ETV Bharat / politics

অপারেশন সিঁদুর নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং ! তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্যে পালটা জিতেনের - TMC MLA ON OPERATION SINDOOR

অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের পালটা জবাব ৷ তৃণমূল বিধায়ককে অশিক্ষিত, মাফিয়া বলে কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির ৷

ETV BHARAT
তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 6, 2025 at 3:02 PM IST

2 Min Read

দুর্গাপুর/আসানসোল, 6 জুন: অপারেশন সিঁদুর নাটক ! ফিটিং করা হয়েছে পাকিস্তানের সঙ্গে ! দলীয় কর্মিসভায় এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । দলীয় কর্মিসভা থেকে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বইছে । কুলটি থানায় ইমেলে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি ৷ নরেন্দ্রনাথকে অশিক্ষিত, মাফিয়া বলে উল্লেখ করে পালটা কটাক্ষ করেছেন জিতেন্দ্র তিওয়ারি ।

পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে বর্তমানে কর্মিসভা চলছে । তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা এই কর্মিসভা পরিচালনা করছেন । জেলায় অনুষ্ঠিত এমন একটি কর্মিসভাতে পহেলগাঁওয়ের পর্যটকদের উপর হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুরকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য (নিজস্ব ভিডিয়ো)

তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার ! দেখছেন তো ? গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা । গোটাটাই নাটক । পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এই খেলা । চিত্রনাট্য ।" পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে বলতে গিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "পুরো কাশ্মীর জুড়ে মিলিটারি থাকে । ইনসাস রাইফেল নিয়ে প্রহরায় থাকে । তাহলে পহেলগাঁওয়ে কেন সেদিন সেনাবাহিনী ছিল না ? আসলে এটা ছিল একটা চিত্রনাট্য ।" এরপরেই তৃণমূল বিধায়ক দলের কর্মীদের উদ্দেশে বলেন, "মনে রাখবেন সিঁদুর বাঙালির রক্তে । সিঁদুর মায়েদের মাথায় থাকে । তাই এই সিঁদুর নিয়ে যাঁরা রাজনীতি করছেন তাঁদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন ।"

ETV BHARAT
বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তিওয়ারি (নিজস্ব চিত্র)

দলীয় কর্মিসভা থেকে তাঁর এই বক্তব্যের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা ৷ প্রাক্তন মেয়র তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তিওয়ারি খোঁচা দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে । তিনি বলেন, "উনি অর্ধশিক্ষিত । টেনেটুনে হায়ার সেকেন্ডারি পাশ করেছেন । এই কারণেই রাজনীতিতে মাফিয়া, অসামাজিক মানুষদের রাজনীতির পরিসর থেকে দূরে সরিয়ে রাখা উচিত ।" নরেনের প্রতি জিতেনের কটাক্ষ, "পাকিস্তানের প্রতি যদি এতই প্রেম তাহলে চলে যান পাকিস্তান । জিন্না সাহেবের কবরের পাশে তিন কাঠা জমি নিয়ে সেখানেই বসবাস শুরু করুন ।"

জিতেনের অভিযোগ, "তৃণমূলে থাকলে এসব করা যায় । দেশবিরোধী কথা বলার জন্য তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনও অভিযোগও হবে না । উনি আবার অনুব্রত মণ্ডলের শিষ্য বলে দাবি করেন । ওঁর কাছ থেকে এর বেশি কী আর আশা করবেন ।"

দুর্গাপুর/আসানসোল, 6 জুন: অপারেশন সিঁদুর নাটক ! ফিটিং করা হয়েছে পাকিস্তানের সঙ্গে ! দলীয় কর্মিসভায় এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । দলীয় কর্মিসভা থেকে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বইছে । কুলটি থানায় ইমেলে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি ৷ নরেন্দ্রনাথকে অশিক্ষিত, মাফিয়া বলে উল্লেখ করে পালটা কটাক্ষ করেছেন জিতেন্দ্র তিওয়ারি ।

পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে বর্তমানে কর্মিসভা চলছে । তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা এই কর্মিসভা পরিচালনা করছেন । জেলায় অনুষ্ঠিত এমন একটি কর্মিসভাতে পহেলগাঁওয়ের পর্যটকদের উপর হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুরকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য (নিজস্ব ভিডিয়ো)

তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার ! দেখছেন তো ? গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা । গোটাটাই নাটক । পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এই খেলা । চিত্রনাট্য ।" পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে বলতে গিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "পুরো কাশ্মীর জুড়ে মিলিটারি থাকে । ইনসাস রাইফেল নিয়ে প্রহরায় থাকে । তাহলে পহেলগাঁওয়ে কেন সেদিন সেনাবাহিনী ছিল না ? আসলে এটা ছিল একটা চিত্রনাট্য ।" এরপরেই তৃণমূল বিধায়ক দলের কর্মীদের উদ্দেশে বলেন, "মনে রাখবেন সিঁদুর বাঙালির রক্তে । সিঁদুর মায়েদের মাথায় থাকে । তাই এই সিঁদুর নিয়ে যাঁরা রাজনীতি করছেন তাঁদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন ।"

ETV BHARAT
বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তিওয়ারি (নিজস্ব চিত্র)

দলীয় কর্মিসভা থেকে তাঁর এই বক্তব্যের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা ৷ প্রাক্তন মেয়র তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তিওয়ারি খোঁচা দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে । তিনি বলেন, "উনি অর্ধশিক্ষিত । টেনেটুনে হায়ার সেকেন্ডারি পাশ করেছেন । এই কারণেই রাজনীতিতে মাফিয়া, অসামাজিক মানুষদের রাজনীতির পরিসর থেকে দূরে সরিয়ে রাখা উচিত ।" নরেনের প্রতি জিতেনের কটাক্ষ, "পাকিস্তানের প্রতি যদি এতই প্রেম তাহলে চলে যান পাকিস্তান । জিন্না সাহেবের কবরের পাশে তিন কাঠা জমি নিয়ে সেখানেই বসবাস শুরু করুন ।"

জিতেনের অভিযোগ, "তৃণমূলে থাকলে এসব করা যায় । দেশবিরোধী কথা বলার জন্য তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনও অভিযোগও হবে না । উনি আবার অনুব্রত মণ্ডলের শিষ্য বলে দাবি করেন । ওঁর কাছ থেকে এর বেশি কী আর আশা করবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.