ফুরফুরা শরিফ, 10 জুন: নওশাদ সিদ্দিকীর পর ফুরফুরা শরিফ থেকে রাজনীতির মূল মঞ্চে পীরজাদা কাশেম সিদ্দিকী ৷ এবার ভাইয়ের দল আইএসএফের প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে তাঁকে ৷ 28 বছর ধর্মসভা করার পর রাজনীতিতে প্রবেশ করেছেন তিনি ৷ আর এর কারণ নিয়ে ফুরফুরার পীরজাদার দাবি, মানুষের জন্য কাজ করতে রাজনৈতিক দলটা খুবই জরুরি ৷
সোমবার তৃণমূলের তরফে তাদের সাংগঠনিক তালিকায় রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে কাশেম সিদ্দিকীর নাম উল্লেখ ছিল ৷ তবে, কোনও বড় সভা মঞ্চ বা তৃণমূল ভবনে গিয়ে যোগদান করেননি তিনি ৷ তাঁর তৃণমূলে যোগদানের বিষয়টি কার্যত রহস্যে মোড়া ৷ তবে, ঘাসফুল শিবিরের শীর্ষস্তরের দায়িত্ব পেয়ে কাশেমের বক্তব্য, "আমি 28 বছর ধরে ধর্মসভা করছি ৷ এত বছর ধরে ধর্মসভা করলেও, মানুষের জন্য কাজ করতে হলে একটা দলে যোগ দেওয়াটা খুবই প্রয়োজন ৷ আর সেই কারণে আমি তৃণমূলে যোগ দিয়েছি ৷"
কিন্তু, তাঁর তৃণমূলে যোগদানের পটভূমি কবে ও কোথায় লেখা হয়েছিল ? তৃণমূল থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল, নাকি তিনি নিজে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছিলেন ? নাকি গত 17 মার্চ ফুরফুরা শরিফে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃণমূলে যোগদানের বিষয়টি পাকা করে এসেছিলেন ? এমন নানান প্রশ্ন এ দিন কাশেম সিদ্দিকীকে করা হয় ৷
তবে, প্রতিটি প্রশ্নই সযত্নে এড়িয়ে গেলেন কাশেম সিদ্দিকী ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন ৷ আমাকে বড় দায়িত্ব দিয়েছেন, আমি তা পালন করার চেষ্টা করব ৷" তিনি জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য হবে ফুরফুরা শরিফ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াই করা ৷
কাশেম বলেন, "মালদার আফরাজুল হোক, আনিস খান বা কাকদ্বীপে হিজলি শরিফে যাওয়ার সময় নৌকাডুবি ৷ আমি মানুষের বিপদে সবসময় পাশে থেকেছি ৷ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি ৷ অন্যান্য যে করছে, তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ৷ আগামী দিনেও মানুষের প্রয়োজনে প্রতিবাদ করব ৷"
তিনি বলেন, "ফুরফুরা শরিফ উন্নয়ন পরিষদ আছে, আমরা তার তরফে প্রতিবাদ করেছি ঠিকঠিক কাজ হয়নি বলে ৷ আর যাতে এবার ঠিকভাবে কাজ হয়, সেই কারণে দলে এলাম ৷ মানুষ ঠিকভাবে যাতে কাজের ফলটা পায়, তার জন্যই দলে আসা ৷"
তবে, ফুরফুরা শরিফ থেকে এর আগে নওশাদ সিদ্দিকী রাজনীতিতে প্রবেশ করেছেন ৷ ভাঙড় থেকে আইএসএফের একমাত্র বিধায়ক হিসেবে তিনি রাজ্য বিধানসভা রয়েছেন ৷ তবে, ভাই নওশাদকে নিয়ে প্রশ্নও এদিন এড়িয়ে গেলেন তিনি ৷ শুধু বললেন, "আজকে এসব প্রশ্ন নয় ৷"
তবে, দাদা কাশেম সিদ্দিকীকে রাজনীতিতে স্বাগত জানালেও, তৃণমূলে যোগদান প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়লেন না ভাই নওশাদ ৷ তিনি বলেন, "পীরজাদাদের রাজনীতিতে যোগদানের প্রয়োজনীয়তাটা আমরা অনেক আগেই অনুভব করেছিলাম ৷ তাই রাজনীতির ময়দানে নেমেছি ৷ ভাইজানও সেটা উপলব্ধি করেছেন ৷ ওঁকে রাজনীতিতে স্বাগত জানাই ৷ কিন্তু, রাজনীতিতে আসার জন্য দলটা উনি ভুল বাছলেন ৷ শেষে একটা দুর্নীতিগ্রস্ত ও হিংসাত্মক দলে যোগ দিলেন ৷ আজকে এই তৃণমূলের দুর্নীতির জন্য 2016-র এসএসসি-র প্যানেল বাতিল হয়েছে ৷ যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছেন ৷ সেই দলে উনি যোগ দিলেন, এটাই খারাপ লাগছে ৷"