দু'দিনের বৃষ্টিতেই জল থই থই শহরে, দেখুন দুর্ভোগের ছবি - Water Logging in Kolkata
Published : Aug 3, 2024, 7:03 PM IST
Water Logging in Kolkata: দু'দিনের টানা বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা বিমানবন্দর ৷ কোমর পর্যন্ত জল দাঁড়াল ভিআইপি রোডে ৷ সেক্টর ফাইভ-সহ সল্টলেকের একাধিক এলাকাও চলে গিয়েছিল জলের নীচে ৷ হাঁটু জল পেরিয়েই চলল ঝুঁকির পারাপার ৷ ফের কলকাতায় ফিরল জলযন্ত্রণার ছবি ৷ (নিজস্ব ছবি)