ETV Bharat / lifestyle

বাচ্চা ছোট তাই ঘুরতে যাওয়া বন্ধ ? বিপাশা করণের একরত্তিকে নিয়ে গোয়া সফরের ছবি হতে পারে ইতিবাচক জীবনের অঙ্গীকার - BIPASHA TRIP TO GOA WITH DAUGHTER

মেয়ের সঙ্গে বিপাশা এবং করণের গোয়া-সফর করার যে ছবি দেখা গিয়েছে এতে পজেটিভ বিষয়বস্তুর ইঙ্গিত দেয় ৷ যা প্রত্যেক বাবা মায়ের জন্য শিক্ষণীয় ৷

Travel Tips
ছোট বাচ্চাদের নিয়ে ঘোরার অনেক উপকারিতা রয়েছে (Etv Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : May 21, 2025 at 11:02 AM IST

3 Min Read

দম্পতিরা প্রায়শই মনে করে যে শিশুরা খুব ছোট, তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা একটু বড় হলেই করে ফেলবো ৷ এটাই ডেকে আনছে বড় বিপদ ৷ সন্তান ছোট থাকতেই বেড়িয়ে পড়ুন নানান জায়গায় ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাবা মায়ের সঙ্গে সন্তানের ঘুরতে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ এতে সন্তানের বড় হওয়ার রাস্তাকে প্রসস্থ করে ৷

অনেককেই জানেন না ছোট বাচ্চাদের ঘুরে বেড়ানোয় অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ৷ যদি আপনার সন্তান এখনও ছোট হয় ভ্রমণে নিয়ে যান ৷ এই সুবিধাগুলি জানার পরে, আপনার মনও অবশ্যই ট্রিপে যেতে চাইবেন ।

সম্প্রতি গোয়া সফর করেছেন বিপাশা বসু এবং করণ সিংহ গ্রোভারের একরত্তি কন্যা দেবী ৷ এই সন্তানের জন্যই হয়তো সময় বার করেছেন বিপাশা বসু ৷ তারকা দম্পতির পোস্ট করা ভিডিয়ো দেখে বোঝাই যায় এই গোয়া সফরের দেবী একদম প্রাণচ্ছল মধ্যমনি ৷ এই আনন্দের মূহুর্তকে ফ্রেমবন্দি করেছে অভিনেত্রী ৷ মেয়ের সঙ্গে বিপাশা এবং করণের এই ভিডিয়ো আসলে প্রত্যেক বাবা-মায়ের জন্য শিক্ষণীয় ৷ যাঁদের সন্তানেরা এখনও ছোট ।

বাচ্চার মনের স্মৃতি শক্তি বাড়ে ও কিছু স্মৃতি ফ্রেমবন্দি রাখতেও সাহায্য় করে: এমনটা নয় যে বাবা মা ভ্রমণে স্মৃতি তৈরি করে দেয় ৷ সন্তান যখন ছোট থাকে বাবা মার সঙ্গেই বেশি সময় কাটাতে চায় ৷ এই সময় কাটানো বাবা মার সঙ্গে বন্ডিংও বেশ জোরালো করে ৷ এছাড়াও ভ্রমনে গিয়ে সন্তান অনেক স্মৃতি তৈরি করে ৷ আপনি যদি ভাবেন সন্তান এখনও ছোট এবং আপনি তার সঙ্গে ভ্রমণ করতে পারবেন না, তাহলে এখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন ।

পিতা মাতার সঙ্গে বন্ডিং ভালো হয়: একই ঘরের পোশাক বা সাজে দেখলে বাচ্চারা অনেকসময় একঘেয়ে হয়ে যায় ৷ এরজন্য নতুন পরিবেশে নতুন ভাবে সেজে দেখলে সন্তানের ভালোলাগা তৈরি হয় ৷ আর বেড়াতে যাওয়া মানে টেনশন ফেলে এসে নতুন করে নিজেকে অন্য পরিবেশে নিজেকে গণ্য করা ৷ এরফলে মন মেজাজও ভালো থাকে ৷ সম্পর্কও আরও অটুট হয় ৷ ফলে বাচ্চার মনের মধ্যে ইতিবাচক প্রভাব আসে ৷ বাবা মায়ের সঙ্গে বন্ডিংও সুন্দর হয়ে ওঠে ৷

সুন্দর পরিবেশ বাচ্চার মনকে খুশি রাখে: নতুন জায়গায় নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া খেলা করা এইসব জিনিস বাচ্চার মনকে খুশি রাখতে সাহায্য় করবে ৷ সামাজিকভাবে কীভাবে মিশতে হয় এইসব শিক্ষনীয় জিনিস শিশুর মনের মধ্যে তৈরি হয় ৷ ফলে শৈশব থেকে শিশুর বৃদ্ধির বিকাশে সহায়তা করে ৷

সেরকমই বিপাশা কন্যা দেবীর ঘাসে দৌড়ে বেড়ানো, স্যুইমিং পুলে নামা, সমুদ্রের ধার দিয়ে হেঁটে বেড়ানো ইত্যাদি সমস্ত ছোট মুহূর্তগুলিই ইতিবাচক ভাবনার আভাস মিলেছে ৷ যা শিশুদের বেড়ে ওঠার জন্য অঙ্গীকার মূহুর্ত ৷

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3839265/

  1. গ্রীষ্মের জন্য বিশ্বব্যাপী এই পাহাড়ি গন্তব্য সেরা, সৌন্দর্য দেখার মতো
  2. ভারতের এই রাস্তাগুলি দেখার মতো, দেরি না করে পরিকল্পনা করে ফেলুন
  3. বিশ্বের এই জাতীয় উদ্যান জঙ্গল সাফারির জন্য বিখ্যাত, গেলে সেরা অভিজ্ঞতা পেতে পারেন
  4. ভালোবাসার মুহূর্ত কাটাতে মধুচন্দ্রিমার জন্য ঘুরে আসুন এই জায়গাগুলিতে

দম্পতিরা প্রায়শই মনে করে যে শিশুরা খুব ছোট, তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা একটু বড় হলেই করে ফেলবো ৷ এটাই ডেকে আনছে বড় বিপদ ৷ সন্তান ছোট থাকতেই বেড়িয়ে পড়ুন নানান জায়গায় ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাবা মায়ের সঙ্গে সন্তানের ঘুরতে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ এতে সন্তানের বড় হওয়ার রাস্তাকে প্রসস্থ করে ৷

অনেককেই জানেন না ছোট বাচ্চাদের ঘুরে বেড়ানোয় অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ৷ যদি আপনার সন্তান এখনও ছোট হয় ভ্রমণে নিয়ে যান ৷ এই সুবিধাগুলি জানার পরে, আপনার মনও অবশ্যই ট্রিপে যেতে চাইবেন ।

সম্প্রতি গোয়া সফর করেছেন বিপাশা বসু এবং করণ সিংহ গ্রোভারের একরত্তি কন্যা দেবী ৷ এই সন্তানের জন্যই হয়তো সময় বার করেছেন বিপাশা বসু ৷ তারকা দম্পতির পোস্ট করা ভিডিয়ো দেখে বোঝাই যায় এই গোয়া সফরের দেবী একদম প্রাণচ্ছল মধ্যমনি ৷ এই আনন্দের মূহুর্তকে ফ্রেমবন্দি করেছে অভিনেত্রী ৷ মেয়ের সঙ্গে বিপাশা এবং করণের এই ভিডিয়ো আসলে প্রত্যেক বাবা-মায়ের জন্য শিক্ষণীয় ৷ যাঁদের সন্তানেরা এখনও ছোট ।

বাচ্চার মনের স্মৃতি শক্তি বাড়ে ও কিছু স্মৃতি ফ্রেমবন্দি রাখতেও সাহায্য় করে: এমনটা নয় যে বাবা মা ভ্রমণে স্মৃতি তৈরি করে দেয় ৷ সন্তান যখন ছোট থাকে বাবা মার সঙ্গেই বেশি সময় কাটাতে চায় ৷ এই সময় কাটানো বাবা মার সঙ্গে বন্ডিংও বেশ জোরালো করে ৷ এছাড়াও ভ্রমনে গিয়ে সন্তান অনেক স্মৃতি তৈরি করে ৷ আপনি যদি ভাবেন সন্তান এখনও ছোট এবং আপনি তার সঙ্গে ভ্রমণ করতে পারবেন না, তাহলে এখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন ।

পিতা মাতার সঙ্গে বন্ডিং ভালো হয়: একই ঘরের পোশাক বা সাজে দেখলে বাচ্চারা অনেকসময় একঘেয়ে হয়ে যায় ৷ এরজন্য নতুন পরিবেশে নতুন ভাবে সেজে দেখলে সন্তানের ভালোলাগা তৈরি হয় ৷ আর বেড়াতে যাওয়া মানে টেনশন ফেলে এসে নতুন করে নিজেকে অন্য পরিবেশে নিজেকে গণ্য করা ৷ এরফলে মন মেজাজও ভালো থাকে ৷ সম্পর্কও আরও অটুট হয় ৷ ফলে বাচ্চার মনের মধ্যে ইতিবাচক প্রভাব আসে ৷ বাবা মায়ের সঙ্গে বন্ডিংও সুন্দর হয়ে ওঠে ৷

সুন্দর পরিবেশ বাচ্চার মনকে খুশি রাখে: নতুন জায়গায় নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া খেলা করা এইসব জিনিস বাচ্চার মনকে খুশি রাখতে সাহায্য় করবে ৷ সামাজিকভাবে কীভাবে মিশতে হয় এইসব শিক্ষনীয় জিনিস শিশুর মনের মধ্যে তৈরি হয় ৷ ফলে শৈশব থেকে শিশুর বৃদ্ধির বিকাশে সহায়তা করে ৷

সেরকমই বিপাশা কন্যা দেবীর ঘাসে দৌড়ে বেড়ানো, স্যুইমিং পুলে নামা, সমুদ্রের ধার দিয়ে হেঁটে বেড়ানো ইত্যাদি সমস্ত ছোট মুহূর্তগুলিই ইতিবাচক ভাবনার আভাস মিলেছে ৷ যা শিশুদের বেড়ে ওঠার জন্য অঙ্গীকার মূহুর্ত ৷

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3839265/

  1. গ্রীষ্মের জন্য বিশ্বব্যাপী এই পাহাড়ি গন্তব্য সেরা, সৌন্দর্য দেখার মতো
  2. ভারতের এই রাস্তাগুলি দেখার মতো, দেরি না করে পরিকল্পনা করে ফেলুন
  3. বিশ্বের এই জাতীয় উদ্যান জঙ্গল সাফারির জন্য বিখ্যাত, গেলে সেরা অভিজ্ঞতা পেতে পারেন
  4. ভালোবাসার মুহূর্ত কাটাতে মধুচন্দ্রিমার জন্য ঘুরে আসুন এই জায়গাগুলিতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.