ETV Bharat / lifestyle

'তখন তুলি দিয়ে আঁকতাম, এখন সুর দিয়ে আঁকি'; সঙ্গীত শিল্পী দেব গৌতমের গজলের প্রতি টান ও গানের প্রতি ভালোবাসার নানান কাহিনী - SINGER DEV GAUTAM

একজন সঙ্গীতশিল্পী গানের সত্ত্বাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যান তাঁর গানে ৷ একটি গান মানুষের মনের পরিচিতি বাড়িয়ে দেয় ৷

dev-gautam
দেব গৌতম (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : June 6, 2025 at 4:21 PM IST

Updated : June 6, 2025 at 5:29 PM IST

3 Min Read

অনামিকা ভট্টাচার্য্য

'আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি...' সেই গানই তাঁর পরিচিতির বাঁধন খুলে দিয়েছে । পৌঁছে দিয়েছে শ্রোতার কাছে । লকডাউনে তাঁর গাওয়া সেই গান ইউটিউবে আজও ট্রেন্ডিং। তিনি সঙ্গীতশিল্পী দেব গৌতম ৷ সু-গায়কের পাশাপাশি বাদ্যযন্ত্র শিল্পী, সঙ্গীতায়োজক । তাঁর সঙ্গীতায়োজনে সমৃদ্ধ হচ্ছে বাংলা গান । সঙ্গীতের একাধিক বিভঙ্গে তাঁর অহরহ যাতায়াত ।

ঙ্গীত শিল্পী দেব গৌতমের সঙ্গে ইটিভি ভারত (ETV Bharat)

একজন গায়ক হয়ে ওঠার গল্প সাধারণত ব্যক্তির সংগীত প্রতিভার বিকাশ, কঠোর অনুশীলন এবং পেশাদার জগতে পদার্পণ করার পথ নিয়ে গঠিত হয় । অনেক শিল্পী ছোটবেলা থেকেই গান বা বাদ্যযন্ত্রের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন ।

তাদের মধ্যে কেউ হয়তো পরিবারের সংগীত পরিবেশে বেড়ে ওঠেন আবার কেউ হয়তো গান শোনার মাধ্যমে সংগীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন । দেব গৌতম এমনই গানকে ভালোবেসে নিজের জীবনের অঙ্গীকার হিসাবে তৈরি করেছেন ৷

SINGER DEV GAUTAM
সঙ্গীতশিল্পী গানের সত্ত্বাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যান তাঁর গান (ETV Bharat)

সঙ্গীত শিল্পী দেব গৌতম ইটিভি ভারতকে বলেন, "প্রথমে আমার জীবনকে সঙ্গীত শিল্পী হিসাবে প্রাধন্য দিয়ে থাকি ৷ পরবর্তীকালে কম্পোজিশন করি ও অ্যারেঞ্জমেন্ট করি ৷ দুটো সমানতালে চলতে থাকে ৷ আমার সবধরনের জনারের গান গাইতে ভালোলাগে ৷ তবে বিশেষকরে ফোক আর গজল আমাকে বেশি করে টানে ৷ কারণ গজলের কথা আমার মনে ভীষণভাবে প্রভাব ফেলে ৷ যেটা বাংলা দিয়ে বোঝানো যায় না ৷ ভাষার সঙ্গে সুরের এমন এক সামঞ্জস্য আছে ও একটা রোমান্টিসিজম ব্যাপার সেখানে আমার গজলকে বেশি টানে ৷"

তিনি আরও বলেন, "আমি নৈহাটিতে থাকি মফঃস্বল শহর ৷ এখানে অনেক বিখ্যাত মানুষের জন্ম ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, হরপ্রসাদ শাস্ত্রীর মতো মানুষরা ৷ তবে আমি নিজেও জানতাম না এই গানটাকে আমার প্রফেসন করবো ৷ প্রথমে আমি আঁকতাম ৷ তখন তুলি দিয়ে আঁকতাম এখন সুর দিয়ে আঁকি ৷"

SINGER DEV GAUTAM
সঙ্গীত শিল্পী দেব গৌতম (ETV Bharat)

তিনি জানান, গান করার জন্য প্রাকটিস খুব জরুরি ৷ ভালো গুরুর প্রয়োজন ৷ প্রতিদিন গান গাওয়া গলা ঠিক রাখা প্রয়োজন ৷ আমি সব কিছু খাই সেভাবে মেইনটেন হয় না ৷ অটোমেটিক আসে ভিতর থেকে ৷

dev-gautam
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি অসাধারণ গানের লাইন (ETV Bharat)

"ছোটবেলা থেকে আমি দুটো জিনিসই সমানভাবে করতাম ৷ কখন গভীরভাবে ঢুকে গিয়েছি বলতে পারবো না ৷ তবে আমার চটকদার গান ঠিক আসে না ৷ আমি যা কিছুই করি সবকিছুই গুরু গম্ভীর ৷ গান তো ভাষা ঠিক হতে হবে, সুর ঠিক হতে হবে ৷ তবে আমি করতে পারি না সেটা নয় ৷ কোনও সিনেমার জন্য যদি এই ধরনের গান বলা হয় তখন আমাকে করতেই হবে ৷"

  1. Exclusive: প্রণবকে না বললেও সিঙ্গুরের টানে মমতার হাত ধরে রাজনীতিতে আসা; শতাব্দী
  2. Exclusive: মগজাস্ত্র ব্যবহারের স্বপ্ন নিয়ে সিপিএম হোলটাইমার, 'অচেনা' সৃজনের সঙ্গে ইটিভি ভারত
  3. Exclusive: 'স্টেজে ওঠার আগে খাবারও খাই না'- নিজের গলাকে কীভাবে ধরে রেখেছেন জানালেন সঙ্গীত শিল্পী সোমলতা

অনামিকা ভট্টাচার্য্য

'আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি...' সেই গানই তাঁর পরিচিতির বাঁধন খুলে দিয়েছে । পৌঁছে দিয়েছে শ্রোতার কাছে । লকডাউনে তাঁর গাওয়া সেই গান ইউটিউবে আজও ট্রেন্ডিং। তিনি সঙ্গীতশিল্পী দেব গৌতম ৷ সু-গায়কের পাশাপাশি বাদ্যযন্ত্র শিল্পী, সঙ্গীতায়োজক । তাঁর সঙ্গীতায়োজনে সমৃদ্ধ হচ্ছে বাংলা গান । সঙ্গীতের একাধিক বিভঙ্গে তাঁর অহরহ যাতায়াত ।

ঙ্গীত শিল্পী দেব গৌতমের সঙ্গে ইটিভি ভারত (ETV Bharat)

একজন গায়ক হয়ে ওঠার গল্প সাধারণত ব্যক্তির সংগীত প্রতিভার বিকাশ, কঠোর অনুশীলন এবং পেশাদার জগতে পদার্পণ করার পথ নিয়ে গঠিত হয় । অনেক শিল্পী ছোটবেলা থেকেই গান বা বাদ্যযন্ত্রের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন ।

তাদের মধ্যে কেউ হয়তো পরিবারের সংগীত পরিবেশে বেড়ে ওঠেন আবার কেউ হয়তো গান শোনার মাধ্যমে সংগীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন । দেব গৌতম এমনই গানকে ভালোবেসে নিজের জীবনের অঙ্গীকার হিসাবে তৈরি করেছেন ৷

SINGER DEV GAUTAM
সঙ্গীতশিল্পী গানের সত্ত্বাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যান তাঁর গান (ETV Bharat)

সঙ্গীত শিল্পী দেব গৌতম ইটিভি ভারতকে বলেন, "প্রথমে আমার জীবনকে সঙ্গীত শিল্পী হিসাবে প্রাধন্য দিয়ে থাকি ৷ পরবর্তীকালে কম্পোজিশন করি ও অ্যারেঞ্জমেন্ট করি ৷ দুটো সমানতালে চলতে থাকে ৷ আমার সবধরনের জনারের গান গাইতে ভালোলাগে ৷ তবে বিশেষকরে ফোক আর গজল আমাকে বেশি করে টানে ৷ কারণ গজলের কথা আমার মনে ভীষণভাবে প্রভাব ফেলে ৷ যেটা বাংলা দিয়ে বোঝানো যায় না ৷ ভাষার সঙ্গে সুরের এমন এক সামঞ্জস্য আছে ও একটা রোমান্টিসিজম ব্যাপার সেখানে আমার গজলকে বেশি টানে ৷"

তিনি আরও বলেন, "আমি নৈহাটিতে থাকি মফঃস্বল শহর ৷ এখানে অনেক বিখ্যাত মানুষের জন্ম ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, হরপ্রসাদ শাস্ত্রীর মতো মানুষরা ৷ তবে আমি নিজেও জানতাম না এই গানটাকে আমার প্রফেসন করবো ৷ প্রথমে আমি আঁকতাম ৷ তখন তুলি দিয়ে আঁকতাম এখন সুর দিয়ে আঁকি ৷"

SINGER DEV GAUTAM
সঙ্গীত শিল্পী দেব গৌতম (ETV Bharat)

তিনি জানান, গান করার জন্য প্রাকটিস খুব জরুরি ৷ ভালো গুরুর প্রয়োজন ৷ প্রতিদিন গান গাওয়া গলা ঠিক রাখা প্রয়োজন ৷ আমি সব কিছু খাই সেভাবে মেইনটেন হয় না ৷ অটোমেটিক আসে ভিতর থেকে ৷

dev-gautam
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি অসাধারণ গানের লাইন (ETV Bharat)

"ছোটবেলা থেকে আমি দুটো জিনিসই সমানভাবে করতাম ৷ কখন গভীরভাবে ঢুকে গিয়েছি বলতে পারবো না ৷ তবে আমার চটকদার গান ঠিক আসে না ৷ আমি যা কিছুই করি সবকিছুই গুরু গম্ভীর ৷ গান তো ভাষা ঠিক হতে হবে, সুর ঠিক হতে হবে ৷ তবে আমি করতে পারি না সেটা নয় ৷ কোনও সিনেমার জন্য যদি এই ধরনের গান বলা হয় তখন আমাকে করতেই হবে ৷"

  1. Exclusive: প্রণবকে না বললেও সিঙ্গুরের টানে মমতার হাত ধরে রাজনীতিতে আসা; শতাব্দী
  2. Exclusive: মগজাস্ত্র ব্যবহারের স্বপ্ন নিয়ে সিপিএম হোলটাইমার, 'অচেনা' সৃজনের সঙ্গে ইটিভি ভারত
  3. Exclusive: 'স্টেজে ওঠার আগে খাবারও খাই না'- নিজের গলাকে কীভাবে ধরে রেখেছেন জানালেন সঙ্গীত শিল্পী সোমলতা
Last Updated : June 6, 2025 at 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.