ETV Bharat / politics

সফর কাটছাঁট করে ফিরলেন কলকাতায়, মধ্যরাতে রাজ্যকে বিশেষ নির্দেশ রাজ্যপালের - BJP

CV Ananda Bose: রাতেই কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর দিল্লি সফরে কাটছাঁট করেই ফিরে এলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

CV Ananda Bose
সফর কাটছাঁট করে ফিরলেন কলকাতায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 7:43 PM IST

Updated : Feb 14, 2024, 10:27 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: দিল্লি সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি ৷ সেথানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন রাজ্যপাল। রাজ্যের নাগরিকদের সঙ্গে কথা বলে 'রিপোর্ট কার্ড' তৈরি করেছেন তিনি। সেই রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারকে নির্দেশ দেবেন বলে জানালেন। এদিন রাত বারোটায় সেই নির্দেশ রাজ্য সরকারের কাছে পৌঁছে যাবে।

বিরোধী দলগুলির অভিযোগ তাদের সন্দেশখালিতে যেতে বাধা দেওয়া হলেও শাসক দলকে অনুমতি দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, "বিনাশকালে বিপরীত বুদ্ধি! যারা যাদের থেকে পদক্ষেপ নেওয়ার আশা করা হয় তাদেরকেই পদক্ষেপ নিতে হবে। না হলে মানুষ অন্য উপায় দেখাবে।" রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে যাওয়া প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "আমি অবশ্যই তাঁকে দেখতে যাব। এই ঘটনায় যে যে আক্রান্ত হবে তাদের প্রত্যেককেই দেখতে যাব।"

উল্লেখ্য, এর আগে কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালি পৌঁছে নির্যাতিতাদের কথা শুনেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ আর এবার দিল্লি সফর কাটছাঁট করে কলকাতা ফিরে এলেন তিনি ৷ বৃহস্পতিবার সকালে ফেরার কথা থাকলেও রাতেই ফিরলেন ৷ এর আগে সন্দেশখালিতে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া ও তাঁর অসুস্থ হয়ে পড়ার ঘটনা শোনার পরেই উদ্বেগপ্রকাশ করেন রাজ্যপাল ৷

এদিকে গতকালই দিল্লিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কনভয়ের মাঝে ঢুকে পড়ে একটি অচেনা গাড়ি ৷ তা নিয়ে রাজভবনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজ্যপালের কনভয়ে যে গাড়ি প্রবেশ করেছে, তার পিছনে শেখ শাহজাহান বাহিনীর হাত রয়েছে বলেই মনে করছে রাজভবন ৷ মঙ্গলবার রাতে রাজভবনের তরফে জানানো হয়, "দিল্লিতে থাকাকালীন অজানা গাড়ি পশ্চিমবঙ্গের রাজ্যপালের কনভয়ে ঢুকে পড়ে ৷ সেই গাড়িটির দরজা ভেঙে গিয়েছে ৷ রাজ্যপালের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

এই ঘটনায় সন্দেশখালির ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের বাহিনীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কারণ, সোমবার সন্দেশখালিতে গিয়ে সরজমিনের পরিস্থিতি পরিদর্শন করে এসেছেন সিভি আনন্দ বোস ৷ স্থানীয় মহিলাদের অভিযোগও শুনেছেন ৷ তা নিয়ে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলেও কথা দিয়ে এসেছেন ৷ পরেরদিন দিল্লিতে তাঁর কনভয়ে আচমকা অজ্ঞাত গাড়ির প্রবেশ ঘটনা শাহজাহান বাহিনীর-কাণ্ড বলেই মনে করছেন তিনি ৷"

উল্লেখ্য, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা ও পরবর্তী ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মুখ্যসচিব বিপি গোপালিকাকে একাধিকবার চিঠি পাঠানো হয় রাজভবনে তরফে ৷ কিন্তু, তারপরও পরিস্থিতির কোনও বদল না হওয়ায় বার্তাও পাঠানো হয় ৷ সোমবার কেরল থেকে সোজা কলকাতা বিমানবন্দরে নেমে সন্দেশখালিতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সন্দেশখালির গ্রামের মহিলারা রাজ্যপালকে কাছে পেয়ে নিজেদের অভিযোগের কথা জানান ৷

আরও পড়ুন:

  1. সাংসদের সঙ্গে এই আচরণ লজ্জাজনক, সুকান্তর আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
  2. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
  3. সন্দেশখালির ঘটনার প্রতিবাদ, সুকান্তর এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বসিরহাট

কলকাতা, 14 ফেব্রুয়ারি: দিল্লি সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি ৷ সেথানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন রাজ্যপাল। রাজ্যের নাগরিকদের সঙ্গে কথা বলে 'রিপোর্ট কার্ড' তৈরি করেছেন তিনি। সেই রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারকে নির্দেশ দেবেন বলে জানালেন। এদিন রাত বারোটায় সেই নির্দেশ রাজ্য সরকারের কাছে পৌঁছে যাবে।

বিরোধী দলগুলির অভিযোগ তাদের সন্দেশখালিতে যেতে বাধা দেওয়া হলেও শাসক দলকে অনুমতি দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, "বিনাশকালে বিপরীত বুদ্ধি! যারা যাদের থেকে পদক্ষেপ নেওয়ার আশা করা হয় তাদেরকেই পদক্ষেপ নিতে হবে। না হলে মানুষ অন্য উপায় দেখাবে।" রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে যাওয়া প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "আমি অবশ্যই তাঁকে দেখতে যাব। এই ঘটনায় যে যে আক্রান্ত হবে তাদের প্রত্যেককেই দেখতে যাব।"

উল্লেখ্য, এর আগে কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালি পৌঁছে নির্যাতিতাদের কথা শুনেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ আর এবার দিল্লি সফর কাটছাঁট করে কলকাতা ফিরে এলেন তিনি ৷ বৃহস্পতিবার সকালে ফেরার কথা থাকলেও রাতেই ফিরলেন ৷ এর আগে সন্দেশখালিতে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া ও তাঁর অসুস্থ হয়ে পড়ার ঘটনা শোনার পরেই উদ্বেগপ্রকাশ করেন রাজ্যপাল ৷

এদিকে গতকালই দিল্লিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কনভয়ের মাঝে ঢুকে পড়ে একটি অচেনা গাড়ি ৷ তা নিয়ে রাজভবনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজ্যপালের কনভয়ে যে গাড়ি প্রবেশ করেছে, তার পিছনে শেখ শাহজাহান বাহিনীর হাত রয়েছে বলেই মনে করছে রাজভবন ৷ মঙ্গলবার রাতে রাজভবনের তরফে জানানো হয়, "দিল্লিতে থাকাকালীন অজানা গাড়ি পশ্চিমবঙ্গের রাজ্যপালের কনভয়ে ঢুকে পড়ে ৷ সেই গাড়িটির দরজা ভেঙে গিয়েছে ৷ রাজ্যপালের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

এই ঘটনায় সন্দেশখালির ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের বাহিনীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কারণ, সোমবার সন্দেশখালিতে গিয়ে সরজমিনের পরিস্থিতি পরিদর্শন করে এসেছেন সিভি আনন্দ বোস ৷ স্থানীয় মহিলাদের অভিযোগও শুনেছেন ৷ তা নিয়ে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলেও কথা দিয়ে এসেছেন ৷ পরেরদিন দিল্লিতে তাঁর কনভয়ে আচমকা অজ্ঞাত গাড়ির প্রবেশ ঘটনা শাহজাহান বাহিনীর-কাণ্ড বলেই মনে করছেন তিনি ৷"

উল্লেখ্য, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা ও পরবর্তী ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মুখ্যসচিব বিপি গোপালিকাকে একাধিকবার চিঠি পাঠানো হয় রাজভবনে তরফে ৷ কিন্তু, তারপরও পরিস্থিতির কোনও বদল না হওয়ায় বার্তাও পাঠানো হয় ৷ সোমবার কেরল থেকে সোজা কলকাতা বিমানবন্দরে নেমে সন্দেশখালিতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সন্দেশখালির গ্রামের মহিলারা রাজ্যপালকে কাছে পেয়ে নিজেদের অভিযোগের কথা জানান ৷

আরও পড়ুন:

  1. সাংসদের সঙ্গে এই আচরণ লজ্জাজনক, সুকান্তর আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
  2. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
  3. সন্দেশখালির ঘটনার প্রতিবাদ, সুকান্তর এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বসিরহাট
Last Updated : Feb 14, 2024, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.