কলকাতা, 6 মার্চ: তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে রাজ্যের সব মানুষকে যোগদান করার জন্য আহ্বান জানালেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার এক ভিডিয়ো বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘অপসংস্কৃতির বিরুদ্ধে, যার যার সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি ৷’’ আর সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন ৷’’
বুধবার দুপুর 3টে 6 মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ 4 মিনিট 16 সেকেন্ডের ওই ভিডিয়োর সঙ্গে সংশ্লিষ্ট পোস্টে লেখা হয়, ‘‘বাংলার ধৈর্য ও সৌজন্যকে তার দুর্বলতা বলে ভুল করা উচিত নয় । 10 মার্চ বহিরাগত জমিদারদের এটা মনে করিয়ে দিতে হবে । এই রবিবার ব্রিগেড গ্রাউন্ডে জনগর্জন সভা একটি ঐতিহাসিক ঘটনা হবে সেই ভূমিতে, যা সর্বদা তার অধিকারের জন্য লড়াই করেছে । বাংলার নিরাপদ ভবিষ্যতের জন্য জনগণের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগ দিন । বাংলাই দেখাবে পথ !’’
ওই ভিডিয়োর শুরুতে আগামী রবিবার (10 মার্চের) ব্রিগেড সমাবেশে সাধারণ মানুষকে যোগদানের আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বলেন, ‘‘মানুষের এই সমবেত জমায়েতই এগিয়ে নিয়ে যাবে বাংলাকে ৷’’ তার পর নাম না করে একের পর এক ইস্যু তুলে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেন ৷ আবারও তিনি বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে ৷ গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে ৷ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ স্বাস্থ্য কর্মসূচির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷’’ এছাড়া আরও অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন ৷
এর পরই তিনি বাংলার সংস্কৃতির প্রসঙ্গ টানেন ৷ তৃণমূল নেত্রীর অভিযোগ, বাংলায় বিকৃত সংস্কৃতি তৈরি করে দেওয়া হচ্ছে ৷ বাংলা হচ্ছে দেশের সাংস্কৃতিক রাজধানী ৷ বাংলা সব সংস্কৃতিকে সম্মান জানায় ৷ তিনি বলেন, ‘‘আজ অপসংস্কৃতির নাম করে বাংলাকে ভাগ করার চক্রান্ত, বাংলার সংস্কৃতি শেষ করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানতে পারি না ৷’’ তিনি আরও জানান, বাংলা সকলকে আপন করে নেয় ৷
এই সবের বিরুদ্ধেই বাংলার মানুষকে আগামী রবিবার তৃণমূলের ব্রিগেডে যোগদানের আহ্বান জানান তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় যাঁরা বসবাস করেন, অপসংস্কৃতির বিরুদ্ধে, যাঁর যাঁর সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি ৷’’ আর সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার আবেদনও করেছেন তিনি ৷
আরও পড়ুন: