ETV Bharat / politics

মমতা সম্বন্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে দিলীপের বিরুদ্ধে রিপোর্ট তলব কমিশনের - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে ৷ এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে এই নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন ৷

ECI
ECI
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 8:39 PM IST

কলকাতা, 26 মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷

এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য় করে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি ভেঙেছেন দিলীপ ঘোষ ৷ তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ এর পরই কমিশনের তরফে এই নিয়ে রিপোর্ট তলব করা হয় ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিস্তারিত রিপোর্ট পাঠালে, তা দিল্লিতে কমিশনের সদর দফতরে পাঠানো হবে ৷ তার পর সেখান থেকে রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতে সাংসদ হন দিলীপ ঘোষ ৷ তবে এবার তাঁর কেন্দ্র বদল করে দিয়েছে বিজেপি ৷ মেদিনীপুরের বদলে তাঁকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর থেকে ৷ রবিবার নাম ঘোষণা হওয়ার পর সোমবার সকাল থেকেই প্রচারে নেমেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ৷ মঙ্গলবার সকালে দুর্গাপুরে প্রচারের মাঝে সাংবাদিকদের মুখে হয়ে দিলীপ ঘোষ বলেন, "দিদি গোয়াতে গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে । আসলে উনি আগে বাপ তো ঠিক করুন । যার তার মেয়ে হওয়া ঠিক নয় ।"

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় রাজ্য় রাজনীতিতে ৷ তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ৷ এই নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মুখে নারীশক্তির কথা বললেই মেয়েদের সম্মান দেওয়া হয় না ৷ মোদির গ্যারান্টি যে ফেল করছে, নারীদের প্রতি যে তাদের সম্মান নেই, দিলীপ ঘোষের কথা থেকে তা স্পষ্ট । মোদিজির গ্যারান্টি কী রকম ! মহিলাদের প্রতি তাঁদের কী সম্মান সেটা আমরা আগেও দেখেছি, এবারও দেখছি । ওই ধারাটা কিন্তু একই আছে । দিলীপবাবুর একটু রাগ হয়েছে । নিজের জেতা আসনে দল তাঁকে প্রার্থী করেনি । তাই হতাশায় ভুগছেন । সেই হতাশা থেকেই এ সব বলছেন তিনি ।"

মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের যুব সভানেত্রী তথা যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষও । তিনি বলেন, "দিলীপবাবু আপনাকে ধন্যবাদ । আপনি আরও একবার বাংলার মা-বোনেদের অপমান করতে সফল হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন পায়ে চোট লেগেছিল, ওঁকে আপনি বারমুডা পরার পরামর্শ দিয়েছিলেন । এর পরিণাম 2021-এর ভোটের ফলে দেখা গিয়েছিল । আজকে আপনি বলেছেন দিদিকে আগে ঠিক করতে হবে ওঁর বাবা কে ! যার তার মেয়ে হওয়া ঠিক নয় । এসব করে একা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সমস্ত মাতৃশক্তির অপমান করেছেন আপনি । কেন আপনি বারবার ভুলে যান বাংলা মাতৃশক্তির আরাধনা করে ?’’

আরও পড়ুন:

  1. মমতাকে কুকথা ! দিলীপের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল
  2. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের

কলকাতা, 26 মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷

এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য় করে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি ভেঙেছেন দিলীপ ঘোষ ৷ তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ এর পরই কমিশনের তরফে এই নিয়ে রিপোর্ট তলব করা হয় ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিস্তারিত রিপোর্ট পাঠালে, তা দিল্লিতে কমিশনের সদর দফতরে পাঠানো হবে ৷ তার পর সেখান থেকে রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতে সাংসদ হন দিলীপ ঘোষ ৷ তবে এবার তাঁর কেন্দ্র বদল করে দিয়েছে বিজেপি ৷ মেদিনীপুরের বদলে তাঁকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর থেকে ৷ রবিবার নাম ঘোষণা হওয়ার পর সোমবার সকাল থেকেই প্রচারে নেমেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ৷ মঙ্গলবার সকালে দুর্গাপুরে প্রচারের মাঝে সাংবাদিকদের মুখে হয়ে দিলীপ ঘোষ বলেন, "দিদি গোয়াতে গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে । আসলে উনি আগে বাপ তো ঠিক করুন । যার তার মেয়ে হওয়া ঠিক নয় ।"

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় রাজ্য় রাজনীতিতে ৷ তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ৷ এই নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মুখে নারীশক্তির কথা বললেই মেয়েদের সম্মান দেওয়া হয় না ৷ মোদির গ্যারান্টি যে ফেল করছে, নারীদের প্রতি যে তাদের সম্মান নেই, দিলীপ ঘোষের কথা থেকে তা স্পষ্ট । মোদিজির গ্যারান্টি কী রকম ! মহিলাদের প্রতি তাঁদের কী সম্মান সেটা আমরা আগেও দেখেছি, এবারও দেখছি । ওই ধারাটা কিন্তু একই আছে । দিলীপবাবুর একটু রাগ হয়েছে । নিজের জেতা আসনে দল তাঁকে প্রার্থী করেনি । তাই হতাশায় ভুগছেন । সেই হতাশা থেকেই এ সব বলছেন তিনি ।"

মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের যুব সভানেত্রী তথা যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষও । তিনি বলেন, "দিলীপবাবু আপনাকে ধন্যবাদ । আপনি আরও একবার বাংলার মা-বোনেদের অপমান করতে সফল হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন পায়ে চোট লেগেছিল, ওঁকে আপনি বারমুডা পরার পরামর্শ দিয়েছিলেন । এর পরিণাম 2021-এর ভোটের ফলে দেখা গিয়েছিল । আজকে আপনি বলেছেন দিদিকে আগে ঠিক করতে হবে ওঁর বাবা কে ! যার তার মেয়ে হওয়া ঠিক নয় । এসব করে একা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সমস্ত মাতৃশক্তির অপমান করেছেন আপনি । কেন আপনি বারবার ভুলে যান বাংলা মাতৃশক্তির আরাধনা করে ?’’

আরও পড়ুন:

  1. মমতাকে কুকথা ! দিলীপের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল
  2. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.