ETV Bharat / politics

আরজি করের ঘটনায় প্রমাণিত মমতার রাজত্বে কেউ নিরাপদ নয়, দাবি শুভেন্দুর - Suvendu Slams Mamata

Suvendu Adhikari Slams Mamata Banerjee: মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙায় মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মিছিল শেষে মাথাভাঙার চৌপথীতে আয়োজিত সভায় ভাষণ দেন ৷ সেখান থেকে আরজি কর থেকে শুরু করে একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 8:48 PM IST

BJP Rally
মাথাভাঙায় বিজেপির মিছিল (নিজস্ব চিত্র)

কোচবিহার, 10 সেপ্টেম্বর: আরজি কর ইস্যুতে কোচবিহারের মাথাভাঙায় এসে তৃণমূলকে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার দুপুরে মাথাভাঙার চৌপথীতে মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এরাজ্যের কেউ নিরাপদ নয় । মহিলা ডাক্তারের ধর্ষণের ঘটনাই তা প্রমাণ দেয় । তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা তাদের পাশে আছি ।’’

মাথাভাঙায় শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলেও তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন ৷ বিরোধী দলনেতা বলেন, ‘‘লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে চুরি করে হারানো হয়েছে । ডিএম অরবিন্দ মিনা চটি চাটে ৷ তিনি একগাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন ।’’

একই সঙ্গে বিরোধী দলনেতা অভিযোগ করেন, তৃণমূল মাথাভাঙায় দু’জন পঞ্চায়েত সদস্যকে জোর করে তাদের দলে যোগদান করিয়েছে । পুলিশ পাশে আছে বলেই তৃণমূলের নেতারা ছাড় পাচ্ছে ৷ না হলে মানুষই উচিত শিক্ষা দিত ৷

এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘কিছুদিন আগে আরজি করের ঘটনার প্রতিবাদে মাথাভাঙার সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিলেন । তৃণমূলের মাথাভাঙার পুরপ্রধান ও ব্লক সভাপতি তৃণমূলের পাঁচ পয়সার নেতা, পুলিশ সুপারের নেতৃত্বে হামলা করেছে । তাই বিজেপি সেই ঘটনার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে । পুলিশ সরে যাক । আমরা এদের ব্যবস্থা করে নেব । বক্তব্যের শুরুতে বিজেপি নেতা কর্মীদের একটি মিছিল মাথাভাঙা শহর পরিক্রমা করে ।’’

উল্লেখ্য, এ দিন আরজি করের ঘটনা ও মাথাভাঙায় হামলার প্রতিবাদেই এই মিছিল করে বিজেপি ৷ সেখানে কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ কোচবিহার জেলা বিজেপির শীর্ষনেতারা উপস্থিত ছিলেন ৷

কোচবিহার, 10 সেপ্টেম্বর: আরজি কর ইস্যুতে কোচবিহারের মাথাভাঙায় এসে তৃণমূলকে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার দুপুরে মাথাভাঙার চৌপথীতে মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এরাজ্যের কেউ নিরাপদ নয় । মহিলা ডাক্তারের ধর্ষণের ঘটনাই তা প্রমাণ দেয় । তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা তাদের পাশে আছি ।’’

মাথাভাঙায় শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলেও তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন ৷ বিরোধী দলনেতা বলেন, ‘‘লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে চুরি করে হারানো হয়েছে । ডিএম অরবিন্দ মিনা চটি চাটে ৷ তিনি একগাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন ।’’

একই সঙ্গে বিরোধী দলনেতা অভিযোগ করেন, তৃণমূল মাথাভাঙায় দু’জন পঞ্চায়েত সদস্যকে জোর করে তাদের দলে যোগদান করিয়েছে । পুলিশ পাশে আছে বলেই তৃণমূলের নেতারা ছাড় পাচ্ছে ৷ না হলে মানুষই উচিত শিক্ষা দিত ৷

এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘কিছুদিন আগে আরজি করের ঘটনার প্রতিবাদে মাথাভাঙার সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিলেন । তৃণমূলের মাথাভাঙার পুরপ্রধান ও ব্লক সভাপতি তৃণমূলের পাঁচ পয়সার নেতা, পুলিশ সুপারের নেতৃত্বে হামলা করেছে । তাই বিজেপি সেই ঘটনার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে । পুলিশ সরে যাক । আমরা এদের ব্যবস্থা করে নেব । বক্তব্যের শুরুতে বিজেপি নেতা কর্মীদের একটি মিছিল মাথাভাঙা শহর পরিক্রমা করে ।’’

উল্লেখ্য, এ দিন আরজি করের ঘটনা ও মাথাভাঙায় হামলার প্রতিবাদেই এই মিছিল করে বিজেপি ৷ সেখানে কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ কোচবিহার জেলা বিজেপির শীর্ষনেতারা উপস্থিত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.