হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচী । পুরাণ অনুসারে, দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল । সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ । সেগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর যোনি । তাই সেই অঞ্চল যোনিপীঠ নামেও খ্যাত ।
অম্বুবাচী কথাটির অর্থ হল জলবৃদ্ধি । মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে সূর্য গমন করতে শুরু হয় অম্বুবাচী । তিন দিন ধরে চলে এই দশা । এই সময় মাতা ধরিত্রীর ঋতুমতী দশা চলে । কামাখ্যায় এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয় । এটি পালনের অনেক নিয়ম থাকে ৷
জ্যোতিষী রাহুল দে বলেন, "এই অম্বুবাচীর সময় শুরু হচ্ছে 22 জুন রবিবার, দুপুর 2টো বেজে 57 মিনিট থেকে ৷ শেষ হচ্ছে 25 জুন বুধবার রাত 3টে 21 মিনিটে ৷"

জ্যোতিষী আরও জানান, এইদিন কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন ৷ এটি চলাকালীন কয়েকটা জিনিসের মনে রাখার কথা জানিয়েছেন ৷ জিনি বলেন, "এইসময় আম এবং দুধ অবশ্যই খাবেন ৷ এইসময় বিধোবা মানুষদের ফল মিষ্টি দান করা ভালো এতে আশীর্বাদ পাওয়া যায় ৷ এইসময় গুরুনাম অথবা ইস্টোদেবতা জপ করবেন ৷ অবশ্যই এইসময় দেবীর মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখবেন ৷ এতে বাড়িতে শান্তি বজায় থাকবে ৷ সবথেকে গুরুত্বপূর্ণ হল শাঁখ, ঘণ্টা এইসময় বাজানো উচিত নয় ৷"
মনের ইচ্ছা পূরণ করতে কী করবেন ?
জ্যোতিষী জানান, অম্বুবাচী চলাকালীন আপনি ব্রাহ্মণকে খাওয়ান । আপনার মনের ইচ্ছা পূরণ হবে ।
অম্বুবাচীর সময় আপনি তিনজন দারিদ্র ব্যক্তিকে ফল দান করতে পারেন, যা কিন্তু অত্যন্ত শুভ ।
এই সময় আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগাতে পারেন ।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অম্বুবাচীর সময় আপনি প্রত্যেকদিন আম, দুধ খেতে পারেন । যা খুব ভালো বলে মনে করা হয় ।
অম্বুবাচী যাঁরা পালন করেন তাঁদেরকে ফলাহার করবার জন্য অর্থ দান করতে পারেন । অথবাবা ফল দানও করতে পারেন ।
এছাড়াও, অনেকেই মনে করেন ঠিক যেমন ঋতুকাল কাটার পরই সন্তান ধারণে সক্ষম হন নারীরা তেমনই অম্বুবাচীর পরবর্তীকালও ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময় ।
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)