বোলপুর, 10 জুন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি কাজল শেখের ৷ তিনি বলেন, "ইডি-সিবিআইয়ের ভয় দেখাবেন না, বীরভূমে নাস্তানাবুদ করে দেব ৷" অনুব্রত মণ্ডলের অডিয়ো বিতর্কে কাজল শেখের ফোন বাজেয়াপ্ত করার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা । পাশাপাশি, জেলা পরিষদের দুর্নীতির অভিযোগেও সরব হয়েছিলেন তিনি ৷ তা নিয়ে এবার মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ।
অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অডিয়ো প্রকাশ্য আসে ৷ অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় । এই নিয়ে আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক ইঙ্গিত দিয়ে বলেছিলেন, "আইসি ওই অডিয়ো কাজল শেখকে দিয়েছেন, কাজল শেখ বাইরে বের করেছেন ৷" তাঁর এই দাবির পরই শোরগোল পড়ে যায় তৃণমূলের অন্দরেও ৷
9 জুন অনুব্রতকে গ্রেফতারের দাবিতে বোলপুরের রাস্তায় 'নারী সম্মান যাত্রা' করেন শুভেন্দু অধিকারী । পরে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করবেন । কাজলের শেখের ফোন বাজেয়াপ্ত করলেই অডিয়ো বিতর্ক স্পষ্ট হয়ে যাবে ৷ পাশাপাশি জেলা পরিষদের টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি নিয়েও সরব হন বিরোধী দলনেতা । এছাড়া, শুভেন্দু অধিকারী বলেছিলেন এই কাজল কোলাঘাটে তাঁর অফিসে বসে থাকতেন ৷

শুভেন্দুর এই বক্তব্যের জবাব দিতে এদিন মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ ৷ তিনি বলেন, "শুভেন্দু অধিকারী একটা কথা ঠিক বলেছেন, আমি কোলাঘাটের অফিসে গিয়েছি ৷ তখন উনি তৃণমূলে ছিলেন ৷ আমি মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতেও গিয়েছি ৷ তখন জানতাম না শুভেন্দু অধিকারী একটা বড় ডাকাত । আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন ৷"
কাজল শেখ আরও বলেন, "জেলা পরিষদে ই-টেন্ডার হয় ৷ বিরোধী দলনেতা যদি না জানেন, আসুন জেলা পরিষদে ৷ আমার আধিকারিকেরা বুঝিয়ে দেবেন ৷ 99টা মিথ্যা কথা বলেন উনি ৷ যেগুলো লিখে নিয়ে এসেছিল, সেগুলো এখান থেকেই কেউ লিখে দিয়েছে । আমার ফোন বাজেয়াপ্ত করতে বলছেন, যখন চাইবে ফোন দিয়ে দেব ৷ কাজল শেখকে ইডি-সিবিআইয়ের ভয় দেখাবেন না । বীরভূম জেলায় 11টি আসনেই জিতব ৷ বিজেপিকে নাস্তানাবুদ করে দেব, চ্যালেঞ্জ করলাম ।"