দুর্গাপুর, 26 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি ৷ তার আগে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পশ্চিম বর্ধমান জেলায় মন্ত্রী মলয় ঘটক ঘনিষ্ঠ ও তাঁর বিরোধী - এই দুই গোষ্ঠীর মধ্যে 'কাজিয়া' থামাতে উদ্যোগী নেত্রী ৷ সেই কারণে সোমবারের বৈঠকে অরূপ বিশ্বাসকে সামনে রেখে কোর কমিটি গঠন করার কথা বললেন মমতা । কিন্তু তারপরও কাজিয়া থামেনি বলে অভিযোগ ।
বাঁকুড়া ও পুরুলিয়া জেলা সফরে যাওয়ার আগের দিন সোমবার বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে অন্ডাল বিমানবন্দরে বিশেষ বিমানে এসে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তড়িঘড়ি সড়কপথে তিনি দুর্গাপুরের সিটি সেন্টারে সার্কিট হাউসে আসেন । সার্কিট হাউসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার পরেই পশ্চিম বর্ধমান জেলার মন্ত্রী প্রদীপ মজুমদার ও মন্ত্রী মলয় ঘটক, আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ দলীয় বিধায়করা এবং পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির অভিজিৎ ঘটকদের ঢুকতে দেখা যায় ।
সূত্র মারফত জানা যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কেন এই বৈঠক ? কেন তড়িঘড়ি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করা প্রয়োজন হয়ে পড়ল নেত্রীর ? রাজনৈতিক মহলের দাবি, পশ্চিম বর্ধমান জেলায় মূলত শাসকদল আড়াআড়ি ভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে । মন্ত্রী 'মলয় ঘটক ঘনিষ্ঠ' একটি গোষ্ঠী এবং অন্যদিকে 'মলয় ঘটক বিরোধী' একটি শিবির । আর লোকসভা নির্বাচনের আগে এই জেলায় শাসক দলের 'কাঁটা' দুই শিবিরের দ্বন্দ্ব ।
সূত্র মারফত খবর, কারা কারা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছেন সেই বিষয়ে বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উল্লেখ্য, এর আগেও কলকাতায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একই ইস্যুতে সরব হয়েছিলেন । এ দিন প্রায় 18 মিনিট ধরে এই বৈঠক চলে ।
মন্ত্রী মলয় ঘটক শুধু বলেন, "মুখ্যমন্ত্রী এসেছেন, তাই আমরা দেখা করতে এসেছিলাম ।" জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও দেখা যায় দ্রুত গাড়িতে করে রওনা দিতে ৷ তাঁর সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন, প্রদীপ মজুমদার ও মলয় ঘটক । তবে পশ্চিম বর্ধমান জেলাজুড়ে আজ ফের প্রশ্ন উঠল, তাহলে কি সত্য়িই গেরুয়া শিবিরের সঙ্গে এই জেলার কোনও হেভিওয়েট তৃণমূল নেতা সম্পর্ক রাখছেন ? ভোটের আগে জেলার গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্যই কি উদ্যোগী হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?
আরও পড়ুন: