চন্দননগর, 19 মার্চ: প্রচারের শুরুতেই প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর সাংসদ থাকাকালীন কাজ নিয়ে প্রশ্ন তুললেন রচনা বন্দ্যোপাধ্যায় ৷ বিগত 5 বছরে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কী কাজ করেছেন তার খতিয়ান দেখাতে বললেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী ৷ যদিও সাংসদ লকেটের পালটা দাবি, "উনি কিছু জানেন না । এই এলাকায় নতুন তো ৷ আমি 17 কোটি 65 লক্ষ টাকার কাজ করেছি ৷ মানুষ জানেন ।"
মঙ্গলবার চন্দননগরের বোরাইচণ্ডীতলার মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । পরে সেখান থেকে হেঁটে মোল্লা হাজিবাগান মসজিদে গিয়ে চাদর চড়ান । অভিনেত্রীকে একবার দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন রাস্তার দু-পাশে । পরে সেখান থেকে বেরিয়ে তিনি স্ফুলিঙ্গ ক্লাবে গিয়ে জনসংযোগ করেন । সেখানে ছিলেন বিধায়ক অসীমা পাত্র ও বিধায়ক ইন্দ্রনীল সেন-সহ জেলা নেতৃত্বরা ।
মঙ্গলবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম না করে রচনা বলেন, "হুগলি লোকসভায় কোনও কাজ হয়নি । আমি জানতে চাই তিনি পাঁচ বছরে কী কী কাজ করেছেন ? সাধারণ মানুষ জানেনই না 17 কোটি টাকা উনি কোথায় খরচ করেছেন । কাজ করে থাকলে তিনি সাধারণ মানুষকে তথ্য দিয়ে জানাচ্ছেন না কেন ৷"
জনসংযোগ করতে এসে মঞ্চ থেকে ইন্দ্রনীল সেন দাবি করেন, পাঁচ বছরে বিজেপি সাংসদের কোনও কাজ পায়নি মানুষ ৷ তৃণমূল সাংসদ হলেই চন্দননগর বিধানসভায় বিধায়ক অফিসকেই সাংসদের অফিস করা হবে । এই বিষয়ে সম্মতি দিয়ে রচনা বলেন, "হুগলির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কাজ ও উপস্থিতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে সাধারণ মানুষের । হুগলি লোকসভা থেকে জয়লাভ করলে প্রতিটা বিধানসভায় সাংসদের অফিস থাকবে । কোনও মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার দিকে নজর রাখা হবে । এই লোকসভা থেকে তৃণমূলের সকলকে একত্রিত করে লড়াই করব ৷ সাধারণ মানুষের মধ্যে যে সমর্থন ও উচ্ছ্বাস আছে, তাতে আমি জয়লাভ করব । কোনও বিধানসভায় যদি খামতি থাকে তাহলে তা বসে মেটাবার চেষ্টা করব ।"
আরও পড়ুন :