ETV Bharat / international

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভান্সের স্ত্রী ঊষা ভারতীয় বংশোদ্ভূত - Usha Chilukuri Vance

Usha Chilukuri Vance: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট প্রার্থিপদের জন্য জেডি ভান্সের নাম ঘোষণা করেছেন ৷ জেডি ভান্সের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ৷ তাঁর নাম ঊষা চিলুকুড়ি ভান্স ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 1:48 PM IST

ETV BHARAT
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভান্সের স্ত্রী ঊষা ভারতীয় বংশোদ্ভূত (ছবি: এপি)

হায়দরাবাদ, 16 জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম । সোমবার মিলওয়াকিতে দলের জাতীয় সম্মেলনের সব প্রতিনিধি তাঁর প্রার্থিপদকে সমর্থন করেন । একইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ওহায়োর সেনেটর জেডি ভান্সের নাম ঘোষণা করেন ট্রাম্প ৷ জেডি ভান্সের স্ত্রী ঊষা চিলুকুড়ি ভারতীয় বংশোদ্ভূত ৷

জেডি ভান্স আমেরিকার মেরিন কর্পসে কাজ করেছেন । ওহায়ো স্টেট ইউনিভার্সিটি এবং ইয়েল ল ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক । তিনি ইয়েল ল জার্নালের সম্পাদক । তাঁর বই 'হিলবিলি এলিজি' একটি বেস্টসেলার এবং এটির একটি চলচ্চিত্রও হয়েছে । প্রযুক্তি ও আর্থিক ক্ষেত্রেও তিনি একজন সফল ব্যবসায়ী । 39 বছর বয়সি ভান্স 2022 সালে মার্কিন সেনেটে নির্বাচিত হন । প্রথমে তিনি ট্রাম্পের নীতির সমালোচনা করতেন এবং অবশেষে ট্রাম্পের অনুগত হন ৷

জেডি ভান্সের স্ত্রী ঊষা চিলুকুড়ি ভান্স ভারতীয় বংশোদ্ভূত ৷ তাঁর বাবা-মা ভারত থেকে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন । ঊষা চিলুকুড়ি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি করেছেন । তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন । দীর্ঘদিন আইনি বিভাগে কাজ করেছেন তিনি । সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জন রবার্টস এবং বিচারপতি ব্রেট কেভানার অধীনেও কাজ করেছেন ৷

ঊষা চিলুকুড়ি ভান্স ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন । দুর্দান্ত অ্যাকাডেমিক কেরিয়ারের সৌজন্যে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রযুক্তি জার্নালের ম্য়ানেজিং এডিটর এবং ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভলপমেন্ট এডিটর হিসাবে কাজ করেছেন । তিনি চার বছর ধরে একই বিশ্ববিদ্যালয়ে অনেক প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ।

পরে তিনি গেটস ফেলো হিসাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান । সেখানে তিনি বামপন্থী এবং উদারপন্থী দলগুলির সঙ্গে কাজ করেছেন । 2015 সাল থেকে তিনি আইন সংস্থা মুঙ্গের, টোলস ওসলান-এ কর্পোরেট মামলাকারী হিসাবে কাজ করছেন ৷ 2014 সালে তিনি ডেমোক্রেটিক পার্টির কর্মী হিসাবে কাজ করা শুরু করেন ৷

ঊষা ও জেডি ভান্সের প্রথম দেখা হয় ইয়েল ল স্কুলে । তাঁরা 2014 সালে কেন্টাকিতে বিয়ে করেন । উল্লেখ্য, তাঁরা হিন্দু রীতিতে বিয়ে করেছেন । তাঁদের তিনটি সন্তান রয়েছে । ঊষা তাঁর স্বামীর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । রাজনৈতিকভাবে, তিনি অনেক দিক দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন । হিলবিলি এলিজি লিখতে তাঁকে সহায়তা করেছেন । জেডি ভান্স ওহায়ো সেনেটর হওয়ার সময় প্রচারাভিযানের মূল দায়িত্ব পালন করেন তাঁর স্ত্রী ঊষা । গত মাসে ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট পদে তাঁর স্বামীর প্রার্থিপদ নিয়ে অনিশ্চয়তা ছিল ।

হায়দরাবাদ, 16 জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম । সোমবার মিলওয়াকিতে দলের জাতীয় সম্মেলনের সব প্রতিনিধি তাঁর প্রার্থিপদকে সমর্থন করেন । একইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ওহায়োর সেনেটর জেডি ভান্সের নাম ঘোষণা করেন ট্রাম্প ৷ জেডি ভান্সের স্ত্রী ঊষা চিলুকুড়ি ভারতীয় বংশোদ্ভূত ৷

জেডি ভান্স আমেরিকার মেরিন কর্পসে কাজ করেছেন । ওহায়ো স্টেট ইউনিভার্সিটি এবং ইয়েল ল ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক । তিনি ইয়েল ল জার্নালের সম্পাদক । তাঁর বই 'হিলবিলি এলিজি' একটি বেস্টসেলার এবং এটির একটি চলচ্চিত্রও হয়েছে । প্রযুক্তি ও আর্থিক ক্ষেত্রেও তিনি একজন সফল ব্যবসায়ী । 39 বছর বয়সি ভান্স 2022 সালে মার্কিন সেনেটে নির্বাচিত হন । প্রথমে তিনি ট্রাম্পের নীতির সমালোচনা করতেন এবং অবশেষে ট্রাম্পের অনুগত হন ৷

জেডি ভান্সের স্ত্রী ঊষা চিলুকুড়ি ভান্স ভারতীয় বংশোদ্ভূত ৷ তাঁর বাবা-মা ভারত থেকে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন । ঊষা চিলুকুড়ি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি করেছেন । তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন । দীর্ঘদিন আইনি বিভাগে কাজ করেছেন তিনি । সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জন রবার্টস এবং বিচারপতি ব্রেট কেভানার অধীনেও কাজ করেছেন ৷

ঊষা চিলুকুড়ি ভান্স ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন । দুর্দান্ত অ্যাকাডেমিক কেরিয়ারের সৌজন্যে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রযুক্তি জার্নালের ম্য়ানেজিং এডিটর এবং ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভলপমেন্ট এডিটর হিসাবে কাজ করেছেন । তিনি চার বছর ধরে একই বিশ্ববিদ্যালয়ে অনেক প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ।

পরে তিনি গেটস ফেলো হিসাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান । সেখানে তিনি বামপন্থী এবং উদারপন্থী দলগুলির সঙ্গে কাজ করেছেন । 2015 সাল থেকে তিনি আইন সংস্থা মুঙ্গের, টোলস ওসলান-এ কর্পোরেট মামলাকারী হিসাবে কাজ করছেন ৷ 2014 সালে তিনি ডেমোক্রেটিক পার্টির কর্মী হিসাবে কাজ করা শুরু করেন ৷

ঊষা ও জেডি ভান্সের প্রথম দেখা হয় ইয়েল ল স্কুলে । তাঁরা 2014 সালে কেন্টাকিতে বিয়ে করেন । উল্লেখ্য, তাঁরা হিন্দু রীতিতে বিয়ে করেছেন । তাঁদের তিনটি সন্তান রয়েছে । ঊষা তাঁর স্বামীর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । রাজনৈতিকভাবে, তিনি অনেক দিক দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন । হিলবিলি এলিজি লিখতে তাঁকে সহায়তা করেছেন । জেডি ভান্স ওহায়ো সেনেটর হওয়ার সময় প্রচারাভিযানের মূল দায়িত্ব পালন করেন তাঁর স্ত্রী ঊষা । গত মাসে ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট পদে তাঁর স্বামীর প্রার্থিপদ নিয়ে অনিশ্চয়তা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.