ETV Bharat / politics

ঘুরপথে সন্দেশখালিতে বাম-বুদ্ধিজীবীরা, ন্যাজাটে কংগ্রেসকে বাধা পুলিশের

Left Intellectuals Visit Sandeshkhali: সন্দেশখালি 2 নম্বর ব্লকের একাধিক এলাকায় 144 ধারা জারি করে রেখেছে পুলিশ প্রশাসন ৷ কিন্তু, তারই মধ্যে পুলিশের নজর এড়িয়ে অশান্ত সন্দেশখালির গ্রামগুলিতে পৌঁছে গেলেন বাম-বুদ্ধিজীবীরা ৷ অন্যদিকে, ন্যাজাটে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন সৌম্য আইচ-সহ প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 3:39 PM IST

ETV BHARAT
ETV BHARAT

সন্দেশখালি, 27 ফেব্রুয়ারি: পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালির গ্রামগুলিতে প্রবেশ করলেন বাম বুদ্ধিজীবীরা ৷ গোপনীয়তা বজায় রেখে কখনও মুখ ঢুকে, আবার কখনও আড়ালে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন অভিনেতা বাদশা মৈত্র, কৌতুকাভিনেতা সৌরভ পালোধি এবং দেবদূত ঘোষ ৷ মঙ্গলবার বামপন্থী বুদ্ধিজীবীদের এক প্রতিনিধিদল 144 ধারা জারির মধ্যেই সন্দেশখালি পৌঁছে যান ৷ সেখানকার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে গ্রামে ঘুরছেন তাঁরা ৷ তবে, একেবারে উলটো ছবি দেখা গেল কংগ্রেস প্রতিনিধি দলের ক্ষেত্রে ৷ সন্দেশখালি যাওয়ার পথে ন্যাজাটে আটকে দেওয়া বল সৌম্য আইচের নেতৃত্বধীন কংগ্রেসকে ৷

এদিন বাম-বুদ্ধিজীবীরা কখন টোটোয়, তো কখনও গ্রামের মেঠো পথ ধরে হেঁটে সোজা গ্রামবাসীদের চৌকাঠে পৌঁছে গেলেন ৷ কথা বললেন সকলের সঙ্গে ৷ তাঁদের অভাব-অভিযোগ শুনলেন ৷ পরিস্থিতি যাচাইয়ের চেষ্টা করলেন তাঁরা ৷ এমনকি সকলের অভিযোগ নথিভুক্তও করেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ তবে, বাদশা মৈত্রদের পুলিশের বাধার মুখে এখনও পর্যন্ত পড়তে হয়নি ৷ এর আগে পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালি পৌঁছনোর পর পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল ডিওয়াইএফআই রাজ‍্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৷

সেই সময় পুলিশের সঙ্গে তীব্র বচসা এবং উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল মীনাক্ষীর ৷ পুলিশের বাধার মুখে শেষমেশ ফিরে যেতে হয়েছিল মীনাক্ষীদের ৷ এবার একই কৌশলে সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন বামপন্থী বুদ্ধিজীবীরা ৷ তবে, গ্রামে পৌঁছানোর পর বাদশা মৈত্র, দেবদূত ঘোষদের কোনও বাধার মুখে পড়তে হয়নি বলেই খবর ৷ যদিও,যে কোনও সময় তাঁদের আটকাতে পারে পুলিশ প্রশাসন ৷

গ্রামের বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন বামপন্থী বুদ্ধিজীবীরা ৷ জবরদস্তি তাঁদের জমি দখলের বিরুদ্ধে আন্দোলনের প্রশংসাও করছেন বাদশা মৈত্ররা ৷ সূত্রের খবর, সন্দেশখালির পরিস্থিতি পর্যালোচনা করে, সেই বিষয়ে একটি রিপোর্ট বসিরহাট পুলিশ জেলার সুপারের কাছে পেশ করতে পারেন বামপন্থী বুদ্ধিজীবীরা ৷

যেখানে বাম-বুদ্ধিজীবীরা বিনা বাধায় সন্দেশখালিতে প্রবেশ করল, সেখানেই ন্যাজাটেই আটকে দেওয়া হল কংগ্রেসের প্রতিনিধিদের ৷ 144 ধারা জারির মধ্যে যুক্তি দেখিয়ে প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচের নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়েছে ৷ সন্দেশখালি থেকে সাত কিলোমিটার দূরে ন‍্যাজাটের আখরাতলার কাছে তাঁদের পথ আটকায় পুলিশ ৷ এনিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় সৌম্য আইচের ৷ তাঁর যুক্তি 144 ধারা জারির মধ্যে শাসকদলের নেতারা সন্দেশখালিতে যেতে পারলেও, কেন বিরোধীরা নিয়ম মেনে সেখানে যেতে পারবে না ? পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে ক্ষোভ উগড়ে দিল প্রদেশ কংগ্রেস প্রতিনিধি দল ৷

আরও পড়ুন:

  1. আদালতের রায়ের পরেও শাহজাহানের গ্রেফতারি নিয়ে নিজের বয়ানে অনড় অভিষেক
  2. শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব কেন ? 72 ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজভবনের
  3. 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, ঘোষণা কুণালের

সন্দেশখালি, 27 ফেব্রুয়ারি: পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালির গ্রামগুলিতে প্রবেশ করলেন বাম বুদ্ধিজীবীরা ৷ গোপনীয়তা বজায় রেখে কখনও মুখ ঢুকে, আবার কখনও আড়ালে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন অভিনেতা বাদশা মৈত্র, কৌতুকাভিনেতা সৌরভ পালোধি এবং দেবদূত ঘোষ ৷ মঙ্গলবার বামপন্থী বুদ্ধিজীবীদের এক প্রতিনিধিদল 144 ধারা জারির মধ্যেই সন্দেশখালি পৌঁছে যান ৷ সেখানকার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে গ্রামে ঘুরছেন তাঁরা ৷ তবে, একেবারে উলটো ছবি দেখা গেল কংগ্রেস প্রতিনিধি দলের ক্ষেত্রে ৷ সন্দেশখালি যাওয়ার পথে ন্যাজাটে আটকে দেওয়া বল সৌম্য আইচের নেতৃত্বধীন কংগ্রেসকে ৷

এদিন বাম-বুদ্ধিজীবীরা কখন টোটোয়, তো কখনও গ্রামের মেঠো পথ ধরে হেঁটে সোজা গ্রামবাসীদের চৌকাঠে পৌঁছে গেলেন ৷ কথা বললেন সকলের সঙ্গে ৷ তাঁদের অভাব-অভিযোগ শুনলেন ৷ পরিস্থিতি যাচাইয়ের চেষ্টা করলেন তাঁরা ৷ এমনকি সকলের অভিযোগ নথিভুক্তও করেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ তবে, বাদশা মৈত্রদের পুলিশের বাধার মুখে এখনও পর্যন্ত পড়তে হয়নি ৷ এর আগে পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালি পৌঁছনোর পর পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল ডিওয়াইএফআই রাজ‍্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৷

সেই সময় পুলিশের সঙ্গে তীব্র বচসা এবং উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল মীনাক্ষীর ৷ পুলিশের বাধার মুখে শেষমেশ ফিরে যেতে হয়েছিল মীনাক্ষীদের ৷ এবার একই কৌশলে সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন বামপন্থী বুদ্ধিজীবীরা ৷ তবে, গ্রামে পৌঁছানোর পর বাদশা মৈত্র, দেবদূত ঘোষদের কোনও বাধার মুখে পড়তে হয়নি বলেই খবর ৷ যদিও,যে কোনও সময় তাঁদের আটকাতে পারে পুলিশ প্রশাসন ৷

গ্রামের বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন বামপন্থী বুদ্ধিজীবীরা ৷ জবরদস্তি তাঁদের জমি দখলের বিরুদ্ধে আন্দোলনের প্রশংসাও করছেন বাদশা মৈত্ররা ৷ সূত্রের খবর, সন্দেশখালির পরিস্থিতি পর্যালোচনা করে, সেই বিষয়ে একটি রিপোর্ট বসিরহাট পুলিশ জেলার সুপারের কাছে পেশ করতে পারেন বামপন্থী বুদ্ধিজীবীরা ৷

যেখানে বাম-বুদ্ধিজীবীরা বিনা বাধায় সন্দেশখালিতে প্রবেশ করল, সেখানেই ন্যাজাটেই আটকে দেওয়া হল কংগ্রেসের প্রতিনিধিদের ৷ 144 ধারা জারির মধ্যে যুক্তি দেখিয়ে প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচের নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়েছে ৷ সন্দেশখালি থেকে সাত কিলোমিটার দূরে ন‍্যাজাটের আখরাতলার কাছে তাঁদের পথ আটকায় পুলিশ ৷ এনিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় সৌম্য আইচের ৷ তাঁর যুক্তি 144 ধারা জারির মধ্যে শাসকদলের নেতারা সন্দেশখালিতে যেতে পারলেও, কেন বিরোধীরা নিয়ম মেনে সেখানে যেতে পারবে না ? পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে ক্ষোভ উগড়ে দিল প্রদেশ কংগ্রেস প্রতিনিধি দল ৷

আরও পড়ুন:

  1. আদালতের রায়ের পরেও শাহজাহানের গ্রেফতারি নিয়ে নিজের বয়ানে অনড় অভিষেক
  2. শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব কেন ? 72 ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজভবনের
  3. 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, ঘোষণা কুণালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.