ETV Bharat / lifestyle

টেডি ডে-এর গিফট এখনও কী দেবেন ভাবছেন ? এখানে রইল উপহারের সেরা তালিকা - TEDDY DAY 2025 GIFT

টেডি ডে তে ভাবছেন বান্ধবীকে কী উপহার দেবেন ? এমনও হতে পারে আপনার বান্ধবী সফ্ট খেলনা পছন্দ করেন না, তাহলে কী উপহার দেওয়া উচিত ?

Teddy Day News
টেডি ডে (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 9, 2025, 8:01 AM IST

ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসের সূচনা হয় ৷ যা ভালোবাসা সপ্তাহের শুরু ৷ ভ্যালেন্টাইন্স সপ্তাহের চতুর্থ দিনে টেডি ডে পালিত হয় । এই দিনে, বেশিরভাগ মানুষই তাদের সঙ্গীদের বিশেষ অনূভুতি সেলিব্রেশনে ব্যস্ত থাকে ৷ কিন্তু অনেকেই আছেন যারা এখনও ভাবছেন তাদের ভালোবাসার মানুষটিকে কী উপহার দেবেন ৷

যেহেতু টেডি ডে তে আপনি কি ভাবছেন আপনার প্রেমিকা বা সঙ্গীকে কী উপহার দেবেন ? অথবা এমনও হতে পারে যে আপনার বান্ধবী সফ্ট খেলনা পছন্দ করেন না ৷ তাহলে এমন ক্ষেত্রে তাকে কী উপহার দেওয়া উচিত ? সেই দিনগুলি আর নেই । যদি আপনি এখনও কিছু না কিনে থাকেন, তাহলে এই প্রতিবেদনে পেতে পারেন কিছু আইডিয়া যে উপহারে আপনার সঙ্গীকে খুশি করতে পারেন ৷ জেনে নিন, সেগুলি কী কী ?

Chocolate
চকলেট (ETV Bharat)

চকলেট: আপনি হয়তো একদিন আগে চকলেট ডে উদযাপন করেছেন কিন্তু চকলেট সবারই প্রিয় ৷ তাহলে উপহার দেওয়ার জন্য শুধু একটা দিন কীভাবে থাকতে পারে ? যদি সেও চকলেট পছন্দ করে, তাহলে এই উপহারে হতাশ হবে না ৷ আপনার সঙ্গী খুশি হবে ৷ এছাড়াও চকলেটের রয়েছে বহুগুণ ৷ এটি খুশি করার পাশাপাশি স্বাস্থ্যকরও বটে ৷ আপনি ডার্ক চকলেটও দিতে পারেন ৷ তে ফ্লাভানল পাওয়া যায় ৷ যা নিউরোপ্লাস্টিসিটি বাড়াতে সাহায্য করে ৷ ফলে মস্তিষ্কের কোষগুলি সুস্থ থাকে এবং ডিমেনশিয়ার মতো রোগ প্রতিরোধে সাহায্য করে । এতে অ্যান্টি-অক্সিডেন্টও পাওয়া যায় ৷ যা স্বাস্থ্যের দিক থেকে খুবই উপকারী । অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি প্রতিরোধ করতেও সাহায্য করে ।

Perfume
পারউফিউম (Freepik)

পারফিউম: আপনার সঙ্গীকে একটি রুচিসম্মত উপহার দিতে চান ? তাহলে সুগন্ধির চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না । সঠিক সুগন্ধি অর্থাৎ তাদের পছন্দের গন্ধ নির্বাচন করা অবশ্যই একটি কঠিন কাজ ৷ পারফিউম একটা পছন্দের উপহার ৷ অবশ্যই এই উপহার পেয়ে আপনার সঙ্গী খুশি হবেন ৷

Teddy Day 2025
ড্রেস (Freepik)

ড্রেশ ও শাড়ি: উপহার হিসেবে নতুন পোশাক কে না পছন্দ করে ? তাদের কেনাকাটা করতে নিয়ে যান এবং তাদের পছন্দের সুন্দর পোশাক কিনে দিন । তারপর তাদের মুখে একটা বড় হাসি দেখার জন্য প্রস্তুত হন ।

Teddy Day 2025
শাড়ি (Freepik)

এছাড়াও আপনি চাইলে সারপ্রাইজভাবে কোনও শাড়ি উপহার দিতে পারেন ৷ শাড়ি সব মহিলাই পছন্দ করেন এবং এর সঙ্গে ম্যাচ করে জুয়েলারী সেরা উপহার হবে ৷

Book
বই (Freepik)

বই: বাজারে এখন নানা ধরনের বই পাওয়া যায় ৷ আপনি অনলাইনে অথবা বইয়ের দোকানে সব ধরণের বই খুঁজে পেতে পারেন । যদি আপনার সঙ্গী বই পড়তে পছন্দ করেন, তাহলে তিনি এই উপহারটি পেয়ে খুশি হবেন । আপনার প্রতি ভালোবাসা প্রকাশ হবে ৷

Teddy Day 2025
গয়না (Freepik)

জুয়েলারি: আপনি এমন কোনও উপহার দিতে চান যা সবসময় মনে রাখার মতো ৷ তাহলে জুয়েলারি গিফট করা সেরা বিকল্প ৷ এরজন্য সবসময় পড়ে থাকার মতো আংটি বা কানের দুল কিনতে পারেন ৷ এটি সবসময় আপনাকে মনে পড়বে ৷ এতে সঙ্গীও খুশি হবেন ৷

ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসের সূচনা হয় ৷ যা ভালোবাসা সপ্তাহের শুরু ৷ ভ্যালেন্টাইন্স সপ্তাহের চতুর্থ দিনে টেডি ডে পালিত হয় । এই দিনে, বেশিরভাগ মানুষই তাদের সঙ্গীদের বিশেষ অনূভুতি সেলিব্রেশনে ব্যস্ত থাকে ৷ কিন্তু অনেকেই আছেন যারা এখনও ভাবছেন তাদের ভালোবাসার মানুষটিকে কী উপহার দেবেন ৷

যেহেতু টেডি ডে তে আপনি কি ভাবছেন আপনার প্রেমিকা বা সঙ্গীকে কী উপহার দেবেন ? অথবা এমনও হতে পারে যে আপনার বান্ধবী সফ্ট খেলনা পছন্দ করেন না ৷ তাহলে এমন ক্ষেত্রে তাকে কী উপহার দেওয়া উচিত ? সেই দিনগুলি আর নেই । যদি আপনি এখনও কিছু না কিনে থাকেন, তাহলে এই প্রতিবেদনে পেতে পারেন কিছু আইডিয়া যে উপহারে আপনার সঙ্গীকে খুশি করতে পারেন ৷ জেনে নিন, সেগুলি কী কী ?

Chocolate
চকলেট (ETV Bharat)

চকলেট: আপনি হয়তো একদিন আগে চকলেট ডে উদযাপন করেছেন কিন্তু চকলেট সবারই প্রিয় ৷ তাহলে উপহার দেওয়ার জন্য শুধু একটা দিন কীভাবে থাকতে পারে ? যদি সেও চকলেট পছন্দ করে, তাহলে এই উপহারে হতাশ হবে না ৷ আপনার সঙ্গী খুশি হবে ৷ এছাড়াও চকলেটের রয়েছে বহুগুণ ৷ এটি খুশি করার পাশাপাশি স্বাস্থ্যকরও বটে ৷ আপনি ডার্ক চকলেটও দিতে পারেন ৷ তে ফ্লাভানল পাওয়া যায় ৷ যা নিউরোপ্লাস্টিসিটি বাড়াতে সাহায্য করে ৷ ফলে মস্তিষ্কের কোষগুলি সুস্থ থাকে এবং ডিমেনশিয়ার মতো রোগ প্রতিরোধে সাহায্য করে । এতে অ্যান্টি-অক্সিডেন্টও পাওয়া যায় ৷ যা স্বাস্থ্যের দিক থেকে খুবই উপকারী । অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি প্রতিরোধ করতেও সাহায্য করে ।

Perfume
পারউফিউম (Freepik)

পারফিউম: আপনার সঙ্গীকে একটি রুচিসম্মত উপহার দিতে চান ? তাহলে সুগন্ধির চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না । সঠিক সুগন্ধি অর্থাৎ তাদের পছন্দের গন্ধ নির্বাচন করা অবশ্যই একটি কঠিন কাজ ৷ পারফিউম একটা পছন্দের উপহার ৷ অবশ্যই এই উপহার পেয়ে আপনার সঙ্গী খুশি হবেন ৷

Teddy Day 2025
ড্রেস (Freepik)

ড্রেশ ও শাড়ি: উপহার হিসেবে নতুন পোশাক কে না পছন্দ করে ? তাদের কেনাকাটা করতে নিয়ে যান এবং তাদের পছন্দের সুন্দর পোশাক কিনে দিন । তারপর তাদের মুখে একটা বড় হাসি দেখার জন্য প্রস্তুত হন ।

Teddy Day 2025
শাড়ি (Freepik)

এছাড়াও আপনি চাইলে সারপ্রাইজভাবে কোনও শাড়ি উপহার দিতে পারেন ৷ শাড়ি সব মহিলাই পছন্দ করেন এবং এর সঙ্গে ম্যাচ করে জুয়েলারী সেরা উপহার হবে ৷

Book
বই (Freepik)

বই: বাজারে এখন নানা ধরনের বই পাওয়া যায় ৷ আপনি অনলাইনে অথবা বইয়ের দোকানে সব ধরণের বই খুঁজে পেতে পারেন । যদি আপনার সঙ্গী বই পড়তে পছন্দ করেন, তাহলে তিনি এই উপহারটি পেয়ে খুশি হবেন । আপনার প্রতি ভালোবাসা প্রকাশ হবে ৷

Teddy Day 2025
গয়না (Freepik)

জুয়েলারি: আপনি এমন কোনও উপহার দিতে চান যা সবসময় মনে রাখার মতো ৷ তাহলে জুয়েলারি গিফট করা সেরা বিকল্প ৷ এরজন্য সবসময় পড়ে থাকার মতো আংটি বা কানের দুল কিনতে পারেন ৷ এটি সবসময় আপনাকে মনে পড়বে ৷ এতে সঙ্গীও খুশি হবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.