ETV Bharat / lifestyle

51 বছরে বিয়ে সারলেন মহুয়া ! বিবাহের ক্ষেত্রে বয়সের পার্থক্য কি আদৌও গুরুত্বপূর্ণ ? - MAHUA MOITRA MARRIAGE

বিয়ে করলেন মহুয়া মৈত্র ৷ স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কত হওয়া উচিত এবং কখন বিয়ে করা উচিত ? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন...

RELATIONSHIP Tips
বিবাহের ক্ষেত্রে বয়সের পার্থক্য কি আদেও গুরুত্বপূর্ণ (Instagram)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : June 5, 2025 at 3:29 PM IST

Updated : June 5, 2025 at 4:19 PM IST

4 Min Read

"না উমর কি সীমা হো, না জনম কা হো বন্ধন, জব প্যায়ার করে কোই, তো দেখো কেবল মন..." গানটি নিশ্চয়ই শুনেছেন । এর অর্থ হল, ভালোবাসার কোনও সীমা নেই এবং বয়সও কোনও বাধা নয় । ভালোবাসা এমন একটি অনুভূতি যা যেকোনও বয়সে, যেকোনও পরিস্থিতিতে এবং যে কারও সঙ্গেই ঘটতে পারে । কিন্তু বলা হয়, বিয়ের ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সমাজ বলে, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকা উচিত । বিশেষ করে স্বামী স্ত্রীর চেয়ে বয়সে বড় হওয়া উচিত । দম্পতিদের মধ্যে বয়সের পার্থক্য থাকা কি সত্যিই প্রয়োজন ? জেনে নিন কোন বয়সে বিয়ে করা উচিত...

শিরোনামে মহুয়া মৈত্র৷ সম্প্রতি বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ ৷ জানা গিয়েছে, জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। 65 বছরের পিনাকী এবং 51 বছরের মহুয়া, দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ ।

RELATIONSHIP TIPS
দিলিপ ঘোষ (নিজস্ব চিত্র)

কিছুদিন আগেই বিয়ে সেরেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ নিউটাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি ৷ 61 বছর বয়সে বিয়ে করছেন দিলীপ । পাত্রী রিঙ্কুর বয়স 47 বছর ।

প্রেমের সম্পর্কে বয়স একটি সংখ্যা মাত্র । এমনই কথা বলা হয় ঠিক বয়সে বিয়ে করা উচিত । তবে এই 21 শতকেও স্বামী-স্ত্রীর মধ্য়ে বয়সের পার্থক্য থাকার পক্ষে সওয়ালও করেন অনেকে । অনেকে মনে করেন, স্বামী-স্ত্রীর মধ্য়ে কিছু বছরের পার্থক্য থাকা উচিত । তাহলেই একটি সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয় ৷ বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সুবিধা হয় ৷ তবে অনেকেই বলেন সম্পর্কে বোঝাপড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ৷

সমাজ কী বলে ?

RELATIONSHIP TIPS
প্রেমের সম্পর্কে বয়স একটি সংখ্যা মাত্র (Getty Image)

আমাদের দেশে বিশ্বাস করা হয় যে স্বামী-স্ত্রীর মধ্যে কমপক্ষে 3-5 বছরের বয়সের পার্থক্য থাকা উচিত । বিশেষ করে সাজানো বিয়েতে বয়সের উপর বিশেষ নজর দেওয়া হয়, কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে, এটি খুব একটা গুরুত্ব দেওয়া হয় না । অনেকেই আছেন যারা নিজের চেয়ে বড় সঙ্গী বেছে নিয়েছেন কিন্তু তবুও তাঁরা তাদের বিবাহিত জীবন সুখে কাটাচ্ছেন । যেমন বলিউড অভিনেতা শহীদ কাপুর এবং মডেল মীরা রাজপুতের মধ্যে প্রায় 15 বছরের বয়সের পার্থক্য রয়েছে । আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান গায়ক নিক জোনাসের বয়সের পার্থক্য প্রায় 10 বছরের । ঐতিহ্যবাহী রীতিনীতি না মেনেও তারা সকলেই সুখী বিবাহিত জীবনযাপন করছেন ।

গবেষণা কী বলে ?

বিবাহের ব্যাপারে আমাদের সমাজের অনেক নিয়ম-কানুন আছে । কিন্তু এই ক্ষেত্রে, বিজ্ঞান পরামর্শ দেয় যে উভয় পক্ষেরই প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করা উচিত । বিজ্ঞান বলে যে মেয়েরা ছেলেদের তুলনায় দ্রুত পরিণত হয় । বলা হয় যে মেয়েদের ক্ষেত্রে 7-13 বছর বয়সের মধ্যে এবং ছেলেদের ক্ষেত্রে 9-15 বছর বয়সের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে । ফলাফল দেখায় যে মহিলারা পুরুষদের তুলনায় মানসিকভাবে দ্রুত বিকাশ লাভ করেন ।

RELATIONSHIP TIPS
বিবাহের ক্ষেত্রে বয়সের পার্থক্য কত হওয়া উচিত (Getty Image)

বিয়ের জন্য সঠিক বয়স কত ?

আমাদের দেশে বিয়ের আইনি বয়স মেয়েদের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য 21 বছর । ফলস্বরূপ, স্বামী-স্ত্রীর মধ্যে ন্যূনতম 3 বছরের বয়সের পার্থক্য রয়েছে । এই বয়স দেশভেদে ভিন্ন হয় । তবে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিজ্ঞান মূলত শারীরিক পরিপক্কতার উপর নির্ভর করে এবং মানসিক পরিপক্কতাও প্রয়োজনীয় । বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে বিয়ের আগে উভয় পক্ষের শারীরিক, মানসিক এবং মানসিকভাবে পরিণত হওয়া উচিত ।

তবে বলা হয়ে থাকে বিবাহের সাফল্যের জন্য কেবল বয়সই গুরুত্বপূর্ণ নয় । বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দু'জনের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার অনুভূতিও থাকা উচিত । বিশেষজ্ঞদের মতে, দম্পতির মধ্যে বয়সের পার্থক্য তিন বছর নাকি 15 বছর, তা বিবেচ্য নয় বরং দু'জনের মধ্যে সম্পর্ক কতটা তা গুরুত্বপূর্ণ । বলা হয় যে বিবাহিত জীবন উভয়ের আচরণের উপর নির্ভর করে ।

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3000022/

  1. একটা বয়সের পর মহিলাদের এই স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন, ভবিষ্যতের বিপদ কমবে
  2. শুধু পাশে থাকার প্রতিশ্রুতি নয়, প্রিয়জনের মন জয় করুন এই বার্তা দিয়ে
  3. বাচ্চা ছোট তাই ঘুরতে যাওয়া বন্ধ ? বিপাশা করণের একরত্তিকে নিয়ে গোয়া সফরের ছবি হতে পারে ইতিবাচক জীবনের অঙ্গীকার

"না উমর কি সীমা হো, না জনম কা হো বন্ধন, জব প্যায়ার করে কোই, তো দেখো কেবল মন..." গানটি নিশ্চয়ই শুনেছেন । এর অর্থ হল, ভালোবাসার কোনও সীমা নেই এবং বয়সও কোনও বাধা নয় । ভালোবাসা এমন একটি অনুভূতি যা যেকোনও বয়সে, যেকোনও পরিস্থিতিতে এবং যে কারও সঙ্গেই ঘটতে পারে । কিন্তু বলা হয়, বিয়ের ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সমাজ বলে, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকা উচিত । বিশেষ করে স্বামী স্ত্রীর চেয়ে বয়সে বড় হওয়া উচিত । দম্পতিদের মধ্যে বয়সের পার্থক্য থাকা কি সত্যিই প্রয়োজন ? জেনে নিন কোন বয়সে বিয়ে করা উচিত...

শিরোনামে মহুয়া মৈত্র৷ সম্প্রতি বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ ৷ জানা গিয়েছে, জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। 65 বছরের পিনাকী এবং 51 বছরের মহুয়া, দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ ।

RELATIONSHIP TIPS
দিলিপ ঘোষ (নিজস্ব চিত্র)

কিছুদিন আগেই বিয়ে সেরেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ নিউটাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি ৷ 61 বছর বয়সে বিয়ে করছেন দিলীপ । পাত্রী রিঙ্কুর বয়স 47 বছর ।

প্রেমের সম্পর্কে বয়স একটি সংখ্যা মাত্র । এমনই কথা বলা হয় ঠিক বয়সে বিয়ে করা উচিত । তবে এই 21 শতকেও স্বামী-স্ত্রীর মধ্য়ে বয়সের পার্থক্য থাকার পক্ষে সওয়ালও করেন অনেকে । অনেকে মনে করেন, স্বামী-স্ত্রীর মধ্য়ে কিছু বছরের পার্থক্য থাকা উচিত । তাহলেই একটি সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয় ৷ বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সুবিধা হয় ৷ তবে অনেকেই বলেন সম্পর্কে বোঝাপড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ৷

সমাজ কী বলে ?

RELATIONSHIP TIPS
প্রেমের সম্পর্কে বয়স একটি সংখ্যা মাত্র (Getty Image)

আমাদের দেশে বিশ্বাস করা হয় যে স্বামী-স্ত্রীর মধ্যে কমপক্ষে 3-5 বছরের বয়সের পার্থক্য থাকা উচিত । বিশেষ করে সাজানো বিয়েতে বয়সের উপর বিশেষ নজর দেওয়া হয়, কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে, এটি খুব একটা গুরুত্ব দেওয়া হয় না । অনেকেই আছেন যারা নিজের চেয়ে বড় সঙ্গী বেছে নিয়েছেন কিন্তু তবুও তাঁরা তাদের বিবাহিত জীবন সুখে কাটাচ্ছেন । যেমন বলিউড অভিনেতা শহীদ কাপুর এবং মডেল মীরা রাজপুতের মধ্যে প্রায় 15 বছরের বয়সের পার্থক্য রয়েছে । আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান গায়ক নিক জোনাসের বয়সের পার্থক্য প্রায় 10 বছরের । ঐতিহ্যবাহী রীতিনীতি না মেনেও তারা সকলেই সুখী বিবাহিত জীবনযাপন করছেন ।

গবেষণা কী বলে ?

বিবাহের ব্যাপারে আমাদের সমাজের অনেক নিয়ম-কানুন আছে । কিন্তু এই ক্ষেত্রে, বিজ্ঞান পরামর্শ দেয় যে উভয় পক্ষেরই প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করা উচিত । বিজ্ঞান বলে যে মেয়েরা ছেলেদের তুলনায় দ্রুত পরিণত হয় । বলা হয় যে মেয়েদের ক্ষেত্রে 7-13 বছর বয়সের মধ্যে এবং ছেলেদের ক্ষেত্রে 9-15 বছর বয়সের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে । ফলাফল দেখায় যে মহিলারা পুরুষদের তুলনায় মানসিকভাবে দ্রুত বিকাশ লাভ করেন ।

RELATIONSHIP TIPS
বিবাহের ক্ষেত্রে বয়সের পার্থক্য কত হওয়া উচিত (Getty Image)

বিয়ের জন্য সঠিক বয়স কত ?

আমাদের দেশে বিয়ের আইনি বয়স মেয়েদের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য 21 বছর । ফলস্বরূপ, স্বামী-স্ত্রীর মধ্যে ন্যূনতম 3 বছরের বয়সের পার্থক্য রয়েছে । এই বয়স দেশভেদে ভিন্ন হয় । তবে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিজ্ঞান মূলত শারীরিক পরিপক্কতার উপর নির্ভর করে এবং মানসিক পরিপক্কতাও প্রয়োজনীয় । বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে বিয়ের আগে উভয় পক্ষের শারীরিক, মানসিক এবং মানসিকভাবে পরিণত হওয়া উচিত ।

তবে বলা হয়ে থাকে বিবাহের সাফল্যের জন্য কেবল বয়সই গুরুত্বপূর্ণ নয় । বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দু'জনের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার অনুভূতিও থাকা উচিত । বিশেষজ্ঞদের মতে, দম্পতির মধ্যে বয়সের পার্থক্য তিন বছর নাকি 15 বছর, তা বিবেচ্য নয় বরং দু'জনের মধ্যে সম্পর্ক কতটা তা গুরুত্বপূর্ণ । বলা হয় যে বিবাহিত জীবন উভয়ের আচরণের উপর নির্ভর করে ।

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3000022/

  1. একটা বয়সের পর মহিলাদের এই স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন, ভবিষ্যতের বিপদ কমবে
  2. শুধু পাশে থাকার প্রতিশ্রুতি নয়, প্রিয়জনের মন জয় করুন এই বার্তা দিয়ে
  3. বাচ্চা ছোট তাই ঘুরতে যাওয়া বন্ধ ? বিপাশা করণের একরত্তিকে নিয়ে গোয়া সফরের ছবি হতে পারে ইতিবাচক জীবনের অঙ্গীকার
Last Updated : June 5, 2025 at 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.