ETV Bharat / politics

গার্ডেনরিচে আর্থিক সাহায্য ঘোষণা করায় ফিরহাদের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

Lok Sabha Elections 2024: ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জমা পড়ল কমিশনে ৷ গার্ডেনরিচের ঘটনায় তিনি আর্থিক সাহায্য ঘোষণা করেন ৷ সেই কারণেই বিজেপির তরফে এই অভিযোগ করা হয়েছে ৷ ফিরহাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে বিজেপি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 8:19 PM IST

Lok Sabha Elections 2024
Lok Sabha Elections 2024

কলকাতা, 18 মার্চ: গার্ডেনরিচের ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা নিয়ে কলকাতার মেয়র তথা কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ তুলল বিজেপি ৷ তারা এই নিয়ে সোমবার নির্বাচন কমিশনের কলকাতার অফিসে একটি চিঠি পাঠিয়েছে ৷

সেই চিঠিতে লেখা হয়েছে, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার 48 ঘণ্টা কাটার আগেই তা ভেঙেছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি ভেঙে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা ও আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন ৷

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ৷ সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ সোমবার সকালে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে অবশ্য ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে । মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে । যারা আহত হয়েছেন তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে ।"

Lok Sabha Elections 2024
নির্বাচন কমিশনে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির অভিযোগপত্র

মেয়রের এই বক্তব্য নিয়েই আপত্তি তুলেছে বিজেপি ৷ তবে চিঠিতে তারা স্পষ্ট করে দিয়েছে এই ধরনের মর্মান্তিক ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণার বিরুদ্ধে বিজেপি নয় ৷ বরং বিজেপি আরও বেশি আর্থিক সাহায্য দেওয়ার পক্ষপাতী ৷ কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী, এই ঘোষণা করা উচিত ছিল মুখ্যসচিব বা সরকারি কোনও আধিকারিকের ৷ কলকাতার মেয়র ও স্থানীয় বিধায়ক তা ফিরহাদ করতে পারেন না ৷

বিজেপির আরও দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও একই রকম কাজ করেছিলেন ৷ তিনি নির্বাচনী বিধিকে মেনে চলেন না ৷ সেই কারণে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ৷

তবে তৃণমূলের দাবি, 2019 সালের লোকসভা নির্বাচনের সময় যখন ফণী ঘূর্ণিঝড় হয়েছিল, সেই সময় ওড়িশার ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দেওয়ার জন্য আদর্শ আচরণবিধি তুলে নিয়েছিল ৷ গার্ডেনরিচের ঘটনাও একটা বিপর্যয় ৷ তাই এক্ষেত্রে কোনও ভুল করেননি ফিরহাদ হাকিম ৷

উল্লেখ্য, এ দিনই তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে একটি অভিযোগ জমা দেওয়া হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ তোলা হয়েছে ৷ রবিবার নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করেন প্রধানমন্ত্রী ৷ সেই নিয়েই এই অভিযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 19 ঘণ্টা পরেও গার্ডেনরিচে চলছে উদ্ধারকার্য, মৃতের সংখ্যা বেড়ে 9
  2. শামসের গ্রেফতারির দাবি শুভেন্দুর, তির মমতা-ফিরহাদকেও
  3. গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের

কলকাতা, 18 মার্চ: গার্ডেনরিচের ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা নিয়ে কলকাতার মেয়র তথা কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ তুলল বিজেপি ৷ তারা এই নিয়ে সোমবার নির্বাচন কমিশনের কলকাতার অফিসে একটি চিঠি পাঠিয়েছে ৷

সেই চিঠিতে লেখা হয়েছে, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার 48 ঘণ্টা কাটার আগেই তা ভেঙেছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি ভেঙে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা ও আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন ৷

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ৷ সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ সোমবার সকালে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে অবশ্য ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে । মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে । যারা আহত হয়েছেন তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে ।"

Lok Sabha Elections 2024
নির্বাচন কমিশনে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির অভিযোগপত্র

মেয়রের এই বক্তব্য নিয়েই আপত্তি তুলেছে বিজেপি ৷ তবে চিঠিতে তারা স্পষ্ট করে দিয়েছে এই ধরনের মর্মান্তিক ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণার বিরুদ্ধে বিজেপি নয় ৷ বরং বিজেপি আরও বেশি আর্থিক সাহায্য দেওয়ার পক্ষপাতী ৷ কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী, এই ঘোষণা করা উচিত ছিল মুখ্যসচিব বা সরকারি কোনও আধিকারিকের ৷ কলকাতার মেয়র ও স্থানীয় বিধায়ক তা ফিরহাদ করতে পারেন না ৷

বিজেপির আরও দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও একই রকম কাজ করেছিলেন ৷ তিনি নির্বাচনী বিধিকে মেনে চলেন না ৷ সেই কারণে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ৷

তবে তৃণমূলের দাবি, 2019 সালের লোকসভা নির্বাচনের সময় যখন ফণী ঘূর্ণিঝড় হয়েছিল, সেই সময় ওড়িশার ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দেওয়ার জন্য আদর্শ আচরণবিধি তুলে নিয়েছিল ৷ গার্ডেনরিচের ঘটনাও একটা বিপর্যয় ৷ তাই এক্ষেত্রে কোনও ভুল করেননি ফিরহাদ হাকিম ৷

উল্লেখ্য, এ দিনই তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে একটি অভিযোগ জমা দেওয়া হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ তোলা হয়েছে ৷ রবিবার নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করেন প্রধানমন্ত্রী ৷ সেই নিয়েই এই অভিযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 19 ঘণ্টা পরেও গার্ডেনরিচে চলছে উদ্ধারকার্য, মৃতের সংখ্যা বেড়ে 9
  2. শামসের গ্রেফতারির দাবি শুভেন্দুর, তির মমতা-ফিরহাদকেও
  3. গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.