ETV Bharat / lifestyle

চিংড়ির মালাইকারি থেকে বরিশালি মুরগি এই ঠিকানায় পয়লা দিন হবে ফাটাফাটি - POILA BAISAKH 2025

নববর্ষের দিনটিকে একটু আলাদা ভাবেই কাটাতে অভ্যস্ত বাঙালি । এই দিনটায় তাঁরা পোশাকের পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যাপারে ষোলআনা বাঙালিয়ানায় বিশ্বাসী ৷

Bengali new year News
পয়লা বৈশাখে বিশেষ খাওয়া দাওয়া (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : April 12, 2025 at 4:16 PM IST

Updated : April 12, 2025 at 5:11 PM IST

3 Min Read

নবনীতা দত্তগুপ্ত

বাঙালির বারো মাসে তেরো পার্বণ । আর তার মধ্যে অন্যতম পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ । এই বিশেষ দিনে বাঙালি যেন একটু বেশিই বাঙালিয়ানায় ফিরে যায় । এই বিশেষ দিনে চাইনিজ, মোঘলাই, কন্টিনেন্টাল মুখে ওঠে না । তার চাই সাদা ভাত বা পোলাও, ভাজাভুজি, ডাল, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিস, কচি পাঁঠার ঝোল বা সর্ষে মুরগি, চাটনি, পাপড়, মিষ্টি, পায়েস । তা সে বাড়িতে তৈরি করা রান্না হোক বা কোনও রেস্তোরাঁয় গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া বাঙালি এই দিন রসিয়ে খাবেই খাবে ।

বাংলা নববর্ষের উদ্‌যাপনের প্রস্তুতিতে দম লাগে দিন কয়েক আগে থেকে । যখন হাতে আর একটি সপ্তাহও নেই, অথচ আচমকাই সকলে নববর্ষের আড্ডা-খাওয়াদাওয়ার প্ল্যান ছকতে শুরু করে দেন আপামোর বাঙালি । দুপুরের খাওয়া বাড়িতে হবে, না রেস্তরাঁয় এই নিয়ে বাঙালির আলোচনা শেষ থাকে না ৷

পয়লা বৈশাখ বাঙালিদের অন্যতম বড় উৎসব । আর পয়লা বৈশাখ মানেই বাংলার নতুন বছরকে নতুন রূপে সাদরে বরণ করে নেওয়া । এ যেন বাঙালির অন্যরকম আবেগ ৷

বিভিন্ন সমাহারে পয়লা বৈশাখে আয়োজন (ETV Bharat)

আর মাত্র দু'দিনের অপেক্ষা । 15 এপ্রিল পয়লা বৈশাখ । ভোজনরসিক বাঙালির কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করার আরেকটা স্বঘোষিত দিন । শহর ও শহরতলির রেস্তোরাঁগুলিও এই উপলক্ষে মেনুতে আনে নানান চমক । খাঁটি বাঙালি থালিতে থাকে নানান পদ । পাশাপাশি অন্যান্য ডিশও থাকে তালিকায় । ইটিভি ভারতের প্রতিনিধি নবনীতা দত্তগুপ্ত পৌঁছে গিয়েছিলেন ধর্মতলা চত্বরের ঐতিহাসিক গুরুত্ব নির্ভর একটি বিলাসবহুল রেস্তোরাঁয় । যেখানে নববর্ষের জন্য সাজানো হয়েছে বাঙালি থালি । আছে বিলিতি খাবারও ।

'হেরিটেজ কোর্ট ক্যাফে'র বাইরে এবং ভিতরে দুই জায়গাতেই রয়েছে পেল্লাই বসার জায়গা । বাইরে থেকে দেখা যায় গোটা কলকাতা শহরটা । সকাল সকাল ব্রেকফাস্ট জমতেই পারে এখানে । আর বিকেল এবং সন্ধেতে যখন ফুরফুরে হাওয়া দেয় তখনও এই জায়গা মনোরম । যা পরিবার হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটালে মন্দ নয় ৷ বাকি সময়ে ভিতরের আলিশান ঘরটির মতো শান্তির জায়গা আর আছে বলে মনে হবে না ।

কী থাকছে বর্ষবরণ থালিতে ?

এবার নববর্ষে বর্ষবরণ থালি নিয়ে এসেছে এই রেস্তোরাঁ । আপ্যায়ণের শুরুতেই থাকছে গন্ধরাজ ঘোল । আর থালিতে থাকছে লুচি, ছোলার ডাল, সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, বাহারি বেগুন, চিংড়ি মাছের মালাইকারি, বরিশালি মুরগি, রাজবাড়ির কষা মাংস, চাটনি, পাপড়, রসগোল্লা । এ ছাড়াও কেউ যদি নববর্ষে অন্য কিছুও টেস্ট করতে চান তাঁদের জন্য ফিশ ফিঙ্গার, চিকেন স্টিক, ভেটকি মাছের গ্রিল্ড ফিশ, ক্রাঞ্চি গার্লিক ফিল মাশরুম, গার্লিক টোস্ট-সহ আরও অনেককিছু ।

Bengali new year News
বাঙালির রকমারি খাবার (ETV Bharat)
Food
বাঙালি খাবার (ETV Bharat)
POILA BAISAKH 2025
বিদেশী ব্রেকফাস্ট (ETV Bharat)

বাঙালি থালির দাম ধরা হয়েছে 1150/- টাকা । একটি প্লেট দু'জনেও ভাগ করে খাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন হেরিটেজ কোর্ট ক্যাফের ভার্টিকাল হেড অভিষেক সাঁই । 15 এবং 16 এপ্রিল পাওয়া যাবে এই বাঙালি থালি ।

ঐতিহাসিক গুরুত্ব: 170 বছরের পুরনো একটি বিল্ডিংকে ক্যাফে হিসাবে গড়ে তোলা হয়েছে । ব্রিটিশদের একটি দাবা খেলার আলিশান ঘরে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । ব্রিটিশ আমলে তৈরি এই বাড়িটির কোণায় কোণায় রয়েছে ইতিহাসের ছাপ । দেওয়ালে বাঁধানো রয়েছে বহু মূল্যবান সব বিরল ছবি । এখানে ইউরোপিয়ান ব্রেকফাস্ট সার্ভ করা হয় । আমেরিকান ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেক্সফাস্ট, এক্স বেনেডিক্টও আছে । সকাল 8 টা থেকে রাত 11 টা অবধি এগুলি পাওয়া যাবে ।

  1. সর্ষে ইলিশ থেকে ডাব চিংড়ি, কলকাতায় পয়লা দিনে এখানে আছে মহাভোজ
  2. একঘেয়ে মাছের ঝোল ছেড়ে দুপুরে খাবার থালায় চটজলদি বানিয়ে নিন পাত্রানী কাতলা
  3. চটজলদি সুস্বাদু রেসিপি ক্রিমি ভেজিটেবল স্যান্ডউইচ, 10 মনিটে কীভাবে বানাবেন

নবনীতা দত্তগুপ্ত

বাঙালির বারো মাসে তেরো পার্বণ । আর তার মধ্যে অন্যতম পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ । এই বিশেষ দিনে বাঙালি যেন একটু বেশিই বাঙালিয়ানায় ফিরে যায় । এই বিশেষ দিনে চাইনিজ, মোঘলাই, কন্টিনেন্টাল মুখে ওঠে না । তার চাই সাদা ভাত বা পোলাও, ভাজাভুজি, ডাল, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিস, কচি পাঁঠার ঝোল বা সর্ষে মুরগি, চাটনি, পাপড়, মিষ্টি, পায়েস । তা সে বাড়িতে তৈরি করা রান্না হোক বা কোনও রেস্তোরাঁয় গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া বাঙালি এই দিন রসিয়ে খাবেই খাবে ।

বাংলা নববর্ষের উদ্‌যাপনের প্রস্তুতিতে দম লাগে দিন কয়েক আগে থেকে । যখন হাতে আর একটি সপ্তাহও নেই, অথচ আচমকাই সকলে নববর্ষের আড্ডা-খাওয়াদাওয়ার প্ল্যান ছকতে শুরু করে দেন আপামোর বাঙালি । দুপুরের খাওয়া বাড়িতে হবে, না রেস্তরাঁয় এই নিয়ে বাঙালির আলোচনা শেষ থাকে না ৷

পয়লা বৈশাখ বাঙালিদের অন্যতম বড় উৎসব । আর পয়লা বৈশাখ মানেই বাংলার নতুন বছরকে নতুন রূপে সাদরে বরণ করে নেওয়া । এ যেন বাঙালির অন্যরকম আবেগ ৷

বিভিন্ন সমাহারে পয়লা বৈশাখে আয়োজন (ETV Bharat)

আর মাত্র দু'দিনের অপেক্ষা । 15 এপ্রিল পয়লা বৈশাখ । ভোজনরসিক বাঙালির কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করার আরেকটা স্বঘোষিত দিন । শহর ও শহরতলির রেস্তোরাঁগুলিও এই উপলক্ষে মেনুতে আনে নানান চমক । খাঁটি বাঙালি থালিতে থাকে নানান পদ । পাশাপাশি অন্যান্য ডিশও থাকে তালিকায় । ইটিভি ভারতের প্রতিনিধি নবনীতা দত্তগুপ্ত পৌঁছে গিয়েছিলেন ধর্মতলা চত্বরের ঐতিহাসিক গুরুত্ব নির্ভর একটি বিলাসবহুল রেস্তোরাঁয় । যেখানে নববর্ষের জন্য সাজানো হয়েছে বাঙালি থালি । আছে বিলিতি খাবারও ।

'হেরিটেজ কোর্ট ক্যাফে'র বাইরে এবং ভিতরে দুই জায়গাতেই রয়েছে পেল্লাই বসার জায়গা । বাইরে থেকে দেখা যায় গোটা কলকাতা শহরটা । সকাল সকাল ব্রেকফাস্ট জমতেই পারে এখানে । আর বিকেল এবং সন্ধেতে যখন ফুরফুরে হাওয়া দেয় তখনও এই জায়গা মনোরম । যা পরিবার হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটালে মন্দ নয় ৷ বাকি সময়ে ভিতরের আলিশান ঘরটির মতো শান্তির জায়গা আর আছে বলে মনে হবে না ।

কী থাকছে বর্ষবরণ থালিতে ?

এবার নববর্ষে বর্ষবরণ থালি নিয়ে এসেছে এই রেস্তোরাঁ । আপ্যায়ণের শুরুতেই থাকছে গন্ধরাজ ঘোল । আর থালিতে থাকছে লুচি, ছোলার ডাল, সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, বাহারি বেগুন, চিংড়ি মাছের মালাইকারি, বরিশালি মুরগি, রাজবাড়ির কষা মাংস, চাটনি, পাপড়, রসগোল্লা । এ ছাড়াও কেউ যদি নববর্ষে অন্য কিছুও টেস্ট করতে চান তাঁদের জন্য ফিশ ফিঙ্গার, চিকেন স্টিক, ভেটকি মাছের গ্রিল্ড ফিশ, ক্রাঞ্চি গার্লিক ফিল মাশরুম, গার্লিক টোস্ট-সহ আরও অনেককিছু ।

Bengali new year News
বাঙালির রকমারি খাবার (ETV Bharat)
Food
বাঙালি খাবার (ETV Bharat)
POILA BAISAKH 2025
বিদেশী ব্রেকফাস্ট (ETV Bharat)

বাঙালি থালির দাম ধরা হয়েছে 1150/- টাকা । একটি প্লেট দু'জনেও ভাগ করে খাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন হেরিটেজ কোর্ট ক্যাফের ভার্টিকাল হেড অভিষেক সাঁই । 15 এবং 16 এপ্রিল পাওয়া যাবে এই বাঙালি থালি ।

ঐতিহাসিক গুরুত্ব: 170 বছরের পুরনো একটি বিল্ডিংকে ক্যাফে হিসাবে গড়ে তোলা হয়েছে । ব্রিটিশদের একটি দাবা খেলার আলিশান ঘরে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । ব্রিটিশ আমলে তৈরি এই বাড়িটির কোণায় কোণায় রয়েছে ইতিহাসের ছাপ । দেওয়ালে বাঁধানো রয়েছে বহু মূল্যবান সব বিরল ছবি । এখানে ইউরোপিয়ান ব্রেকফাস্ট সার্ভ করা হয় । আমেরিকান ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেক্সফাস্ট, এক্স বেনেডিক্টও আছে । সকাল 8 টা থেকে রাত 11 টা অবধি এগুলি পাওয়া যাবে ।

  1. সর্ষে ইলিশ থেকে ডাব চিংড়ি, কলকাতায় পয়লা দিনে এখানে আছে মহাভোজ
  2. একঘেয়ে মাছের ঝোল ছেড়ে দুপুরে খাবার থালায় চটজলদি বানিয়ে নিন পাত্রানী কাতলা
  3. চটজলদি সুস্বাদু রেসিপি ক্রিমি ভেজিটেবল স্যান্ডউইচ, 10 মনিটে কীভাবে বানাবেন
Last Updated : April 12, 2025 at 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.