ETV Bharat / international

পাকিস্তানের কাছে হেরে গেল ভারত ! লজ্জা বাড়াল হ্যাপিনেস রিপোর্ট - WORLD HAPPINESS INDEX 2025

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের ব়্যাংকিংয়ে উন্নতি হলেও লজ্জা বাড়ল ভারতের ৷ সুখী দেশের তালিকায় পাকিস্তানের চেয়ে 9 ধাপ নিচে রয়েছে ভারত ৷

World Happiness Report 2025
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 21, 2025 at 4:08 PM IST

Updated : March 21, 2025 at 4:19 PM IST

2 Min Read

হেলসিঙ্কি, 21 মার্চ: প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025’ (World Happiness Report 2025) ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বিশ্বের ‘সুখী’ দেশের তালিকায় শীর্ষে রয়েছে নর্ডিক দেশগুলি । টানা আটবার বিশ্বের ‘সুখীতম’ দেশের তকমা পেয়েছে ফিনল্যান্ড ৷ এছাড়াও ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনও শীর্ষ চারেই রয়েছে ৷

ব়়্যাংকিংয়ে উঠলেও পাকিস্তানের নীচে ভারত...

সদ্য প্রকাশিত এই রিপোর্টে ভারতের স্থান 118 ৷ রাষ্ট্রসংঘের উন্নয়ন সমাধান নেটওয়ার্ক এবং একটি স্বাধীন সম্পাদকীয় বোর্ড গ্যালাপের সঙ্গে এই রিপোর্টটি প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার (World Happiness Index 2025) । সেখানেই দেখা যাচ্ছে, ভারতের থেকে ‘সুখী’ দেশ পাকিস্তান ৷ তালিকায় পড়শি দেশের স্থান হয়েছে 109 নম্বরে ৷

world-happiness-index-2025
পাকিস্তানের কাছে হেরে গেল ভারত (AP)

2024 সালের এই রিপোর্টে ভারত ছিল 126 নম্বরে ৷ চলতি বছর আট ধাপ উঠলেও এশিয়ার দেশগুলির মধ্যে অনেকটাই পিছিয়ে বিশ্বের বৃহত্তম ‘গণতন্ত্র’ ৷ গতবছর পাকিস্তান ছিল 108 নম্বরে ৷ এবছর তারা এক ধাপ নেমে গিয়েছে ৷ যদিও ভারতের থেকে উপরেই রয়েছে ৷ শুধু পাকিস্তানই নয়, তালিকায় ভারতের উপরে স্থান পেয়েছে সৌদি আরব (32), চিন (68), নেপাল (92), ইরান (99), ইরাক (101) ৷ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান ক্রমাগত ওঠানামা করেছে । 2012 সালে ভারতের সর্বনিম্ন অবস্থান ছিল 144 ৷ 2022 সালে সর্বোচ্চ 94 নম্বর স্থান অর্জন করে ।

world-happiness-index-2025
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 (AP)

এশিয়ার দেশগুলির অবস্থান কী ?

দেশব়্যাংক
সৌদি আরব32
ভিয়েতনাম46
চিন68
নেপাল92
ইরান99
ইরাক101
পাকিস্তান 109
ভারত118
মায়ানমার126
শ্রীলঙ্কা133
বাংলাদেশ134
আফগানিস্তান 147

অন্যদিকে, টানা আটবার বিশ্বের ‘সুখীতম’ দেশের তকমা পেল ফিনল্যান্ড ৷ শীর্ষ চারে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেন ৷ যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বনিম্ন র‍্যাঙ্কিং 24তম স্থানে নেমে গিয়েছে ৷ ইংল্যান্ড নেমে এসেছে 23তম স্থানে, যা 2017 সালের পর তাদের জন্য সর্বনিম্ন ৷ 2025 সালের এই রিপোর্টে সুখকে প্রভাবিত করে এমন ছ’টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়েছে ৷ সামাজিক সহায়তা, মাথাপিছু জিডিপি, স্বাস্থ্যের আয়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির ধারণা । গবেষণায় 147টি দেশের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক আবেগের প্রকোপও বিশ্লেষণ করা হয়েছে ।

world-happiness-index-2025
সুখীতম দেশ ফিনল্যান্ড (AP)

উল্লেখযোগ্যভাবে, ভারত সামাজিক সমর্থনের ক্ষেত্রে ভালো পয়েন্ট পেয়েছে ৷ যা দেশের বিশাল জনসংখ্যা, দৃঢ় সম্প্রদায়ের বন্ধন এবং বর্ধিত পরিবারের একসঙ্গে বসবাসের সাধারণ অভ্যাস থেকে আসে । তবে ভারতের সর্বনিম্ন স্কোর স্বাধীনতার বিষয়ে ৷

দেখুন

এই রিপোর্টে শীর্ষে রয়েছে মূলত পশ্চিমের দেশগুলি, বিশেষ করে ইউরোপের দেশগুলি । কোস্টারিকা এবং মেক্সিকো উল্লেখযোগ্যভাবে ভালো করেছে ৷ দু’দেশ যথাক্রমে ষষ্ঠ এবং দশম স্থান দখল করেছে । তালিকার সবার শেষে রয়েছে আফগানিস্তান ৷

আরও পড়ুন

হেলসিঙ্কি, 21 মার্চ: প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025’ (World Happiness Report 2025) ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বিশ্বের ‘সুখী’ দেশের তালিকায় শীর্ষে রয়েছে নর্ডিক দেশগুলি । টানা আটবার বিশ্বের ‘সুখীতম’ দেশের তকমা পেয়েছে ফিনল্যান্ড ৷ এছাড়াও ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনও শীর্ষ চারেই রয়েছে ৷

ব়়্যাংকিংয়ে উঠলেও পাকিস্তানের নীচে ভারত...

সদ্য প্রকাশিত এই রিপোর্টে ভারতের স্থান 118 ৷ রাষ্ট্রসংঘের উন্নয়ন সমাধান নেটওয়ার্ক এবং একটি স্বাধীন সম্পাদকীয় বোর্ড গ্যালাপের সঙ্গে এই রিপোর্টটি প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার (World Happiness Index 2025) । সেখানেই দেখা যাচ্ছে, ভারতের থেকে ‘সুখী’ দেশ পাকিস্তান ৷ তালিকায় পড়শি দেশের স্থান হয়েছে 109 নম্বরে ৷

world-happiness-index-2025
পাকিস্তানের কাছে হেরে গেল ভারত (AP)

2024 সালের এই রিপোর্টে ভারত ছিল 126 নম্বরে ৷ চলতি বছর আট ধাপ উঠলেও এশিয়ার দেশগুলির মধ্যে অনেকটাই পিছিয়ে বিশ্বের বৃহত্তম ‘গণতন্ত্র’ ৷ গতবছর পাকিস্তান ছিল 108 নম্বরে ৷ এবছর তারা এক ধাপ নেমে গিয়েছে ৷ যদিও ভারতের থেকে উপরেই রয়েছে ৷ শুধু পাকিস্তানই নয়, তালিকায় ভারতের উপরে স্থান পেয়েছে সৌদি আরব (32), চিন (68), নেপাল (92), ইরান (99), ইরাক (101) ৷ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান ক্রমাগত ওঠানামা করেছে । 2012 সালে ভারতের সর্বনিম্ন অবস্থান ছিল 144 ৷ 2022 সালে সর্বোচ্চ 94 নম্বর স্থান অর্জন করে ।

world-happiness-index-2025
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 (AP)

এশিয়ার দেশগুলির অবস্থান কী ?

দেশব়্যাংক
সৌদি আরব32
ভিয়েতনাম46
চিন68
নেপাল92
ইরান99
ইরাক101
পাকিস্তান 109
ভারত118
মায়ানমার126
শ্রীলঙ্কা133
বাংলাদেশ134
আফগানিস্তান 147

অন্যদিকে, টানা আটবার বিশ্বের ‘সুখীতম’ দেশের তকমা পেল ফিনল্যান্ড ৷ শীর্ষ চারে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেন ৷ যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বনিম্ন র‍্যাঙ্কিং 24তম স্থানে নেমে গিয়েছে ৷ ইংল্যান্ড নেমে এসেছে 23তম স্থানে, যা 2017 সালের পর তাদের জন্য সর্বনিম্ন ৷ 2025 সালের এই রিপোর্টে সুখকে প্রভাবিত করে এমন ছ’টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়েছে ৷ সামাজিক সহায়তা, মাথাপিছু জিডিপি, স্বাস্থ্যের আয়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির ধারণা । গবেষণায় 147টি দেশের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক আবেগের প্রকোপও বিশ্লেষণ করা হয়েছে ।

world-happiness-index-2025
সুখীতম দেশ ফিনল্যান্ড (AP)

উল্লেখযোগ্যভাবে, ভারত সামাজিক সমর্থনের ক্ষেত্রে ভালো পয়েন্ট পেয়েছে ৷ যা দেশের বিশাল জনসংখ্যা, দৃঢ় সম্প্রদায়ের বন্ধন এবং বর্ধিত পরিবারের একসঙ্গে বসবাসের সাধারণ অভ্যাস থেকে আসে । তবে ভারতের সর্বনিম্ন স্কোর স্বাধীনতার বিষয়ে ৷

দেখুন

এই রিপোর্টে শীর্ষে রয়েছে মূলত পশ্চিমের দেশগুলি, বিশেষ করে ইউরোপের দেশগুলি । কোস্টারিকা এবং মেক্সিকো উল্লেখযোগ্যভাবে ভালো করেছে ৷ দু’দেশ যথাক্রমে ষষ্ঠ এবং দশম স্থান দখল করেছে । তালিকার সবার শেষে রয়েছে আফগানিস্তান ৷

আরও পড়ুন

Last Updated : March 21, 2025 at 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.