কলকাতা, 6 জুন: জগন্নাথদেবের প্রসাদের নাম করে স্থানীয় দোকানের গজা-প্যারা খাওয়ানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার ৷ শুক্রবার এমনই অভিযোগ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগ, প্রসাদের নামে হিন্দুদের আস্থায় আঘাত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
উল্লেখ্য, এপ্রিলের শেষে পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছে রাজ্য সরকার ৷ সেই মন্দিরের প্রসাদ এবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে রাজ্যের তরফে ৷ এর জন্য দুয়ারে রেশন প্রকল্পের সাহায্য নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ৷ রেশন দোকান থেকেই বাড়ি বাড়ি এই প্রসাদ পৌঁছে দেওয়া হবে ৷

যদিও শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, দিঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেখান থেকে প্রসাদ আসবে না ৷ বরং যে এলাকায় মিষ্টি বিতরণ করা হবে, সেখানকার দোকান থেকেই প্যাকেট তৈরি করাতে বলা হয়েছে ৷ নবান্ন থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেগুলি প্রশাসনের তৃণমূলস্তর পর্যন্ত সেই নির্দেশ পৌঁছে গিয়েছে ৷ একেকটি প্যাকেট তৈরি করার জন্য 20 টাকা করে বরাদ্দ করা হয়েছে ৷ প্যাকেটে একটা প্যারা ও একটা গজা রাখতে বলা হয়েছে ৷ সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি দিতে বলা হয়েছে ৷

শুভেন্দু অধিকারীর দাবি, এটা জগন্নাথদেবের প্রসাদ নয় ৷ এটা সাধারণ মিষ্টি ৷ এর মাধ্যমে হিন্দুদের আস্থায় আঘাত করছে রাজ্য সরকার ৷ শুধুমাত্র হিন্দু ভোটকে ভাগ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাই সাধারণ হিন্দুদের প্রতি শুভেন্দুর আবেদন, এই প্যাকেটকে মিষ্টি হিসেবে যে কেউ গ্রহণ করতে পারেন ৷ কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না ৷

একই সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠক থেকে আরও একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন ৷ রাজ্যের প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষ হয়ে সবক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি বর্তমানের কোভিড পরিস্থিতি নিয়েও রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু ৷ তাঁর দাবি, রাজ্য সরকার কোভিডের তথ্য চেপে যাচ্ছে ৷ সংশ্লিষ্ট পোর্টালে সঠিক তথ্য আপলোড করা হচ্ছে না ৷
