ETV Bharat / politics

'ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসার আগেই শেখ শাহজাহানের ফাঁসি', সন্দেশখালিতে দাবি শুভেন্দুর - SUVENDU ADHIKARI

বাংলাদেশের কোটা আন্দোলনের মুখ নিউটন দাস কাকদ্বীপের ভোটার হওয়ায় তৃণমূলকে নিশানা শুভেন্দুর ৷ 'এরকম লক্ষ-লক্ষ রয়েছে', মন্তব্য বিরোধী দলনেতার ৷

SUVENDU ADHIKARI
ছাব্বিশে ক্ষমতায় আসার আগে শেখ শাহজাহানকে ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 8, 2025 at 7:30 PM IST

Updated : June 8, 2025 at 9:09 PM IST

3 Min Read

সন্দেশখালি, 8 জুন: 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার আগেই ফাঁসি হবে শেখ শাহজাহান ও তার সঙ্গীদের ! রবিবার সন্দেশখালিতে বিজেপির সভা থেকে এমনই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সন্দেশখালির তিন বিজেপি কর্মীকে খুন ও দেহ লোপাটের ঘটনার প্রেক্ষিতে এ কথা বলেন শুভেন্দু ৷

ছ’বছর আগে 2019 সালের 8 জুন সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার সঙ্গী কাদের মোল্লা-সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে খুন এবং তাঁদের দেহ লোপাট করে দেওয়ার অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় পরবর্তী সময়ে প্রদীপ এবং সুকান্তর দেহ পাওয়া গেলেও দেবদাস মণ্ডলের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

ছাব্বিশে ক্ষমতায় আসার আগে শেখ শাহজাহানকে ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর ৷ (ইটিভি ভারত)

বসিরহাট পুলিশ চার্জশিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লার নাম বাদ দিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে আগেই ৷ পরে শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের পাশাপাশি চার্জশিটে শেখ শাহজাহানদের নাম যুক্ত করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন ৷ সেই মামলার শুনানি শেষ হয়েছে ৷

আর তারই মধ্যে নারকীয় সেই হত্যাকাণ্ডের 6 বছর পূর্ণ হল এদিন ৷ সেই কারণে সন্দেশখালিতে এ দিন বিজেপির তরফে 'শ্রদ্ধাঞ্জলি সভা'র আয়োজন করা হয় ৷ যেখানে প্রধান বক্তা ছিলেন শুভেন্দু ৷ মঞ্চ থেকে বিরোধী দলনেতা বলেন, "আমি যখন মঞ্চে উঠছিলাম, তখন আমাদের দলের এক নেতা বলছিলেন, 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে শেখ শাহজাহানদের ফাঁসি হবে ৷ সুবিচার দেওয়া হবে তিন বিজেপি কর্মীর পরিবারকে ৷ আমি বলছি ক্ষমতায় এলে নয়, ছাব্বিশে আমরা ক্ষমতায় আসার আগেই শেখ শাহজাহানের ফাঁসি হবে ৷ ক্ষমতায় এসে আমরা নিশ্চিত করব, যাতে এমন নারকীয় অপরাধ আর না-হয় ৷"

আর চার্জশিটে শেখ শাহজাহানদের নাম বাদ দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, "2019 সালের 8 জুন জামাইষষ্ঠী ছিল ৷ শাহজাহানের বাহিনী এই তিন জনকে নৃশংসভাবে হত্যা করেছিল ৷ একজনের দেহ লোপাট করে দেওয়া হয়েছে ৷ গতবছর এই মামলাটি আমি হাইকোর্টে নিয়ে গিয়েছিলাম সিবিআই তদন্তের দাবিতে ৷ তখনই জানতে পারি মমতার পুলিশ শেখ শাহজাহান আর কাদের মোল্লার নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে ৷ অপহরণ ও খুনের মামলা থেকেও এঁদের মুক্তি দিয়ে দেওয়া হয়েছে ৷ কোর্ট রায় রিজার্ভে রেখেছে ৷ আমি আশাবাদী হাইকোর্ট সুবিচার দেবে ৷ বিচার পাবে নিহতদের পরিবার ৷"

অন্যদিকে, বাংলাদেশের কোটা আন্দোলনের মুখ নিউটন দাসের কাকদ্বীপের ভোটার হওয়ার ইস্যু নিয়েও তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু ৷ তিনি বলেন, "এরকম লক্ষ-লক্ষ ভোটার আছে ৷ শাদ শেখ তিনবার ভোট দিয়েছে ৷ আনসারুল্লা বাংলার জঙ্গি ৷" উল্লেখ্য, নিউটন দাসের বাংলাদেশের কোটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে ৷ যদিও, সাম্প্রতিক বিতর্কের মাঝে একটি ভিডিয়োতে তিনি দাবি করেছেন, সেই সময় বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন ৷

নিউটনকে অবশ্য কোটা আন্দোলনে যুক্ত নেতাদের সঙ্গে এক ছবিতেও দেখা গিয়েছিল ৷ আর এবার তাঁর সঙ্গে সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের একটি ছবি প্রকাশ্যে এসেছে ৷ এমনকী কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার জন্মদিনের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে ৷ ফলে নিউটন বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক সেই বিতর্কের জেরে অস্বস্তিতে পড়েছে 'ভূতুড়ে ভোটারে'র অভিযোগ তোলা তৃণমূল স্বয়ং ৷

সন্দেশখালি, 8 জুন: 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার আগেই ফাঁসি হবে শেখ শাহজাহান ও তার সঙ্গীদের ! রবিবার সন্দেশখালিতে বিজেপির সভা থেকে এমনই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সন্দেশখালির তিন বিজেপি কর্মীকে খুন ও দেহ লোপাটের ঘটনার প্রেক্ষিতে এ কথা বলেন শুভেন্দু ৷

ছ’বছর আগে 2019 সালের 8 জুন সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার সঙ্গী কাদের মোল্লা-সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে খুন এবং তাঁদের দেহ লোপাট করে দেওয়ার অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় পরবর্তী সময়ে প্রদীপ এবং সুকান্তর দেহ পাওয়া গেলেও দেবদাস মণ্ডলের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

ছাব্বিশে ক্ষমতায় আসার আগে শেখ শাহজাহানকে ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর ৷ (ইটিভি ভারত)

বসিরহাট পুলিশ চার্জশিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লার নাম বাদ দিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে আগেই ৷ পরে শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের পাশাপাশি চার্জশিটে শেখ শাহজাহানদের নাম যুক্ত করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন ৷ সেই মামলার শুনানি শেষ হয়েছে ৷

আর তারই মধ্যে নারকীয় সেই হত্যাকাণ্ডের 6 বছর পূর্ণ হল এদিন ৷ সেই কারণে সন্দেশখালিতে এ দিন বিজেপির তরফে 'শ্রদ্ধাঞ্জলি সভা'র আয়োজন করা হয় ৷ যেখানে প্রধান বক্তা ছিলেন শুভেন্দু ৷ মঞ্চ থেকে বিরোধী দলনেতা বলেন, "আমি যখন মঞ্চে উঠছিলাম, তখন আমাদের দলের এক নেতা বলছিলেন, 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে শেখ শাহজাহানদের ফাঁসি হবে ৷ সুবিচার দেওয়া হবে তিন বিজেপি কর্মীর পরিবারকে ৷ আমি বলছি ক্ষমতায় এলে নয়, ছাব্বিশে আমরা ক্ষমতায় আসার আগেই শেখ শাহজাহানের ফাঁসি হবে ৷ ক্ষমতায় এসে আমরা নিশ্চিত করব, যাতে এমন নারকীয় অপরাধ আর না-হয় ৷"

আর চার্জশিটে শেখ শাহজাহানদের নাম বাদ দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, "2019 সালের 8 জুন জামাইষষ্ঠী ছিল ৷ শাহজাহানের বাহিনী এই তিন জনকে নৃশংসভাবে হত্যা করেছিল ৷ একজনের দেহ লোপাট করে দেওয়া হয়েছে ৷ গতবছর এই মামলাটি আমি হাইকোর্টে নিয়ে গিয়েছিলাম সিবিআই তদন্তের দাবিতে ৷ তখনই জানতে পারি মমতার পুলিশ শেখ শাহজাহান আর কাদের মোল্লার নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে ৷ অপহরণ ও খুনের মামলা থেকেও এঁদের মুক্তি দিয়ে দেওয়া হয়েছে ৷ কোর্ট রায় রিজার্ভে রেখেছে ৷ আমি আশাবাদী হাইকোর্ট সুবিচার দেবে ৷ বিচার পাবে নিহতদের পরিবার ৷"

অন্যদিকে, বাংলাদেশের কোটা আন্দোলনের মুখ নিউটন দাসের কাকদ্বীপের ভোটার হওয়ার ইস্যু নিয়েও তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু ৷ তিনি বলেন, "এরকম লক্ষ-লক্ষ ভোটার আছে ৷ শাদ শেখ তিনবার ভোট দিয়েছে ৷ আনসারুল্লা বাংলার জঙ্গি ৷" উল্লেখ্য, নিউটন দাসের বাংলাদেশের কোটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে ৷ যদিও, সাম্প্রতিক বিতর্কের মাঝে একটি ভিডিয়োতে তিনি দাবি করেছেন, সেই সময় বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন ৷

নিউটনকে অবশ্য কোটা আন্দোলনে যুক্ত নেতাদের সঙ্গে এক ছবিতেও দেখা গিয়েছিল ৷ আর এবার তাঁর সঙ্গে সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের একটি ছবি প্রকাশ্যে এসেছে ৷ এমনকী কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার জন্মদিনের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে ৷ ফলে নিউটন বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক সেই বিতর্কের জেরে অস্বস্তিতে পড়েছে 'ভূতুড়ে ভোটারে'র অভিযোগ তোলা তৃণমূল স্বয়ং ৷

Last Updated : June 8, 2025 at 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.