ETV Bharat / lifestyle

পয়লা বৈশাখের সাজ কেমন হবে এই নিয়ে চিন্তিত ? এই লুকেই লাগবে একদম নায়িকাদের মতো - POILA BOISHAKH 2025 SAREE LOOK

নতুন বছরের প্রথম দিনের সাজটা খুব গুরুত্বপূর্ণ । আপনাকে তো সুন্দর লাগতেই হবে তাও আবার শাড়ির ৷ জেনে নিন নিয়িকাদের মতো সাজের কিছু টিপস ৷

POILA BOISHAKH 2025 SAREE LOOK News
পয়লা বৈশাখের সাজ হতে পারে অন্যরকম (Instagram)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : April 12, 2025 at 12:07 PM IST

7 Min Read

দরজায় কড়া নাড়ছে আরও একটা নতুন বাংলা বছর, 1432 । এইদিনে খাদ্যপ্রাণ বাঙালির মুখে খাবার ছাড়া আর কিছু মনে পরে না ৷ খাওয়ার সঙ্গে সঙ্গে সাজগোজ তো সব অনুষ্ঠানে লেগেই থাকে ৷ বহু বাঙালি নারীই এদিন সাজার জন্য সাবেক বাঙালি পোশাক বেছে নেন । মানে, শাড়ি । কথাতেই আছে শাড়িতেই নাড়ি ৷ তাই শাড়ি ছাড়া কি এই বাঙালিয়ানা ভাবা যায় ?

এই নববর্ষে নিজেকে আরও একধাপ সুন্দর দেখাতে কেমন সাজবেন ? পয়লা বৈশাখী আড্ডায়, সাদামাটা লুকে ধরা দেবেন ? নাকি একটু সাবেকি ! তাই ট্রাই করতে পারেন অভিনেত্রীদের এই লুকগুলি । কিন্তু এথনিক শাড়ি পরলেই তো শুধু হল না, এমনভাবে সেই শাড়ি বাছতে হবে, যাতে সবথেকে সুন্দর লাগে । যাঁরা শাড়ি পরতে ভালোবাসেন, তাঁদের জন্য রইল বেশ কয়েকটি টিপস । একদম নায়িকাদের মতো ।

এরপরও মাথায় আসে শাড়ি কীভাবে পরা হবে, আঁচল কেমন হবে, ব্লাউজও হতে হবে মানানসই ৷ যতই হোক মনের মানুষের কাছে তো এক অনন্য লুক দিতেই হবে ৷ ঠিক অন্যরকম ভাবে ৷ পয়লা বৈশাখ কী শাড়ি পরবেন, কেমনভাবে পরবেন, তা নিয়ে ভাবার আর দরকার নেই । কারণ নায়িকার সাজ থেকেই পেয়ে যাবেন বেশ কয়েকটি ধারণা । তবে বৈশাখ মাস মানেই গরমের সম্ভার ৷ তাই সাজ ও শাড়ির দিকে তো খেয়াল রাখতেই হবে ৷

কোয়েল মল্লিক: বাসন্তী রং দিয়ে শুরু করতে পারেন বাংলা বছরের প্রথম দিন ৷ এই রং যেন এক আবেগের রূপ দেয় ৷ বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিকের মতো এই লুক আপনি করতে পারেন ৷ হলুদ ও লাইট পিঙ্কের এক অনন্য কম্বিনেশন ও সঙ্গে স্লিপলেস ব্লাউজ ৷ এই গরমে আপানার সাজেও আনবে মাধুরত্ত্ব ৷ কানে একটা ম্যাচিং দুল ও হাতে ঘড়ি ৷ আপনি চাইলে চুরি বা ব্রেসলেট পরে নিতেই পারেন ৷

শুভশ্রী গাঙ্গুলি: পয়লা বৈশাখ মানেই বাঙালির ছোঁয়া রাখতেই হবে ৷ তা সে সাজে হোক বা পোশাকে ৷ আপনি এই দিনে শুভশ্রী গাঙ্গুলির মতো এইরকম একটা লুক দিতেই পারেন ৷ যাঁরা নতুন বিবাহিত আছেন তাঁদর জন্য এইরকম শাড়ি বা সাজ বেশ অভাবনীয় ৷ ঘিয়ে রঙের একটা গর্জিয়াস শাড়ির সঙ্গে লাল স্লিপলেস ব্লাউজ ৷ সাজও হবে একদম সিম্পল ৷ চুলে খোঁপা ও সঙ্গে একটা লাল গোলাপ যা লাল ব্লাউজেও বেশ মানানসই ৷ কানের দুল ও চুড়ি ম্যাচিং করে ৷ কপালে লাল টিপ ও চোখে কাজল তো আছেই ৷

মিমি চক্রবর্তী: যাঁরা খুব সিম্পল সাজ পছন্দ করেন তাঁদের জন্য এই লুক বা শাড়ি পারফেক্ট ৷ নিউড রং বলাই যায় সিল্ক ঘিয়ে রঙের শাড়ি ও সঙ্গে কনট্রাস্টে ম্যাচিং করে ব্লাউজ ৷ এই সাজে আপনাকেও লাগতে পারে সবার সেরা অনন্যা ৷ কারণ যাঁরা মেকআপ বা সাজ ভালোবাসেন না কিন্তু বাঙালির প্রথম দিন প্রিয়জনের সঙ্গে সময় কাটালে তো একটু সাজতেই হবে ৷ নিউড সাজ লাইনার ও কাজল মুখে হালকা মেকআপ যা দিনের গরমের জন্য একদম পারফেক্ট ৷ আপনি একটা কানের দুল ঝুলিয়ে নিতে পারলেই রেডি ৷

মিমির আরও একটি একদম সিম্পল লুক আপনার পথ দেখাতে পারে ৷ সুতির নেভিব্লু প্রিন্ট শাড়ি ৷ নীল ব্লাউজের সঙ্গে একদম সিম্পল সাজ ৷ যা গরেমর জন্য একটা সেরা অপশন ৷

সোহিনী সরকার: গরমের সাদা শাড়ি পেলে কে ছাড়ে ৷ এই বৈশাখে আপনিও পরে নিন অভিনেত্রী সোহিনী সরকারের মতো এই রকম একটা সাদা শাড়ি ৷ যা দেখতেও লাগবে বেশ সুন্দর ৷ সাদা শাড়ির সঙ্গে একটা গ্লাস হাত ব্লাউজ তবে সেটা যদি সাদা হয় মন্দ হয় না ৷ কপালে কালো টিপ ও চোখে মোটা করে লাইনার কাজল যেন অন্যরকম পুরোনো দিনের নায়িকা ৷ হাতে চাইলে ঘড়ি বা ব্রেসলেট ৷ কানের ছোট দুল ও গলায় একটা বাঙালি লম্বা হার ৷ খোঁপা বাঁধা চুল, আর কি চাই আপনার সাজে ৷

সোহিনী সরকারের আরও একটি লুক আপনাকে নজর কাড়তে পারে ৷ গোলাপি রঙের সম্ভারে আপনাকে লাগতে পারে 'পিঙ্ক কুইন' ৷ ডিপ গোলাপি শাড়ির সঙ্গে সরু স্লিপলেস ব্লাউজ ৷ শাড়ি যেহেতু গোল্ডেন জোরি তার জন্য অবশ্যই আপনার জুয়েলারী হবে গোল্ডেন ৷ হাতে আংটি নায়িকার নজর কেড়েছে ৷ আপনি চাইলে পছন্দমতো বড় আংটি পরে নিতে পারেন ৷ কপালে ছোট টিপ ও চোখে কাজল থাকবেই ৷ লিপস্টিক রঙেও আছে এক নিউডের ছাঁপ ৷ এই লুকে আপনাকেও লাগতে পারে একদম নায়িকার মতো ৷

রাইমা সেন: পয়লা বৈশাখে আপানার সাজে আনতে পারেন রাইমা সেনের মতো এই সাজের ছোঁয়া ৷ গোল্ডেন কালার একটা শাড়ি সঙ্গে ডিপ গোল্ডেন স্লিপলেস ব্লাউজ ৷ সঙ্গে গোল্ডেন চুরি ও কানের দুল তো আছেই ৷ এই সাজের বিশেষ আকর্ষন হবে আপনার মাথার খোঁপা ও সঙ্গে ফুলের মালা ৷ কপালে ছোট টিপ ও কাজল লিপস্টিকের সঙ্গে সেজে নিলেই রেডি যাবে নায়িকার মতো লুক ৷

দিতিপ্রিয়া রায়: বাঙালি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মতো এই রকম সাবেকি বাঙালি লুকে আপনাকে লাগতে পারে অভাবনীয় ৷ বাঙালিয়ানা মানে এক অন্যরকম শাড়ির লুক হতে পারে ৷ আটপৌড়ে করে এই শাড়ির লুক বিশেষ দিনে দেবে বিশেষ আকর্ষন ৷ লাল গোল্ডেন ব্লাউজের সঙ্গে ঘিয়া রঙের ও লাল পাড় শাড়ি ৷ সঙ্গে বাঙালিয়ানার গয়নার ছোঁয়া ৷ কপালে লাল টিপ ৷ মেকআপ কাজল তো থাকবেই ৷ চুলে খোঁপা ও ফুল ব্যাস আর কি চাই ৷ আপনিও রেডি ঠিক সুন্দরী নায়িকার মতো ৷ যা হতে পারে এই সাজে অনন্যা ৷

নুসরত জাহান: নায়িকার মতো এই রকম হালকা ফিনফিনে প্রিন্ট শাড়ি লুক হলে এই গরমে আর কিছুই লাগে না ৷ বাঙালি সাজও চাই শাড়ি তো আছেই ৷ গোলাপি প্রিন্টের শাড়ির সঙ্গে ডিজাইন স্লিপলেস ব্লাউজ ৷ এই পয়লা বৈশাখে হতে পারে আপনার সেরা সাজ ৷ দেরি কেন এখনই প্রস্তুতি শুরু করুন আপনার নিজের সাজের জোগারে ৷

মনামি ঘোষ: মনামি ঘোষের মতো এই নীল হলুদ সাজে আপনিও হতে পারেন নীল পরির মতো ৷ গরমের দিনে সবাই চান হালকা সুতির কিছু বেছে নেওয়া ৷ সেজন্য এই লুক আপনার জন্য সেরা হতে পারে ৷ সুন্দর ডিজাইন হলুদ ব্লাউজ ও নীল শাড়ি এই কম্বিনেশন আপনাকে করবে আকর্ষণীয় ৷ কানের দুল ও বালা সে যদি হয় অক্সিডাইস ৷ আপনিও তৈরি ৷

জয়া আহসান: একটু অন্যরকম সাজে নিজেকে প্রেজেন্ট করলে পথ দেখাবে জয়া ৷ যার লুক হবে মনমুগ্ধ ৷ আপনিও বাছাই করতে পারেন এই ধরনের কোনও একটি শাড়ি যা হবে ব্ল্যাক বিউটি ৷ তবে এই লুক রাতের জন্য বেশি মানানসই ৷ গোলাপি ও কালোর ম্যাচিং-এ আপনিও হয়ে উঠবেন সুন্দরী ৷ গলায় একটা ভারী গয়না ও হাতে চুরি ৷

  1. Exclusive: 'স্টেজে ওঠার আগে খাবারও খাই না'- নিজের গলাকে কীভাবে ধরে রেখেছেন জানালেন সঙ্গীত শিল্পী সোমলতা
  2. বিয়ের রিসেপশনের মত বিশেষ দিনে তাক লাগাচ্ছেন বাঙালি তারকারা; চিন্তিত না হয়ে এভাবেই সাজতে পারেন আপনিও
  3. Exclusive: পার্টিতে গেলে বাড়ি থেকে খেয়ে যান, বয়সের সঙ্গেও কীভাবে ওজন ধরে রেখেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল ?
  4. Exclusive: 'কালার থেরাপি' করেন রচনা ! এটি কতটা উপকারী ? জানালেন জ্যোতিষী

দরজায় কড়া নাড়ছে আরও একটা নতুন বাংলা বছর, 1432 । এইদিনে খাদ্যপ্রাণ বাঙালির মুখে খাবার ছাড়া আর কিছু মনে পরে না ৷ খাওয়ার সঙ্গে সঙ্গে সাজগোজ তো সব অনুষ্ঠানে লেগেই থাকে ৷ বহু বাঙালি নারীই এদিন সাজার জন্য সাবেক বাঙালি পোশাক বেছে নেন । মানে, শাড়ি । কথাতেই আছে শাড়িতেই নাড়ি ৷ তাই শাড়ি ছাড়া কি এই বাঙালিয়ানা ভাবা যায় ?

এই নববর্ষে নিজেকে আরও একধাপ সুন্দর দেখাতে কেমন সাজবেন ? পয়লা বৈশাখী আড্ডায়, সাদামাটা লুকে ধরা দেবেন ? নাকি একটু সাবেকি ! তাই ট্রাই করতে পারেন অভিনেত্রীদের এই লুকগুলি । কিন্তু এথনিক শাড়ি পরলেই তো শুধু হল না, এমনভাবে সেই শাড়ি বাছতে হবে, যাতে সবথেকে সুন্দর লাগে । যাঁরা শাড়ি পরতে ভালোবাসেন, তাঁদের জন্য রইল বেশ কয়েকটি টিপস । একদম নায়িকাদের মতো ।

এরপরও মাথায় আসে শাড়ি কীভাবে পরা হবে, আঁচল কেমন হবে, ব্লাউজও হতে হবে মানানসই ৷ যতই হোক মনের মানুষের কাছে তো এক অনন্য লুক দিতেই হবে ৷ ঠিক অন্যরকম ভাবে ৷ পয়লা বৈশাখ কী শাড়ি পরবেন, কেমনভাবে পরবেন, তা নিয়ে ভাবার আর দরকার নেই । কারণ নায়িকার সাজ থেকেই পেয়ে যাবেন বেশ কয়েকটি ধারণা । তবে বৈশাখ মাস মানেই গরমের সম্ভার ৷ তাই সাজ ও শাড়ির দিকে তো খেয়াল রাখতেই হবে ৷

কোয়েল মল্লিক: বাসন্তী রং দিয়ে শুরু করতে পারেন বাংলা বছরের প্রথম দিন ৷ এই রং যেন এক আবেগের রূপ দেয় ৷ বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিকের মতো এই লুক আপনি করতে পারেন ৷ হলুদ ও লাইট পিঙ্কের এক অনন্য কম্বিনেশন ও সঙ্গে স্লিপলেস ব্লাউজ ৷ এই গরমে আপানার সাজেও আনবে মাধুরত্ত্ব ৷ কানে একটা ম্যাচিং দুল ও হাতে ঘড়ি ৷ আপনি চাইলে চুরি বা ব্রেসলেট পরে নিতেই পারেন ৷

শুভশ্রী গাঙ্গুলি: পয়লা বৈশাখ মানেই বাঙালির ছোঁয়া রাখতেই হবে ৷ তা সে সাজে হোক বা পোশাকে ৷ আপনি এই দিনে শুভশ্রী গাঙ্গুলির মতো এইরকম একটা লুক দিতেই পারেন ৷ যাঁরা নতুন বিবাহিত আছেন তাঁদর জন্য এইরকম শাড়ি বা সাজ বেশ অভাবনীয় ৷ ঘিয়ে রঙের একটা গর্জিয়াস শাড়ির সঙ্গে লাল স্লিপলেস ব্লাউজ ৷ সাজও হবে একদম সিম্পল ৷ চুলে খোঁপা ও সঙ্গে একটা লাল গোলাপ যা লাল ব্লাউজেও বেশ মানানসই ৷ কানের দুল ও চুড়ি ম্যাচিং করে ৷ কপালে লাল টিপ ও চোখে কাজল তো আছেই ৷

মিমি চক্রবর্তী: যাঁরা খুব সিম্পল সাজ পছন্দ করেন তাঁদের জন্য এই লুক বা শাড়ি পারফেক্ট ৷ নিউড রং বলাই যায় সিল্ক ঘিয়ে রঙের শাড়ি ও সঙ্গে কনট্রাস্টে ম্যাচিং করে ব্লাউজ ৷ এই সাজে আপনাকেও লাগতে পারে সবার সেরা অনন্যা ৷ কারণ যাঁরা মেকআপ বা সাজ ভালোবাসেন না কিন্তু বাঙালির প্রথম দিন প্রিয়জনের সঙ্গে সময় কাটালে তো একটু সাজতেই হবে ৷ নিউড সাজ লাইনার ও কাজল মুখে হালকা মেকআপ যা দিনের গরমের জন্য একদম পারফেক্ট ৷ আপনি একটা কানের দুল ঝুলিয়ে নিতে পারলেই রেডি ৷

মিমির আরও একটি একদম সিম্পল লুক আপনার পথ দেখাতে পারে ৷ সুতির নেভিব্লু প্রিন্ট শাড়ি ৷ নীল ব্লাউজের সঙ্গে একদম সিম্পল সাজ ৷ যা গরেমর জন্য একটা সেরা অপশন ৷

সোহিনী সরকার: গরমের সাদা শাড়ি পেলে কে ছাড়ে ৷ এই বৈশাখে আপনিও পরে নিন অভিনেত্রী সোহিনী সরকারের মতো এই রকম একটা সাদা শাড়ি ৷ যা দেখতেও লাগবে বেশ সুন্দর ৷ সাদা শাড়ির সঙ্গে একটা গ্লাস হাত ব্লাউজ তবে সেটা যদি সাদা হয় মন্দ হয় না ৷ কপালে কালো টিপ ও চোখে মোটা করে লাইনার কাজল যেন অন্যরকম পুরোনো দিনের নায়িকা ৷ হাতে চাইলে ঘড়ি বা ব্রেসলেট ৷ কানের ছোট দুল ও গলায় একটা বাঙালি লম্বা হার ৷ খোঁপা বাঁধা চুল, আর কি চাই আপনার সাজে ৷

সোহিনী সরকারের আরও একটি লুক আপনাকে নজর কাড়তে পারে ৷ গোলাপি রঙের সম্ভারে আপনাকে লাগতে পারে 'পিঙ্ক কুইন' ৷ ডিপ গোলাপি শাড়ির সঙ্গে সরু স্লিপলেস ব্লাউজ ৷ শাড়ি যেহেতু গোল্ডেন জোরি তার জন্য অবশ্যই আপনার জুয়েলারী হবে গোল্ডেন ৷ হাতে আংটি নায়িকার নজর কেড়েছে ৷ আপনি চাইলে পছন্দমতো বড় আংটি পরে নিতে পারেন ৷ কপালে ছোট টিপ ও চোখে কাজল থাকবেই ৷ লিপস্টিক রঙেও আছে এক নিউডের ছাঁপ ৷ এই লুকে আপনাকেও লাগতে পারে একদম নায়িকার মতো ৷

রাইমা সেন: পয়লা বৈশাখে আপানার সাজে আনতে পারেন রাইমা সেনের মতো এই সাজের ছোঁয়া ৷ গোল্ডেন কালার একটা শাড়ি সঙ্গে ডিপ গোল্ডেন স্লিপলেস ব্লাউজ ৷ সঙ্গে গোল্ডেন চুরি ও কানের দুল তো আছেই ৷ এই সাজের বিশেষ আকর্ষন হবে আপনার মাথার খোঁপা ও সঙ্গে ফুলের মালা ৷ কপালে ছোট টিপ ও কাজল লিপস্টিকের সঙ্গে সেজে নিলেই রেডি যাবে নায়িকার মতো লুক ৷

দিতিপ্রিয়া রায়: বাঙালি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মতো এই রকম সাবেকি বাঙালি লুকে আপনাকে লাগতে পারে অভাবনীয় ৷ বাঙালিয়ানা মানে এক অন্যরকম শাড়ির লুক হতে পারে ৷ আটপৌড়ে করে এই শাড়ির লুক বিশেষ দিনে দেবে বিশেষ আকর্ষন ৷ লাল গোল্ডেন ব্লাউজের সঙ্গে ঘিয়া রঙের ও লাল পাড় শাড়ি ৷ সঙ্গে বাঙালিয়ানার গয়নার ছোঁয়া ৷ কপালে লাল টিপ ৷ মেকআপ কাজল তো থাকবেই ৷ চুলে খোঁপা ও ফুল ব্যাস আর কি চাই ৷ আপনিও রেডি ঠিক সুন্দরী নায়িকার মতো ৷ যা হতে পারে এই সাজে অনন্যা ৷

নুসরত জাহান: নায়িকার মতো এই রকম হালকা ফিনফিনে প্রিন্ট শাড়ি লুক হলে এই গরমে আর কিছুই লাগে না ৷ বাঙালি সাজও চাই শাড়ি তো আছেই ৷ গোলাপি প্রিন্টের শাড়ির সঙ্গে ডিজাইন স্লিপলেস ব্লাউজ ৷ এই পয়লা বৈশাখে হতে পারে আপনার সেরা সাজ ৷ দেরি কেন এখনই প্রস্তুতি শুরু করুন আপনার নিজের সাজের জোগারে ৷

মনামি ঘোষ: মনামি ঘোষের মতো এই নীল হলুদ সাজে আপনিও হতে পারেন নীল পরির মতো ৷ গরমের দিনে সবাই চান হালকা সুতির কিছু বেছে নেওয়া ৷ সেজন্য এই লুক আপনার জন্য সেরা হতে পারে ৷ সুন্দর ডিজাইন হলুদ ব্লাউজ ও নীল শাড়ি এই কম্বিনেশন আপনাকে করবে আকর্ষণীয় ৷ কানের দুল ও বালা সে যদি হয় অক্সিডাইস ৷ আপনিও তৈরি ৷

জয়া আহসান: একটু অন্যরকম সাজে নিজেকে প্রেজেন্ট করলে পথ দেখাবে জয়া ৷ যার লুক হবে মনমুগ্ধ ৷ আপনিও বাছাই করতে পারেন এই ধরনের কোনও একটি শাড়ি যা হবে ব্ল্যাক বিউটি ৷ তবে এই লুক রাতের জন্য বেশি মানানসই ৷ গোলাপি ও কালোর ম্যাচিং-এ আপনিও হয়ে উঠবেন সুন্দরী ৷ গলায় একটা ভারী গয়না ও হাতে চুরি ৷

  1. Exclusive: 'স্টেজে ওঠার আগে খাবারও খাই না'- নিজের গলাকে কীভাবে ধরে রেখেছেন জানালেন সঙ্গীত শিল্পী সোমলতা
  2. বিয়ের রিসেপশনের মত বিশেষ দিনে তাক লাগাচ্ছেন বাঙালি তারকারা; চিন্তিত না হয়ে এভাবেই সাজতে পারেন আপনিও
  3. Exclusive: পার্টিতে গেলে বাড়ি থেকে খেয়ে যান, বয়সের সঙ্গেও কীভাবে ওজন ধরে রেখেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল ?
  4. Exclusive: 'কালার থেরাপি' করেন রচনা ! এটি কতটা উপকারী ? জানালেন জ্যোতিষী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.