কলকাতা, 6 মার্চ: সাংসদ তহবিলের টাকা দেওয়ার বিনিময়ে ভোট পাওয়ার প্রতিশ্রুতি চাইলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার কাশীপুরে নর্থ সাব-আরবান হাসপাতালে চিকিৎসার আধুনিক যন্ত্র উদ্বোধনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি এই কথা বলেন ৷
তিনি বলেন, ‘‘আমি এই হাসপাতাল জন্য 50 লাখ টাকা দেব । কিন্তু শর্ত একটাই আমাকে ভোট দিতে হবে । জেতাতে হবে ।’’ তিনি যখন এই কথা বলছেন, সেই মঞ্চেই ছিলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বেলগাছিয়া-কাশীপুরে বিধায়ক কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ অন্যান্যরা ।
স্বাভাবিকভাবে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠেছে, সাংসদ উন্নয়ন তহবিলের টাকা দেওয়ার বদলে কি একজন সাংসদ এই কথা বলতে পারেন ? আর বিতর্ক যে হবেই সেটা বিলক্ষণ জানেন পোড়খাওয়া এই রাজনীতিক ৷ তাই তিনি মঞ্চ থেকেই বলেছেন, ‘‘ভোট যেহেতু ঘোষণা হয়নি, তাই একথা বলছি । নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই ধরনের কথা বলা যায় না ।’’
উল্লেখ্য, 2009 সাল থেকে উত্তর কলকাতা লোকসভা আসন থেকে জিতছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ এবারও হয়তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রে তাঁর উপরই আস্থা রাখবেন ৷ আর সেটা বুঝতে পেরেই আগেভাগে ভোট চেয়ে রাখছেন ৷ আর বদলে হাসপাতালের জন্য টাকা দেওয়ার কথা বলছেন ৷
যদিও সাম্প্রতিক সময়ে তাপস রায়, কুণাল ঘোষ তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ কুণাল ঘোষ অবশ্য তাঁর বাড়ি গিয়ে চা খেয়ে এসেছেন ৷ আর তাপস রায় তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে এবং বরানগরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে বুধবার যোগ দিয়েছেন বিজেপিতে ৷ এই পরিস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল রাজ্য রাজনীতিতে ৷
তবে বিতর্ক যাই হোক, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন ৷ কেন্দ্রের বঞ্চনা ও রাজ্যের উন্নয়নের কর্মকাণ্ডে কেন্দ্রের বাধাদানের অভিযোগ তুলে সরব হয়েছেন ৷
আরও পড়ুন: