ETV Bharat / politics

দুর্গাপুরে বিধানসভার পরাজিত ‘বিশু’কেই লোকসভায় বাড়তি দায়িত্ব মমতার

Mamata Banerjee: সোমবার দুর্গাপুর সার্কিট হাউজে পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বিধানসভা ভিত্তিক দায়িত্ব দেন নেতাদের ৷ লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই এই সাংগঠনিক দায়িত্ব তিনি দিয়েছেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 4:25 PM IST

Updated : Feb 27, 2024, 5:27 PM IST

etv bharat
etv bharat
দুর্গাপুরে বিধানসভার পরাজিত ‘বিশু’কেই লোকসভায় বাড়তি দায়িত্ব মমতার

দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রে দলের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শাসক দলের সূত্র থেকে জানা গিয়েছে, 2021 সালে ওই জেলার জয়ী বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকা দেখভালের দায়িত্ব দিয়েছেন ৷ কিন্তু হেরে যাওয়ার তিনটি আসনের মধ্যে দু’টিতে একাধিক নেতাকে দায়িত্ব দিয়েছেন তিনি ৷ আর দুর্গাপুর পশ্চিমের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বনাথ পাড়িয়ালকে ৷ জেলার রাজনীতিতে যিনি ‘বিশু’ নামে পরিচিত ৷

রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভাও রয়েছে । বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছিল বিশ্বনাথ পাড়িয়ালকে । কিন্তু 2021 সালের নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন । পশ্চিম বিধানসভায় পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে লোকসভা নির্বাচনের বাড়তি দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ।’’

বিশ্বনাথ পাড়িয়াল 2016 ও 2021 সালে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন ৷ 2016 সালে তিনি জয়ী হন৷ 2021 সালে তিনি হেরে যান ৷ শিল্পাঞ্চলের রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা জানাচ্ছেন, বিশ্বনাথ পাড়িয়াল ওরফে বিশু 2016 সালে দুর্গাপুর পশ্চিম আসন থেকে তৃণমূল প্রার্থী হতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁকে প্রার্থী করেনি শাসক দল ৷ তখন তিনি বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে তৃণমূলকেই হারিয়ে দেন ৷

পরে তিনি তৃণমূলে যোগদান করেন ৷ 2021 সালে তিনি তৃণমূলের প্রার্থী হয়েই ওই কেন্দ্রে লড়াই করেন ৷ কিন্তু হেরে যান বিজেপির কাছে ৷ অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁকে হারতে হয় ৷ শিল্পাঞ্চলের এক শ্রমিক নেতা ও স্থানীয় এক প্রাক্তন বিধায়কের সঙ্গে ‘ভালো’ সম্পর্ক না থাকার কারণেই তাঁকে হারতে হয় ৷ সেই গোষ্ঠীদ্বন্দ্ব এখনও বিদ্যমান বলে শিল্পাঞ্চলে শোনা যায় ৷

এই পরিস্থিতিতে তাঁর উপর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আস্থা রাখার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহল ৷ এই নিয়ে বিশ্বনাথ পাড়িয়াল জানান, প্রথম থেকেই তাঁর উপর আস্থা ছিল মুখ্যমন্ত্রীর । তাঁদের একটাই লক্ষ্য 2024 নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জিতবে তৃণমূল । তবে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব নিয়ে কোনও কথা বলতে চাননি বিশ্বনাথ ।

উল্লেখ্য, সোমবার কলকাতা থেকে আকাশপথে অন্ডাল বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে সড়কপথে তিনি চলে আসেন দুর্গাপুরের সার্কিট হাউজে ৷ মঙ্গলবার পুরুলিয়ার প্রশাসনিক সভায় যোগ দিতে যাওয়ার আগে সার্কিট হাউজেই রাত কাটান তিনি ৷

তার আগে সেখানে তিনি বৈঠকে বসেন জেলার তৃণমূল নেতাদের নিয়ে ৷ সেই বৈঠকে মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার ছাড়াও জেলার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন । সেখানেই তিনি আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিধানসভা ভিত্তিক সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেন সকলকে ৷ প্রদীপ মজুমদার জানিয়েছেন, তাঁকে দুর্গাপুর পূর্ব ও আসানসোল দক্ষিণ বিধানসভায় লোকসভা নির্বাচনের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন:

  1. অন্ডালে খালিস্তানি ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের
  2. পশ্চিমবঙ্গ ছাড়াও তিন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল
  3. বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা

দুর্গাপুরে বিধানসভার পরাজিত ‘বিশু’কেই লোকসভায় বাড়তি দায়িত্ব মমতার

দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রে দলের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শাসক দলের সূত্র থেকে জানা গিয়েছে, 2021 সালে ওই জেলার জয়ী বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকা দেখভালের দায়িত্ব দিয়েছেন ৷ কিন্তু হেরে যাওয়ার তিনটি আসনের মধ্যে দু’টিতে একাধিক নেতাকে দায়িত্ব দিয়েছেন তিনি ৷ আর দুর্গাপুর পশ্চিমের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বনাথ পাড়িয়ালকে ৷ জেলার রাজনীতিতে যিনি ‘বিশু’ নামে পরিচিত ৷

রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভাও রয়েছে । বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছিল বিশ্বনাথ পাড়িয়ালকে । কিন্তু 2021 সালের নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন । পশ্চিম বিধানসভায় পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে লোকসভা নির্বাচনের বাড়তি দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ।’’

বিশ্বনাথ পাড়িয়াল 2016 ও 2021 সালে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন ৷ 2016 সালে তিনি জয়ী হন৷ 2021 সালে তিনি হেরে যান ৷ শিল্পাঞ্চলের রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা জানাচ্ছেন, বিশ্বনাথ পাড়িয়াল ওরফে বিশু 2016 সালে দুর্গাপুর পশ্চিম আসন থেকে তৃণমূল প্রার্থী হতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁকে প্রার্থী করেনি শাসক দল ৷ তখন তিনি বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে তৃণমূলকেই হারিয়ে দেন ৷

পরে তিনি তৃণমূলে যোগদান করেন ৷ 2021 সালে তিনি তৃণমূলের প্রার্থী হয়েই ওই কেন্দ্রে লড়াই করেন ৷ কিন্তু হেরে যান বিজেপির কাছে ৷ অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁকে হারতে হয় ৷ শিল্পাঞ্চলের এক শ্রমিক নেতা ও স্থানীয় এক প্রাক্তন বিধায়কের সঙ্গে ‘ভালো’ সম্পর্ক না থাকার কারণেই তাঁকে হারতে হয় ৷ সেই গোষ্ঠীদ্বন্দ্ব এখনও বিদ্যমান বলে শিল্পাঞ্চলে শোনা যায় ৷

এই পরিস্থিতিতে তাঁর উপর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আস্থা রাখার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহল ৷ এই নিয়ে বিশ্বনাথ পাড়িয়াল জানান, প্রথম থেকেই তাঁর উপর আস্থা ছিল মুখ্যমন্ত্রীর । তাঁদের একটাই লক্ষ্য 2024 নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জিতবে তৃণমূল । তবে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব নিয়ে কোনও কথা বলতে চাননি বিশ্বনাথ ।

উল্লেখ্য, সোমবার কলকাতা থেকে আকাশপথে অন্ডাল বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে সড়কপথে তিনি চলে আসেন দুর্গাপুরের সার্কিট হাউজে ৷ মঙ্গলবার পুরুলিয়ার প্রশাসনিক সভায় যোগ দিতে যাওয়ার আগে সার্কিট হাউজেই রাত কাটান তিনি ৷

তার আগে সেখানে তিনি বৈঠকে বসেন জেলার তৃণমূল নেতাদের নিয়ে ৷ সেই বৈঠকে মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার ছাড়াও জেলার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন । সেখানেই তিনি আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিধানসভা ভিত্তিক সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেন সকলকে ৷ প্রদীপ মজুমদার জানিয়েছেন, তাঁকে দুর্গাপুর পূর্ব ও আসানসোল দক্ষিণ বিধানসভায় লোকসভা নির্বাচনের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন:

  1. অন্ডালে খালিস্তানি ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের
  2. পশ্চিমবঙ্গ ছাড়াও তিন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল
  3. বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা
Last Updated : Feb 27, 2024, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.