ETV Bharat / politics

পুলিশ নিরপেক্ষ নয়, পালটা জবাব দিলেই গন্ডগোল শেষ, বললেন অর্জুন - ARJUN SINGH

হালিশহরে আক্রান্ত বিজেপি কর্মী ভর্তি কল্যাণী এইমসে ৷ তাঁকে দেখতে বৃহস্পতিবার সেখানে যান অর্জুন সিং ৷

Arjun Singh
পুলিশ নিরপেক্ষ নয়, পালটা জবাব দিলেই গন্ডগোল শেষ, বললেন অর্জুন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 10, 2025 at 7:39 PM IST

3 Min Read

কল্যাণী (নদিয়া), 10 এপ্রিল: আক্রান্ত হলে পালটা জবাব দিতে হবে, এমনটাই মনে করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ৷ বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে গিয়ে নিজের এই মতামত প্রকাশও করেন তিনি ৷ বলেন, ‘‘সবসময় পালটা জবাব দেবেন, গন্ডগোল শেষ হয়ে যাবে ৷’’

উত্তর 24 পরগনার হালিশহরে এক বিজেপি কর্মী আক্রান্ত হন সম্প্রতি ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় নদিয়ার কল্যাণীর এইমসে ৷ সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ এদিন ওই কর্মীকে দেখতে নদিয়ার কল্যাণীর এইমসে এসেছিলেন অর্জুন সিং ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘অনেক মেরেছে ওকে ৷ ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ার ৷ কপাল ভালো ছিল যে সঠিক জায়গায় লাগেনি ৷ এখনও বেঁচে আছে৷ পুরোপুরি মেরে দেওয়ারই প্ল্যান ছিল ৷’’

পুলিশ নিরপেক্ষ নয়, পালটা জবাব দিলেই গন্ডগোল শেষ, বললেন অর্জুন (ইটিভি ভারত)

সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, ওই বিজেপি কর্মীর বাড়িতে কার্তিক মহারাজ বাড়িতে আসার পরই কি হামলা হয়েছে ? উত্তরে অর্জুন বলেন, ‘‘আমি এটা জানি না ৷ কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক, তৃণমূল গুন্ডামি করবে, পুলিশকে সঙ্গে নিয়ে করবে, পুলিশের তত্ত্বাবধানে করবে, এটা মেনে চলতে হবে ৷ যদি আমরা এটা মেনে না চলি যে এরকম হামলা হবে, তাহলে আমরা মুর্খ ৷’’

তাঁর সামনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অপরাধ-প্রবণতার প্রসঙ্গও তোলা হয় ৷ সেই নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, ‘‘ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে নয়, বহুদিন ধরে ৷ 1857 সাল থেকে এটা চলে আসছে ৷ ব্যারাকপুর শিরোনামেই থাকে ৷ ওটা নিয়ে কোনও প্রশ্ন নেই ৷ প্রশ্ন আছে, যখন পুলিশ আর গুন্ডারা প্রশাসনে এক জায়গায় হয়ে যায়, তখন এই সমস্যাটা বাড়ে৷ ওটাই এখানে হয়েছে ৷’’

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই গন্ডগোলের শেষ কোথায় ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই পালটা জবাব দেওয়ার প্রসঙ্গ তুলেছেন অর্জুন সিং ৷ তিনি বলেন, ‘‘সবসময় পালটা জবাব দেবেন, গন্ডগোল শেষ হয়ে যাবে ৷ কারণ, পুলিশ নিরপেক্ষ নয় ৷ আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা, পুলিশ যেদিন নিরপেক্ষ হয়ে যাবে, ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যাবে ৷ কিন্তু পুলিশ নিরপেক্ষ নয় ৷ তাই নিজে বাঁচতে গেলে নিজেকে লড়তে হবে ৷’’

তাঁর আরও বক্তব্য, ‘‘100 শতাংশ ৷ না মারলে বাঁচবে না ৷ বিজেপির কোনও কর্মী বাঁচবে না ৷ আজ কর্মীদের মারছে ৷ কালকে নেতারাও মার খাবে ৷ যে মেরেছে, যা মারিয়েছে, তাকে ধরে পেটাতে হবে ৷’’

এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়েও মন্তব্য করেছেন অর্জুন সিং ৷ এই প্রসঙ্গে তিনি সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছে না ৷ ওঁর কথা এখন কেউ মানছে না ৷’’

কল্যাণী (নদিয়া), 10 এপ্রিল: আক্রান্ত হলে পালটা জবাব দিতে হবে, এমনটাই মনে করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ৷ বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে গিয়ে নিজের এই মতামত প্রকাশও করেন তিনি ৷ বলেন, ‘‘সবসময় পালটা জবাব দেবেন, গন্ডগোল শেষ হয়ে যাবে ৷’’

উত্তর 24 পরগনার হালিশহরে এক বিজেপি কর্মী আক্রান্ত হন সম্প্রতি ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় নদিয়ার কল্যাণীর এইমসে ৷ সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ এদিন ওই কর্মীকে দেখতে নদিয়ার কল্যাণীর এইমসে এসেছিলেন অর্জুন সিং ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘অনেক মেরেছে ওকে ৷ ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ার ৷ কপাল ভালো ছিল যে সঠিক জায়গায় লাগেনি ৷ এখনও বেঁচে আছে৷ পুরোপুরি মেরে দেওয়ারই প্ল্যান ছিল ৷’’

পুলিশ নিরপেক্ষ নয়, পালটা জবাব দিলেই গন্ডগোল শেষ, বললেন অর্জুন (ইটিভি ভারত)

সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, ওই বিজেপি কর্মীর বাড়িতে কার্তিক মহারাজ বাড়িতে আসার পরই কি হামলা হয়েছে ? উত্তরে অর্জুন বলেন, ‘‘আমি এটা জানি না ৷ কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক, তৃণমূল গুন্ডামি করবে, পুলিশকে সঙ্গে নিয়ে করবে, পুলিশের তত্ত্বাবধানে করবে, এটা মেনে চলতে হবে ৷ যদি আমরা এটা মেনে না চলি যে এরকম হামলা হবে, তাহলে আমরা মুর্খ ৷’’

তাঁর সামনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অপরাধ-প্রবণতার প্রসঙ্গও তোলা হয় ৷ সেই নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, ‘‘ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে নয়, বহুদিন ধরে ৷ 1857 সাল থেকে এটা চলে আসছে ৷ ব্যারাকপুর শিরোনামেই থাকে ৷ ওটা নিয়ে কোনও প্রশ্ন নেই ৷ প্রশ্ন আছে, যখন পুলিশ আর গুন্ডারা প্রশাসনে এক জায়গায় হয়ে যায়, তখন এই সমস্যাটা বাড়ে৷ ওটাই এখানে হয়েছে ৷’’

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই গন্ডগোলের শেষ কোথায় ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই পালটা জবাব দেওয়ার প্রসঙ্গ তুলেছেন অর্জুন সিং ৷ তিনি বলেন, ‘‘সবসময় পালটা জবাব দেবেন, গন্ডগোল শেষ হয়ে যাবে ৷ কারণ, পুলিশ নিরপেক্ষ নয় ৷ আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা, পুলিশ যেদিন নিরপেক্ষ হয়ে যাবে, ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যাবে ৷ কিন্তু পুলিশ নিরপেক্ষ নয় ৷ তাই নিজে বাঁচতে গেলে নিজেকে লড়তে হবে ৷’’

তাঁর আরও বক্তব্য, ‘‘100 শতাংশ ৷ না মারলে বাঁচবে না ৷ বিজেপির কোনও কর্মী বাঁচবে না ৷ আজ কর্মীদের মারছে ৷ কালকে নেতারাও মার খাবে ৷ যে মেরেছে, যা মারিয়েছে, তাকে ধরে পেটাতে হবে ৷’’

এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়েও মন্তব্য করেছেন অর্জুন সিং ৷ এই প্রসঙ্গে তিনি সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছে না ৷ ওঁর কথা এখন কেউ মানছে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.