ETV Bharat / politics

বিজেপির প্রার্থী হওয়ায় পঞ্চায়েত ভোটের পর থেকে ঘরছাড়া, হাইকোর্টের দ্বারস্থ আর্জিনা - POST POLL VIOLENCE

হাওড়ার বাসিন্দা আর্জিনা খাতুন৷ তেইশের পঞ্চায়েত ভোটে তিনি বিজেপির প্রার্থী হন৷ অভিযোগ, তার পর থেকে তিনি ঘরছাড়া৷ বাড়ি ফিরতে চেয়ে আদালতে আবেদন করেছেন তিনি৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2025 at 2:47 PM IST

3 Min Read

কলকাতা, 15 মে: 2023 সালের জুলাই মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয় ৷ তার পর কেটে গিয়েছে প্রায় দু’বছর ৷ তা সত্ত্বেও বাড়িতে ফিরতে পারছেন না আর্জিনা খাতুন ৷ বাড়িতে ফিরতে চেয়ে তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা ৷

আদালতের কাছে আর্জিনা জানিয়েছেন, তিনি হাওড়ার দক্ষিণ ভাটরা এলাকার বাসিন্দা ৷ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে তিনি ভোটে লড়েন ৷ সেই কারণেই তাঁকে ঘরছাড়া হতে হয়েছে ৷ আদালতের কাছে তাঁর আর্জি, তাঁকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে দেওয়া হোক ৷

বুধবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ৷ সওয়াল-জবাব শেষে বিচারপতি ওই মহিলাকে বাড়ির মালিকানা সংক্রান্ত নথি আদালতে জমা করতে বলেছেন ৷ সেই নথি খতিয়ে দেখে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারপতি ৷ আগামী 21 মে এই মামলার পরবর্তী শুনানি ৷

আর্জিনা খাতুনের কী অভিযোগ ?

তিনি আদালতে জানিয়েছেন যে তাঁর স্বামী কর্মসূত্রে মুম্বইতে থাকেন ৷ হাওড়ার দক্ষিণ ভাটরার বাড়িতে তিনি মেয়েকে নিয়ে থাকেন ৷ 2021 সালে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হন ৷ 2023 সালে তিনি পদ্ম-প্রতীকে ভোটে লড়েন ৷ মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তা প্রত্যাহার করে নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে চাপ দেওয়া শুরু হয় ৷

আর্জিনার দাবি, তিনি রাজি হননি ৷ সেই কারণে তাঁকে প্রথমে হুমকি দেওয়া হয় ৷ পরে বাড়িতে হামলা চালানো হয় ৷ তাঁকে মারধর করা হয় ৷ চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাঁকে ও তাঁর মেয়েকে বের করে দেওয়া হয় ৷ আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে তিনি চলে যান পূর্ব মেদিনীপুরের মেচেদায় ৷ সেখানে তাঁর বোনের বাড়ি ৷

পরে আবার তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয় ৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন ৷ এই পরিস্থিতিতে তিনি গত দুই বছর ধরে বারবার ঘরে ফেরার চেষ্টা করছেন ৷ কিন্তু কিছুতেই তাঁকে বাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না বলে আর্জিনা খাতুনের অভিযোগ ৷ দক্ষিণ ভাটরা এলাকা হাওড়ার জয়পুর থানা এলাকার অধীনে পড়ছে ৷ সেখানেও অভিযোগ জানিয়েছেন আর্জিনা ৷ তার পরও ঘরের ফেরার বিষয়টি নিয়ে কোনও সুরাহা মেলেনি বলে তিনি জানিয়েছেন ৷

আদালতের সওয়াল-জবাব

আর্জিনা খাতুনের হয়ে বুধবার কলকাতা হাইকোর্টে সওয়াল করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ৷ তিনি আদালতে জানান, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আর্জিনা খাতুন ৷ তার পর থেকে এই বিজেপি নেত্রী ঘরছাড়া ৷ কোনোভাবেই বাড়িতে ফিরতে পারছেন না ৷

আইনজীবীর এই সওয়াল শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, আর্জিনা যে বাড়ি থেকে বিতাড়িত, তার কি কোনও প্রমাণ রয়েছে ? উত্তরে তরুণজ্যোতি আদালতে জানান, কোনও প্রমাণ না থাকলেও অত্যাচারের ভয়ে আর্জিনা বাড়ি ফিরতে পারছেন না ৷

এজলাসে উপস্থিত ছিলেন সরকারপক্ষের আইনজীবী ৷ তিনি জানান, আর্জিনা খাতুন যে ঘরছাড়া, এই নিয়ে কোথাও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ আর্জিনা কোথায় থাকছেন, সেটাও বিচারপতি জানতে চান ৷ আইনজীবী জানান, আর্জিনা এখন সংশ্লিষ্ট এলাকার বাইরে থাকছেন ৷

এর পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, "আপনি আপনার বাড়ির নথি যা আছে, সেটা দেখান । একটা হলফনামা জমা দিন । এক্ষেত্রে আমার নির্দেশ দিয়ে দিতে কোনও অসুবিধা নেই ৷ কিন্তু অন্য কারও বাড়িতে দখলদারি হচ্ছে কি না, সেটা সুনিশ্চিত করার জন্য আপনাকে এই তথ্য দিতে হবে ।"

কলকাতা, 15 মে: 2023 সালের জুলাই মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয় ৷ তার পর কেটে গিয়েছে প্রায় দু’বছর ৷ তা সত্ত্বেও বাড়িতে ফিরতে পারছেন না আর্জিনা খাতুন ৷ বাড়িতে ফিরতে চেয়ে তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা ৷

আদালতের কাছে আর্জিনা জানিয়েছেন, তিনি হাওড়ার দক্ষিণ ভাটরা এলাকার বাসিন্দা ৷ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে তিনি ভোটে লড়েন ৷ সেই কারণেই তাঁকে ঘরছাড়া হতে হয়েছে ৷ আদালতের কাছে তাঁর আর্জি, তাঁকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে দেওয়া হোক ৷

বুধবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ৷ সওয়াল-জবাব শেষে বিচারপতি ওই মহিলাকে বাড়ির মালিকানা সংক্রান্ত নথি আদালতে জমা করতে বলেছেন ৷ সেই নথি খতিয়ে দেখে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারপতি ৷ আগামী 21 মে এই মামলার পরবর্তী শুনানি ৷

আর্জিনা খাতুনের কী অভিযোগ ?

তিনি আদালতে জানিয়েছেন যে তাঁর স্বামী কর্মসূত্রে মুম্বইতে থাকেন ৷ হাওড়ার দক্ষিণ ভাটরার বাড়িতে তিনি মেয়েকে নিয়ে থাকেন ৷ 2021 সালে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হন ৷ 2023 সালে তিনি পদ্ম-প্রতীকে ভোটে লড়েন ৷ মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তা প্রত্যাহার করে নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে চাপ দেওয়া শুরু হয় ৷

আর্জিনার দাবি, তিনি রাজি হননি ৷ সেই কারণে তাঁকে প্রথমে হুমকি দেওয়া হয় ৷ পরে বাড়িতে হামলা চালানো হয় ৷ তাঁকে মারধর করা হয় ৷ চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাঁকে ও তাঁর মেয়েকে বের করে দেওয়া হয় ৷ আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে তিনি চলে যান পূর্ব মেদিনীপুরের মেচেদায় ৷ সেখানে তাঁর বোনের বাড়ি ৷

পরে আবার তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয় ৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন ৷ এই পরিস্থিতিতে তিনি গত দুই বছর ধরে বারবার ঘরে ফেরার চেষ্টা করছেন ৷ কিন্তু কিছুতেই তাঁকে বাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না বলে আর্জিনা খাতুনের অভিযোগ ৷ দক্ষিণ ভাটরা এলাকা হাওড়ার জয়পুর থানা এলাকার অধীনে পড়ছে ৷ সেখানেও অভিযোগ জানিয়েছেন আর্জিনা ৷ তার পরও ঘরের ফেরার বিষয়টি নিয়ে কোনও সুরাহা মেলেনি বলে তিনি জানিয়েছেন ৷

আদালতের সওয়াল-জবাব

আর্জিনা খাতুনের হয়ে বুধবার কলকাতা হাইকোর্টে সওয়াল করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ৷ তিনি আদালতে জানান, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আর্জিনা খাতুন ৷ তার পর থেকে এই বিজেপি নেত্রী ঘরছাড়া ৷ কোনোভাবেই বাড়িতে ফিরতে পারছেন না ৷

আইনজীবীর এই সওয়াল শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, আর্জিনা যে বাড়ি থেকে বিতাড়িত, তার কি কোনও প্রমাণ রয়েছে ? উত্তরে তরুণজ্যোতি আদালতে জানান, কোনও প্রমাণ না থাকলেও অত্যাচারের ভয়ে আর্জিনা বাড়ি ফিরতে পারছেন না ৷

এজলাসে উপস্থিত ছিলেন সরকারপক্ষের আইনজীবী ৷ তিনি জানান, আর্জিনা খাতুন যে ঘরছাড়া, এই নিয়ে কোথাও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ আর্জিনা কোথায় থাকছেন, সেটাও বিচারপতি জানতে চান ৷ আইনজীবী জানান, আর্জিনা এখন সংশ্লিষ্ট এলাকার বাইরে থাকছেন ৷

এর পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, "আপনি আপনার বাড়ির নথি যা আছে, সেটা দেখান । একটা হলফনামা জমা দিন । এক্ষেত্রে আমার নির্দেশ দিয়ে দিতে কোনও অসুবিধা নেই ৷ কিন্তু অন্য কারও বাড়িতে দখলদারি হচ্ছে কি না, সেটা সুনিশ্চিত করার জন্য আপনাকে এই তথ্য দিতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.