ETV Bharat / politics

ঘাটালে যত ভোট তত গাছ বসানোর প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন দেবের, করলেন রক্তদানও - Ghatal TMC Candidate Dev

Ghatal TMC Candidate Dev: বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি রক্তদান করেন ৷ পাশাপাশি জানান, তিনি যতগুলি ভোট পাবেন, ততগুলি গাছ লাগাবেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 2:44 PM IST

Updated : May 2, 2024, 3:30 PM IST

Ghatal TMC Candidate Dev
Ghatal TMC Candidate Dev
প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন দেবের

মেদিনীপুর, 2 মে: আর পাঁচটা রাজনৈতিক নেতার থেকে তিনি যে আলাদা, এর নজির এর আগেও বহুবার দিয়েছেন ঘাটাল লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব ৷ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার দিনও সেই একই পথে হাঁটতে দেখা গেল তাঁকে ৷ প্রথমে রক্তদান করলেন৷ তার পর জানালেন, তিনি যত ভোট পাবেন, ঘাটালে ততগুলি গাছ লাগাবেন ৷

এ দিন ঘাটালের খড়ার শহরে দলপতিপুরে স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সাতসকালে সেখানে হাজির হয়ে রক্তদান করেন দেব ৷ তার পর যত ভোট, তত গাছ বসানোর প্রতিশ্রুতি দিয়ে মনোনয়নপত্র জমা দিতে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন ৷

যাওয়ার আগে তিনি জানান তৃণমূল কংগ্রেস জিতুক না জিতুক, তিনি এবারের লোকসভা নির্বাচনে যতগুলি ভোট পাবেন, ততগুলি গাছ লাগাবেন ঘাটাল এলাকাজুড়ে । এই নিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর দেব বলেন, ‘‘যেভাবে দিন দিন গরম বাড়ছে, তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো দরকার ।’’ একই সঙ্গে তিনি বিরোধীদেরও এই কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান ।

এ দিন মেদিনীপুর শহরে কালেক্টরেটে অতিরিক্ত জেলাশাসকের কাছে তাঁর মনোনয়ন জমা দেন দেব । মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিলে অংশগ্রহণ করেন । হুডখোলা গাড়িতে প্রায় পুরো শহরে মিছিল করে তিনি মনোয়নপত্র জমা দিতে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, পিংলার বিধায়ক অজিত মাইতি, মানস ভুঁইয়া, শিউলি সাহা, মহম্মদ রফিক, মমতা ভুঁইয়া-সহ একাধিক তৃণমূল নেতা ।

আরও পড়ুন:

  1. তৃণমূলে 'কদর' নেই, সেই কাঞ্চনকে সঙ্গে নিয়েই কেশপুরে ভোট প্রচারে দেব
  2. আমি ওর বাবার মতোই, দেবের প্রশংসা করে কাকে 'গদ্দারি' বললেন মিঠুন ?
  3. দেব-জুন জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার, পিংলায় প্রতিশ্রুতি মমতার

প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন দেবের

মেদিনীপুর, 2 মে: আর পাঁচটা রাজনৈতিক নেতার থেকে তিনি যে আলাদা, এর নজির এর আগেও বহুবার দিয়েছেন ঘাটাল লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব ৷ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার দিনও সেই একই পথে হাঁটতে দেখা গেল তাঁকে ৷ প্রথমে রক্তদান করলেন৷ তার পর জানালেন, তিনি যত ভোট পাবেন, ঘাটালে ততগুলি গাছ লাগাবেন ৷

এ দিন ঘাটালের খড়ার শহরে দলপতিপুরে স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সাতসকালে সেখানে হাজির হয়ে রক্তদান করেন দেব ৷ তার পর যত ভোট, তত গাছ বসানোর প্রতিশ্রুতি দিয়ে মনোনয়নপত্র জমা দিতে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন ৷

যাওয়ার আগে তিনি জানান তৃণমূল কংগ্রেস জিতুক না জিতুক, তিনি এবারের লোকসভা নির্বাচনে যতগুলি ভোট পাবেন, ততগুলি গাছ লাগাবেন ঘাটাল এলাকাজুড়ে । এই নিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর দেব বলেন, ‘‘যেভাবে দিন দিন গরম বাড়ছে, তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো দরকার ।’’ একই সঙ্গে তিনি বিরোধীদেরও এই কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান ।

এ দিন মেদিনীপুর শহরে কালেক্টরেটে অতিরিক্ত জেলাশাসকের কাছে তাঁর মনোনয়ন জমা দেন দেব । মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিলে অংশগ্রহণ করেন । হুডখোলা গাড়িতে প্রায় পুরো শহরে মিছিল করে তিনি মনোয়নপত্র জমা দিতে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, পিংলার বিধায়ক অজিত মাইতি, মানস ভুঁইয়া, শিউলি সাহা, মহম্মদ রফিক, মমতা ভুঁইয়া-সহ একাধিক তৃণমূল নেতা ।

আরও পড়ুন:

  1. তৃণমূলে 'কদর' নেই, সেই কাঞ্চনকে সঙ্গে নিয়েই কেশপুরে ভোট প্রচারে দেব
  2. আমি ওর বাবার মতোই, দেবের প্রশংসা করে কাকে 'গদ্দারি' বললেন মিঠুন ?
  3. দেব-জুন জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার, পিংলায় প্রতিশ্রুতি মমতার
Last Updated : May 2, 2024, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.