পয়লা বৈশাখ 1432 । অনেকেই নতুন বছরে নানা রকম পরিকল্পনা করেছেন । নানা ভাবে দিনটিকে সেলিব্রেট করার চিন্তাভাবনা করে । তারসঙ্গে নতুন জামাকাপড় আর বাঙালির খাওয়া দাওয়া তো আছেই ৷
পয়লা বৈশাখ বাঙালির কাছে এক অন্যতম বিশেষ উৎসব । নতুন বছরের প্রথম দিন ব্যবসায়ীরা পুজো দেয়, ব্যবসার নতুন ব্যবসা খাতা শুরু করে । তাই পয়লা বৈশাখের মাহাত্ম্য বঙ্গবাসীর কাছে অপরিসীম । তবে জ্যোতিষশাস্ত্রে এর কিছু নিয়মের কথা বলা হয়েছে ৷ যা করলে আপনিও জীবনে সুখ শান্তি পাবেন ৷ টাকা পয়সার অভাব দূর হবে ৷
জ্যোতিষী রাহুল দে বলেন, "ওইদিন সকালে গঙ্গাজলে স্নান করা প্রয়োজন ৷ এছাড়াও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য এইদিন লক্ষ্ণী গনেশের পুজো করা উচিত ৷"

"পয়লা বৈশাখের দিন বাজার থেকে পাঁচটি কড়ি কিনে আনুন ৷ সেই কড়িগুলিকে লক্ষ্ণী দেবীর ঘটের উপর রেখে দিন ৷ এদিন বাড়িতে আনুন ধন কুবেরের মূর্তি বা ধন কূবের যন্ত্র ৷ এই জিনিস নিয়ে এসে ঠাকুরের আসনে স্থাপন করুন ৷ এই কাজ আপনাকে আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য় করবে ৷ সামর্থ মতো দরিদ্র মানুষকে এদিন দান করুন ৷ বাড়ির প্রধান দরজার উপর স্বস্তিক চিহ্ন আঁকুন ৷ সবার সঙ্গে ভালো ব্যবহার করুন ৷ ঝগড়া এড়িয়ে চলা প্রয়োজন ৷"
আপনার বাড়িতে কি বাস্তুদোষ আছে ? জ্যোতিষী আরও বলেন, "পয়লা বৈশাখের সকালে গঙ্গাজল বা পরিষ্কার জলে সাতটি আমপাতা ধুয়ে ফেলতে হবে । খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে । একটা জায়গায় তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন । আমপাতাগুলিতে সেই মিশ্রণের ফোঁটা দিতে হবে । তারপর সাতটি আমপাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপরে টাঙিয়ে ফেলতে হবে আপনাকে । শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে । সেটা বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখলে বেশি ভালো হবে ।"
নববর্ষের প্রথম দিনটা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ । নয়া বছরে বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখে ক্যাশব্যাক্সের উপর একটি বাটি সাদা সর্ষে এবং একটি বাটি গুঁড়ো হলুদ রাখার পরামর্শ দেওয়া হয় । এতে সারাবছর ব্যবসা ভালো চলে ও টাকা পয়সার অভাব হয় না ৷