ETV Bharat / politics

ওবিসি হিন্দুদের সঙ্গে প্রতারণা করলেন মমতা, অভিযোগ শুভেন্দুর - SUVENDU ADHIKARI

মঙ্গলবার ওবিসি ইস্যুতে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির ৷ ওবিসি হিন্দুদের জন্য আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলনেতার ৷

Suvendu Adhikari
ওবিসি হিন্দুদের সঙ্গে প্রতারণা করলেন মমতা, অভিযোগ শুভেন্দুর (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 10, 2025 at 3:25 PM IST

2 Min Read

কলকাতা, 10 জুন: ওবিসি সংরক্ষণ নিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয় একটি রিপোর্ট ৷ বিজেপির অভিযোগ, ওই রিপোর্টটি পক্ষপাতদুষ্ট৷ তাই প্রধান বিরোধী দলের বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন ৷ তাঁদের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

বিধানসভার বাইরে এসে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ তিনি অভিযোগ করেন, বিরোধী দলকে কিছু না জানিয়ে চোরের মতো এসে এই রিপোর্ট পেশ করা হয়েছে ৷ কিছু সময়ের জন্য এই নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ৷ তার পর বিরোধী দলকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি ৷ তার আগেই বিধানসভা মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷

শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকার বিধানসভায় যে রিপোর্ট পেশ করেছে, সেখানে 180টি সম্প্রদায়কে ওবিসি-তে অন্তর্ভুক্ত করার কথা বলা আছে ৷ এই 180টি সম্প্রদায়ের মধ্যে 119টি মুসলিম সম্প্রদায়ের ৷ সেই কারণে বিরোধী দলনেতার অভিযোগ, সংরক্ষণের বিষয়ে হিন্দু ওবিসি-দের সঙ্গে প্রতারণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷

এদিন শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ৷ তাই তাঁর প্রশ্ন, আদালতের আওতাধীন বিষয়ে কীভাবে সংরক্ষণ করা হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ওবিসি হিন্দুদের স্বার্থরক্ষায় আন্দোলনে নামবে বিজেপি ৷

উল্লেখ্য, এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, হাইকোর্টের নির্দেশে ওবিসি সংরক্ষণ 17 শতাংশ থেকে কমিয়ে 7 শতাংশ করা হয়েছিল । কিন্তু এখন কমিশনের সুপারিশের ভিত্তিতে আবার 17 শতাংশ সংরক্ষণ চালু করা হচ্ছে ৷ ধর্মের ভিত্তিতে নয়, বরং মণ্ডল কমিশনের নির্ধারিত বেঞ্চমার্ক এবং রাজ্য সরকারের সমীক্ষার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি ওবিসি সংক্রমণ নিয়ে পূর্বতন বাম সরকারকেও আক্রমণ করেন ৷

মুখ্যমন্ত্রীর বিবৃতি শেষ হতেই বিধানসভার অধিবেশন কক্ষে সরব হয় বিজেপি ৷ এর বিরুদ্ধে স্লোগানও দিতে থাকে ৷ তার পর স্লোগান দিতে দিতে তারা বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা ৷

আরও পড়ুন -

কলকাতা, 10 জুন: ওবিসি সংরক্ষণ নিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয় একটি রিপোর্ট ৷ বিজেপির অভিযোগ, ওই রিপোর্টটি পক্ষপাতদুষ্ট৷ তাই প্রধান বিরোধী দলের বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন ৷ তাঁদের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

বিধানসভার বাইরে এসে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ তিনি অভিযোগ করেন, বিরোধী দলকে কিছু না জানিয়ে চোরের মতো এসে এই রিপোর্ট পেশ করা হয়েছে ৷ কিছু সময়ের জন্য এই নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ৷ তার পর বিরোধী দলকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি ৷ তার আগেই বিধানসভা মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷

শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকার বিধানসভায় যে রিপোর্ট পেশ করেছে, সেখানে 180টি সম্প্রদায়কে ওবিসি-তে অন্তর্ভুক্ত করার কথা বলা আছে ৷ এই 180টি সম্প্রদায়ের মধ্যে 119টি মুসলিম সম্প্রদায়ের ৷ সেই কারণে বিরোধী দলনেতার অভিযোগ, সংরক্ষণের বিষয়ে হিন্দু ওবিসি-দের সঙ্গে প্রতারণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷

এদিন শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ৷ তাই তাঁর প্রশ্ন, আদালতের আওতাধীন বিষয়ে কীভাবে সংরক্ষণ করা হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ওবিসি হিন্দুদের স্বার্থরক্ষায় আন্দোলনে নামবে বিজেপি ৷

উল্লেখ্য, এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, হাইকোর্টের নির্দেশে ওবিসি সংরক্ষণ 17 শতাংশ থেকে কমিয়ে 7 শতাংশ করা হয়েছিল । কিন্তু এখন কমিশনের সুপারিশের ভিত্তিতে আবার 17 শতাংশ সংরক্ষণ চালু করা হচ্ছে ৷ ধর্মের ভিত্তিতে নয়, বরং মণ্ডল কমিশনের নির্ধারিত বেঞ্চমার্ক এবং রাজ্য সরকারের সমীক্ষার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি ওবিসি সংক্রমণ নিয়ে পূর্বতন বাম সরকারকেও আক্রমণ করেন ৷

মুখ্যমন্ত্রীর বিবৃতি শেষ হতেই বিধানসভার অধিবেশন কক্ষে সরব হয় বিজেপি ৷ এর বিরুদ্ধে স্লোগানও দিতে থাকে ৷ তার পর স্লোগান দিতে দিতে তারা বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা ৷

আরও পড়ুন -

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.