আরামবাগ, 27 ফেব্রুয়ারি: বাংলার স্বৈরাচারী মহিলা মুখ্যমন্ত্রীকে তাঁর চেয়ার থেকে সরাবেন রাজ্যের নির্যাতিত মহিলারাই ৷ আজ হুগলির আরামবাগে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি বৈঠক থেকে এমনই মন্তব্য করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে আগামী দিনে বিজেপির মহিলা মোর্চা আরও বড় আন্দোলনে নামবে বলেও জানালেন লকেট ৷ আগামী দিনে বাংলার অন্যান্য জেলার নির্যাতিত মহিলারাও সরব হবেন বলে মনে করেন তিনি ৷
এদিন লকেট বলেন, "রোজ সন্দেশখালির একের পর এক মহিলারা তাঁদের উপর হওয়া অত্যাচারের ঘটনা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছেন ৷ পুলিশ একাধিক গণধর্ষণের মামলা রুজু করেছে ৷ অনেককে গ্রেফতারও করেছে ৷ যদি এগুলি উস্কানি বা বানানো ঘটনা হত, তাহলে পুলিশ এফআইআর করত না, আর অভিযুক্তদের গ্রেফতার করত না ৷" এ প্রসঙ্গেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতার বিরুদ্ধে নারীদের সুরক্ষা দিতে না পারার অভিযোগ করেন হুগলির সাংসদ ৷
তিনি বলেন, "দীর্ঘ 12 বছর ধরে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ কিন্তু, তিনি রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ ৷ দিনের পর দিন বাংলার মহিলারা নির্যাতিত হচ্ছেন ৷ আজকে শেখ শাহজাহান নিরুদ্দেশ হতেই সন্দেশখালির মহিলারা নিজেদের উপর হওয়া অত্যাচারের কথা বলতে শুরু করেছে ৷ বাংলার মহিলারাই পারবেন এই মহিলা মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামাতে ৷"
লকেটের মতে, আগামী দিনে সন্দেশখালির মতো আরও অনেক ঘটনা সামনে আসবে ৷ বাংলার মহিলারা তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে সরব হবে বলে মনে করেন তিনি ৷ এ প্রসঙ্গে লকেট অভিযোগ করেছেন, বাংলা থেকে রোজ নারী পাচারের ঘটনা ঘটছে ৷ এই সব ইস্যু আগামী 1, 2 ও 6 মার্চ প্রধানমন্ত্রীর জনসভায় উঠে আসবে ৷ বিশেষত, 6 মার্চ নারী দিবসের দু’দিন আগে বারাসতে হওয়া নরেন্দ্র মোদির জনসভায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের জমায়েত হবে বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায় ৷
লকেট জানান, প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে প্রচার পর্ব আরামবাগের সভা থেকেই শুরু করছেন ৷ ফলে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গ অনেক বড় ফ্যাক্টর হতে চলেছে ৷ পাশাপাশি, অমিত শাহ এরাজ্য থেকে যে 35 আসনের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন, তা বিজেপি পাবে বলে বিশ্বাস লকেটের ৷
আরও পড়ুন: