ETV Bharat / politics

বিজেপির প্রচারেও লক্ষ্মীর ভাণ্ডার, উত্তর মালদায় রাজনৈতিক তরজা - Lok Sabha Election 2024

Election Wall Writing: ভোটযুদ্ধে জিততে এবার লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করল বিজেপি ৷ মালদায় বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে লেখা দেওয়ালে দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার প্রতিশ্রুতি ৷ এই নিয়ে কী বলছে তৃণমূল ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 9:14 PM IST

Etv Bharat
Etv Bharat
বিজেপির প্রচারেও লক্ষ্মীর ভাণ্ডার

মালদা, 29 মার্চ: ভোটে জিততে মহিলা মন পাওয়া যে বড্ড জরুরি, তা আগেভাগেই বুঝেছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ লোকসভা ভোটের মুখেই তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দিয়েছেন ৷ এবার তাঁর সেই কৌশল হাইজ্যাক করার চেষ্টায় গেরুয়া শিবির ৷ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ ভোটের প্রচারেও যা ফলাও করে প্রচার করছে বিজেপি ৷ এই প্রচারের সমর্থনে দেওয়াল লিখন হয়েছে গোটা উত্তর মালদাজুড়ে ৷ আর তাতেই তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা জমজমাট ৷

এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গোটা পৃথিবীতে প্রশংসিত ৷ প্রায় 2 কোটি 14 লাখ মহিলা এই প্রকল্পের উপভোক্তা ৷ বাজেটটা একবার ভাবুন ৷ আর মোদি সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মোট বাজেট মাত্র 100 কোটি টাকা ৷ তাহলে একেকটি রাজ্যের ভাগে কত পড়বে ? একজন মানুষও বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সুবিধে পাননি ৷ এরা মানুষকে কখনওই কোনও সুবিধে দেবে না ৷ আগেও এরা মিথ্যে কথা বলে ভোটে উতরেছে ৷ এবারও মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে ৷ মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, কেউ ভাবতেও পারবে না ৷ বিজেপির উদ্দেশ্য হল মানুষকে বিভ্রান্ত করে ভোট বৈতরণী পার করা ৷"

এদিকে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তের বক্তব্য, "বিজেপি যা বলে, সেটাই করে ৷ যারা বলছে বিজেপি কথা দিয়ে কথা রাখে না, তাদের মনে করিয়ে দিই, মধ্যপ্রদেশের পড়ুয়াদের কিন্তু সাইকেল দেওয়া হয় না ৷ সেখানে স্কুটি দেওয়া হয় ৷ বিজেপি যখন ঘোষণা করেছে, রাজ্যের ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিন হাজার করা হবে, তখন অবশ্যই তা করা হবে ৷ এনিয়ে কোনও দ্বিমত নেই ৷"

আরও পড়ুন :

  1. বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে 3 হাজার, দলীয় সভায় দাবি শুভেন্দুর
  2. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
  3. সরকারি খাতায় তিনি 'মৃত', হঠাৎ বন্ধ হওয়া লক্ষ্মীর ভাণ্ডার পেতে নিজেকে জীবিত প্রমাণে আদালতে বধূ

বিজেপির প্রচারেও লক্ষ্মীর ভাণ্ডার

মালদা, 29 মার্চ: ভোটে জিততে মহিলা মন পাওয়া যে বড্ড জরুরি, তা আগেভাগেই বুঝেছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ লোকসভা ভোটের মুখেই তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দিয়েছেন ৷ এবার তাঁর সেই কৌশল হাইজ্যাক করার চেষ্টায় গেরুয়া শিবির ৷ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ ভোটের প্রচারেও যা ফলাও করে প্রচার করছে বিজেপি ৷ এই প্রচারের সমর্থনে দেওয়াল লিখন হয়েছে গোটা উত্তর মালদাজুড়ে ৷ আর তাতেই তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা জমজমাট ৷

এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গোটা পৃথিবীতে প্রশংসিত ৷ প্রায় 2 কোটি 14 লাখ মহিলা এই প্রকল্পের উপভোক্তা ৷ বাজেটটা একবার ভাবুন ৷ আর মোদি সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মোট বাজেট মাত্র 100 কোটি টাকা ৷ তাহলে একেকটি রাজ্যের ভাগে কত পড়বে ? একজন মানুষও বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সুবিধে পাননি ৷ এরা মানুষকে কখনওই কোনও সুবিধে দেবে না ৷ আগেও এরা মিথ্যে কথা বলে ভোটে উতরেছে ৷ এবারও মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে ৷ মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, কেউ ভাবতেও পারবে না ৷ বিজেপির উদ্দেশ্য হল মানুষকে বিভ্রান্ত করে ভোট বৈতরণী পার করা ৷"

এদিকে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তের বক্তব্য, "বিজেপি যা বলে, সেটাই করে ৷ যারা বলছে বিজেপি কথা দিয়ে কথা রাখে না, তাদের মনে করিয়ে দিই, মধ্যপ্রদেশের পড়ুয়াদের কিন্তু সাইকেল দেওয়া হয় না ৷ সেখানে স্কুটি দেওয়া হয় ৷ বিজেপি যখন ঘোষণা করেছে, রাজ্যের ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিন হাজার করা হবে, তখন অবশ্যই তা করা হবে ৷ এনিয়ে কোনও দ্বিমত নেই ৷"

আরও পড়ুন :

  1. বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে 3 হাজার, দলীয় সভায় দাবি শুভেন্দুর
  2. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
  3. সরকারি খাতায় তিনি 'মৃত', হঠাৎ বন্ধ হওয়া লক্ষ্মীর ভাণ্ডার পেতে নিজেকে জীবিত প্রমাণে আদালতে বধূ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.