Bihar Election Results 2025

ETV Bharat / lifestyle

এই দীপাবলিতে ভিন্ন স্বাদের সুস্বাদু খাবার তৈরি করুন

দীপাবলি আপনার বাড়িতে অতিথিদের আগমনের ধারাবাহিকতা বয়ে আনে । ঐতিহ্যবাহী মিষ্টির পরিবর্তে, আপনি আপনার অতিথিদের জন্য কিছু অনন্য এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারেন ।

Lifestyle
ভিন্ন স্বাদের সুস্বাদু খাবার (Getty Image)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : October 13, 2025 at 3:22 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দীপাবলির আগমনের সঙ্গে সঙ্গে মিষ্টি এবং সুস্বাদু খাবারের সুবাস প্রতিটি ঘরেই ভরে ওঠে । দীপাবলির দিন উৎসবের আলোয় মেতে ওঠে গোটা দেশ। দেশের নানা প্রান্তে বিভিন্ন ভাবে পালন করা হয় এই উৎসব । কিন্তু যে বৈশিষ্ট্যটা সব জায়গায় সগৌরবে বিরাজমান তা হল সন্ধে হয়ে এলেই আকাশ জুড়ে আলোর ঝলকানি, মনের আনন্দের বহিঃপ্রকাশ দেখা যায় ক্যানভাস জুড়ে । কিন্তু একটা দিক থেকে বাঙালির দীপাবলি অন্য জায়গার চেয়ে আলাদা । সেইসঙ্গে খাওয়াদাওয়ার আমেজ ৷

লাড্ডু, বরফি, জিলেপি এবং বালুশাহির ও বাংলার রসগোল্লার মতো মিষ্টির নিজস্ব অনন্য স্বাদ আছে ৷ কিন্তু আপনি কি এই দীপাবলিতে ভিন্ন এবং নতুন কিছু চেষ্টা করতে চাইছেন ? আপনার জন্য সেরা কিছু রেসিপি নীচে দেওয়া হল ৷

এই দীপাবলিকে স্মরণীয় করে রাখতে, কিছু সুস্বাদু এবং অনন্য খাবার সম্পর্কে জানা প্রয়োজন যা কেবল আপনার অতিথিদের কাছেই জনপ্রিয় হবে না বরং স্বাস্থ্যকরও হবে । জেনে নেওয়া যাক সেই রেসিপিগুলি সম্পর্কে ৷

চিনিমুক্ত ড্রাইফ্রুট ডার্ক চকলেট: ডার্ক চকলেট অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ এবং বাদাম হল প্রোটিনের একটি শক্তিশালী উৎস । এটি তৈরি করা অবিশ্বাস্যভাবে সহজ । যেটিতে চিনি থাকে না সেইরকম ডার্ক চকলেট গলিয়ে নিন এবং মিহি করে কাটা বাদাম, আখরোট এবং কাজু যোগ করুন । মিশ্রণটি একটি সমতল ট্রেতে ছড়িয়ে দিন এবং ঠান্ডা হতে দিন । একবার সেট হয়ে গেলে, এটি টুকরো টুকরো করে ভেঙে ফেলুন । এই মুচমুচে এবং সমৃদ্ধ খাবারটি শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলেরই পছন্দ হবে ।

মিষ্টি আলুর হালুয়া: মরশুমি সবজি খুব কমই মিষ্টান্নে ব্যবহার করা হয় । এবারে সাধারণ সুজির হালুয়া বাদ দিয়ে নতুনত্ত্ব মিষ্টি আলুর হালুয়া তৈরি করুন । মিষ্টি আলু ভিটামিন এ এবং ফাইবার সমৃদ্ধ । সেদ্ধ মিষ্টি আলু পেষ্ট করে দুধ এবং গুড় দিয়ে রান্না করুন । রাজকীয় টেক্সচারের জন্য এলাচ গুঁড়ো এবং সামান্য জাফরান যোগ করুন । বাদাম এবং পেস্তার টুকরো দিয়ে সাজান । এর প্রাকৃতিক মিষ্টি এবং ক্রিমি টেক্সচার সকলেরই পছন্দ হবে ।

নারকেল এবং গোলাপজলের লাড্ডু: আপনি যদি লাড্ডু পছন্দ করেন কিন্তু সাধারণ ময়দা এবং বেসন লাড্ডু খেতে বিরক্ত হন ? এই রেসিপিটি আপনার জন্য । কুঁচি করা নারকেল, সামান্য ঘন দুধ, গোলাপজল এবং কিশমিশ একসঙ্গে মিশিয়ে হালকা করে রান্না করুন । ঠান্ডা হয়ে গেলে, ছোট ছোট লাড্ডু তৈরি করুন । গোলাপজলের সুবাস এবং নারকেলের গঠন এটিকে একটি দুর্দান্ত মিশ্রণ করে তোলে । এই লাড্ডুগুলি ভাজা ছাড়াই তৈরি করা হয়, যা এগুলিকে হালকা এবং হজম করা সহজ করে তোলে ।

আমচুর ও সরষের মিশ্রণের আচার: দীপাবলিতে কেবল মিষ্টি নয়, নোনতা খাবারেরও নিজস্ব আকর্ষণ রয়েছে । বিশেষকরে খাবার পর আচারের ৷ এবার কিছু মশলাদার এবং টক স্বাদের চেষ্টা করুন । ভাজা চানা ডাল, চিনাবাদাম, মুচমুচে ভাত এবং নোনতা সেভে আমচুর গুঁড়ো, বিটনুন এবং সামান্য সরর্ষের তেল মিশিয়ে দিন । আমচুরের টক স্বাদ এবং সরিষার স্বাদের মিশ্রণ এটিকে অনন্য এবং সুস্বাদু করে তোলে ।

কিউই এবং পুদিনার পানীয়: মিষ্টি এবং খাবারের পাশাপাশি অতিথিদের জন্য সতেজ কিছু প্রয়োজন । এই নন-অ্যালকোহলযুক্ত মকটেল আপনার দীপাবলি পার্টির মেনু সম্পূর্ণ করবে । একটি সতেজ পানীয়ের জন্য তাজা কিউই পাল্প, পুদিনা পাতা, সামান্য লেবুর রস এবং ঠান্ডা সোডা মিশিয়ে পরিবেশন করুন ।

  1. পুজোর আগে পা হবে একদম ট্যান ফ্রি ! ব্যবহার করুন এই জিনিস, সমস্ত সমস্যা দূর করবে
  2. এই উপায়ে শসা ব্যবহার করুন, পুজোর আগেই পাবেন উজ্জ্বল ত্বক
  3. এবার পুজোয় অতিথি আপ্যায়নে পাতে থাকুক ধাবা স্টাইল আলুর দম, রইল রেসিপি