটাক্ষ নিয়ে তিনি বলেন, "এটা ওঁর ঔদ্ধত্য, অহংকার । তাই এসব বলছে । উনি সম্মান দিলে সম্মান পাবেন । নইলে আমিও তাঁকে অসম্মানের সঙ্গে কথা বলব । যেমন উনি পাঁচ হাজার মানুষকে নিয়ে পিকনিক করেছেন । তার টাকা কে দিয়েছে ? আরও অনেক আছে আমি বলতে চাই না । আসলে বিরোধীরা রাস্তায় নামতেই ওঁর মাথা গরম হয়ে গিয়েছে । তবে এই ওয়ার্ডে প্রচুর সমস্যা রয়েছে তা শুনলাম । সবথেকে ভয়ঙ্কর সমস্যা হলো মাদকের ।"

Political Campaign in Siliguri
শিলিগুড়িতে প্রচারে মেয়র গৌতম দেব (নিজস্ব ছবি)

শিলিগুড়ি, 24 মার্চ: বছরখানেক পরই বিধানসভা নির্বাচন । আর সেজন্য এখন থেকেই জনসংযোগে জোর শাসক থেকে বিরোধীদের । একদিকে, মানুষের কাছে চলো কর্মসূচি নিয়ে জনসংযোগে নেমেছেন শিলিগুড়ির মেয়র তৃণমূল কংগ্রেসের গৌতম দেব । আবার একইসঙ্গে পাল্লা দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসংযোগ সারেন শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ ।

আর দুই পরস্পরবিরোধী নেতার এখন থেকেই প্রচার ময়দানে নামা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । জনসংযোগে বেরিয়েও একে অপরকে আক্রমণ করতে ছাড়েননি । রবিবার থেকে একই ওয়ার্ডে জনসংযোগে নামেন মেয়র ও বিধায়ক । পুরনিগমের 18 নম্বর ওয়ার্ডে মানুষের সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগ শুনে নেন তারা । যদিও প্রথমে মেয়রের মানুষের কাছে চলো কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে । আর তা পড়তেই পথে নেমে পড়েন বিধায়ক শঙ্কর ঘোষও ।

লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন! জনসংযোগে টক্কর মেয়র ও বিধায়কের (ইটিভি ভারত)

শঙ্কর ঘোষের কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি মেয়র গৌতম দেব । এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সবসময় মানুষের পাশে থাকি । এসি ঘরে নয় রাস্তায় নেমে কাজ করি । আর বিধায়কের নেমে কী হবে ? ও এক গাড়ি পাথরও ফেলতে পারবে না ।"

Political Campaign in Siliguri
শিলিগুড়িতে প্রচারে বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ৷ (নিজস্ব ছবি)

এদিকে এদিন শঙ্কর ঘোষ 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘুরে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন । কী কী সমস্যা রয়েছে, তাও জেনে নেন তাঁরা । শুধু তাই নয়, এলাকায় পোস্টারিং করেছেন তাঁরা পুরনিগমের বিরুদ্ধে ।

Political Campaign in Siliguri
শিলিগুড়িতে প্রচারে বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ৷ (নিজস্ব ছবি)

এদিকে মেয়রের কটাক্ষ নিয়ে তিনি বলেন, "এটা ওঁর ঔদ্ধত্য, অহংকার । তাই এসব বলছে । উনি সম্মান দিলে সম্মান পাবেন । নইলে আমিও তাঁকে অসম্মানের সঙ্গে কথা বলব । যেমন উনি পাঁচ হাজার মানুষকে নিয়ে পিকনিক করেছেন । তার টাকা কে দিয়েছে ? আরও অনেক আছে আমি বলতে চাই না । আসলে বিরোধীরা রাস্তায় নামতেই ওঁর মাথা গরম হয়ে গিয়েছে । তবে এই ওয়ার্ডে প্রচুর সমস্যা রয়েছে তা শুনলাম । সবথেকে ভয়ঙ্কর সমস্যা হলো মাদকের ।"

Political Campaign in Siliguri
শিলিগুড়িতে প্রচারে মেয়র গৌতম দেব (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.