দম্পতিরা প্রায়শই মনে করে যে শিশুরা খুব ছোট, তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা একটু বড় হলেই করে ফেলবো ৷ এটাই ডেকে আনছে বড় বিপদ ৷ সন্তান ছোট থাকতেই বেড়িয়ে পড়ুন নানান জায়গায় ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাবা মায়ের সঙ্গে সন্তানের ঘুরতে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ এতে সন্তানের বড় হওয়ার রাস্তাকে প্রসস্থ করে ৷
অনেককেই জানেন না ছোট বাচ্চাদের ঘুরে বেড়ানোয় অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ৷ যদি আপনার সন্তান এখনও ছোট হয় ভ্রমণে নিয়ে যান ৷ এই সুবিধাগুলি জানার পরে, আপনার মনও অবশ্যই ট্রিপে যেতে চাইবেন ।
সম্প্রতি গোয়া সফর করেছেন বিপাশা বসু এবং করণ সিংহ গ্রোভারের একরত্তি কন্যা দেবী ৷ এই সন্তানের জন্যই হয়তো সময় বার করেছেন বিপাশা বসু ৷ তারকা দম্পতির পোস্ট করা ভিডিয়ো দেখে বোঝাই যায় এই গোয়া সফরের দেবী একদম প্রাণচ্ছল মধ্যমনি ৷ এই আনন্দের মূহুর্তকে ফ্রেমবন্দি করেছে অভিনেত্রী ৷ মেয়ের সঙ্গে বিপাশা এবং করণের এই ভিডিয়ো আসলে প্রত্যেক বাবা-মায়ের জন্য শিক্ষণীয় ৷ যাঁদের সন্তানেরা এখনও ছোট ।
বাচ্চার মনের স্মৃতি শক্তি বাড়ে ও কিছু স্মৃতি ফ্রেমবন্দি রাখতেও সাহায্য় করে: এমনটা নয় যে বাবা মা ভ্রমণে স্মৃতি তৈরি করে দেয় ৷ সন্তান যখন ছোট থাকে বাবা মার সঙ্গেই বেশি সময় কাটাতে চায় ৷ এই সময় কাটানো বাবা মার সঙ্গে বন্ডিংও বেশ জোরালো করে ৷ এছাড়াও ভ্রমনে গিয়ে সন্তান অনেক স্মৃতি তৈরি করে ৷ আপনি যদি ভাবেন সন্তান এখনও ছোট এবং আপনি তার সঙ্গে ভ্রমণ করতে পারবেন না, তাহলে এখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন ।
পিতা মাতার সঙ্গে বন্ডিং ভালো হয়: একই ঘরের পোশাক বা সাজে দেখলে বাচ্চারা অনেকসময় একঘেয়ে হয়ে যায় ৷ এরজন্য নতুন পরিবেশে নতুন ভাবে সেজে দেখলে সন্তানের ভালোলাগা তৈরি হয় ৷ আর বেড়াতে যাওয়া মানে টেনশন ফেলে এসে নতুন করে নিজেকে অন্য পরিবেশে নিজেকে গণ্য করা ৷ এরফলে মন মেজাজও ভালো থাকে ৷ সম্পর্কও আরও অটুট হয় ৷ ফলে বাচ্চার মনের মধ্যে ইতিবাচক প্রভাব আসে ৷ বাবা মায়ের সঙ্গে বন্ডিংও সুন্দর হয়ে ওঠে ৷
সুন্দর পরিবেশ বাচ্চার মনকে খুশি রাখে: নতুন জায়গায় নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া খেলা করা এইসব জিনিস বাচ্চার মনকে খুশি রাখতে সাহায্য় করবে ৷ সামাজিকভাবে কীভাবে মিশতে হয় এইসব শিক্ষনীয় জিনিস শিশুর মনের মধ্যে তৈরি হয় ৷ ফলে শৈশব থেকে শিশুর বৃদ্ধির বিকাশে সহায়তা করে ৷
সেরকমই বিপাশা কন্যা দেবীর ঘাসে দৌড়ে বেড়ানো, স্যুইমিং পুলে নামা, সমুদ্রের ধার দিয়ে হেঁটে বেড়ানো ইত্যাদি সমস্ত ছোট মুহূর্তগুলিই ইতিবাচক ভাবনার আভাস মিলেছে ৷ যা শিশুদের বেড়ে ওঠার জন্য অঙ্গীকার মূহুর্ত ৷
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3839265/