ETV Bharat / international

পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শনি'তে ! - US TO HOLD DIRECT TALKS WITH IRAN

ইরানের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ায় আমেরিকার পাশে দাঁড়ান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ তাঁর কথায়, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চান তাঁরা ৷

US TO HOLD DIRECT TALKS WITH IRAN
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা চায় আমেরিকা (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 8, 2025 at 2:56 PM IST

Updated : April 8, 2025 at 4:01 PM IST

3 Min Read

ওয়াশিংটন, 8 এপ্রিল: পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা চায় ওয়াশিংটন ! শনিবার সরাসরি ইরানের সঙ্গে বৈঠকে বসবে আমেরিকা ৷ সোমবার এ কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আলোচনা সফল না-হলে 'বড় বিপদে' পড়বে ইরান ৷ এমন হুঁশিয়ারিও দেন তিনি ৷

পরমাণু-কর্মসূচি থেকে বেরিয়ে না-এলে ইরানের উপর বোমা ফেলা হবে বলে দিন কয়েক আগে হুঁশিয়ারি দেন আমেরিকার প্রথম নাগরিক ৷ তবে এবার চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি বৈঠক করতে হবে তেহরানকে ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে ট্রাম্প বলেন, "তেহরান কোনও মতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ৷ এই বিষয়ে আমরা সরাসরি তাদের সঙ্গে বোঝাপড়া করছি ৷ খুব শীঘ্রই এই বিষয়ে চুক্তিবদ্ধ হবে দুই দেশ ৷"

US TO HOLD DIRECT TALKS WITH IRAN
আলোচনার আহ্বান জানিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে চিঠি পাঠান ট্রাম্প (এপি)

2018 সালে ইরানের সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনা থেকে বেরিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তারপর থেকে এই বিষয়ে দু'দেশের মধ্যে পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে ৷ যদিও, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি হন তিনি ৷ মার্চের শুরুতে এই বিষয়ে আলোচনার জন্য ইরানের শীর্ষ নেতাকে চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ৷ চিঠিতে, পরমাণু চুক্তিতে সম্মতি জানানোর জন্য সময়সীমাও বেঁধে দেন ট্রাম্প ৷ কিন্তু, ইরানের দাবি এভাবে চাপের বাতাবরণে তারা কোনও আলোচনা করবে না ৷

এদিন, এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পরমাণু কর্মসূচি নিয়ে ইরান সামঝোতায় না-এলে বড় বিপদে পড়বে ৷ আলোচনা সফল না-হলে ইরানের জন্য সেটা মোটেই ভালো হবে না ৷ খুব খারাপ দিন আসতে চলেছে ইরানের ৷"

উল্লেখ্য, আমেরিকার পাশাপাশি একাধিক দেশ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করছে ৷ যদিও বিষয়টি বারবার অস্বীকার করেছে তেহরান ৷ এই আবহে রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার পক্ষে সুর চড়াতে শুরু করেন ট্রাম্প ৷ এমনকী, গত 12 মার্চ এই বিষয়ে সরাসরি আলোচনায় আহ্বান জানিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে চিঠি লেখেন ট্রাম্প ৷ তবে, সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার জানান, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনও আলোচনায় তাঁরা বসবেন না ৷ পরোক্ষ আলোচনায় রাজি তাঁরা ৷

US TO HOLD DIRECT TALKS WITH IRAN
আমেরিকার পাশে ইজরায়েল (এপি)

এদিকে, আলোচনায় কোনও মধ্যস্থতাকারীকে চাননা বলে জানান ট্রাম্প ৷ বরং মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পরমাণু চুক্তিতে সম্মতি না-জানালে ইরানের উপর বোমা নিক্ষেপ করা হবে ৷ তাতেও কাজ না-হলে বিকল্প ব্যবস্থা হিসেবে শুল্ক বাড়ানো হবে বলে জানান তিনি ৷ এদিনও সেই একই কথা বলেন ট্রাম্প ৷ এদিন তাঁর বক্তব্যে সহমত জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

উল্লেখ্য, গাজা-ইজরায়েল যুদ্ধে প্রথম থেকে হামাস, লেবাননের চরমপন্থী সংগঠন হিজবুল্লা এবং ইয়েমেনের হাউতি গোষ্ঠীকে সমর্থন জানিয়েছে ইরান ৷ নেতানিয়াহুর মতে, "এই আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে ৷ তবে, যাইহোক না কেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা কোনও মতেই তুলে দেওয়া সম্ভব নয় ৷"

পড়ুন: আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সরাসরি কোনও আলোচনা নয়, সাফ জানাল ইরান

ওয়াশিংটন, 8 এপ্রিল: পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা চায় ওয়াশিংটন ! শনিবার সরাসরি ইরানের সঙ্গে বৈঠকে বসবে আমেরিকা ৷ সোমবার এ কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আলোচনা সফল না-হলে 'বড় বিপদে' পড়বে ইরান ৷ এমন হুঁশিয়ারিও দেন তিনি ৷

পরমাণু-কর্মসূচি থেকে বেরিয়ে না-এলে ইরানের উপর বোমা ফেলা হবে বলে দিন কয়েক আগে হুঁশিয়ারি দেন আমেরিকার প্রথম নাগরিক ৷ তবে এবার চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি বৈঠক করতে হবে তেহরানকে ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে ট্রাম্প বলেন, "তেহরান কোনও মতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ৷ এই বিষয়ে আমরা সরাসরি তাদের সঙ্গে বোঝাপড়া করছি ৷ খুব শীঘ্রই এই বিষয়ে চুক্তিবদ্ধ হবে দুই দেশ ৷"

US TO HOLD DIRECT TALKS WITH IRAN
আলোচনার আহ্বান জানিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে চিঠি পাঠান ট্রাম্প (এপি)

2018 সালে ইরানের সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনা থেকে বেরিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তারপর থেকে এই বিষয়ে দু'দেশের মধ্যে পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে ৷ যদিও, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি হন তিনি ৷ মার্চের শুরুতে এই বিষয়ে আলোচনার জন্য ইরানের শীর্ষ নেতাকে চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ৷ চিঠিতে, পরমাণু চুক্তিতে সম্মতি জানানোর জন্য সময়সীমাও বেঁধে দেন ট্রাম্প ৷ কিন্তু, ইরানের দাবি এভাবে চাপের বাতাবরণে তারা কোনও আলোচনা করবে না ৷

এদিন, এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পরমাণু কর্মসূচি নিয়ে ইরান সামঝোতায় না-এলে বড় বিপদে পড়বে ৷ আলোচনা সফল না-হলে ইরানের জন্য সেটা মোটেই ভালো হবে না ৷ খুব খারাপ দিন আসতে চলেছে ইরানের ৷"

উল্লেখ্য, আমেরিকার পাশাপাশি একাধিক দেশ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করছে ৷ যদিও বিষয়টি বারবার অস্বীকার করেছে তেহরান ৷ এই আবহে রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার পক্ষে সুর চড়াতে শুরু করেন ট্রাম্প ৷ এমনকী, গত 12 মার্চ এই বিষয়ে সরাসরি আলোচনায় আহ্বান জানিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে চিঠি লেখেন ট্রাম্প ৷ তবে, সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার জানান, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনও আলোচনায় তাঁরা বসবেন না ৷ পরোক্ষ আলোচনায় রাজি তাঁরা ৷

US TO HOLD DIRECT TALKS WITH IRAN
আমেরিকার পাশে ইজরায়েল (এপি)

এদিকে, আলোচনায় কোনও মধ্যস্থতাকারীকে চাননা বলে জানান ট্রাম্প ৷ বরং মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পরমাণু চুক্তিতে সম্মতি না-জানালে ইরানের উপর বোমা নিক্ষেপ করা হবে ৷ তাতেও কাজ না-হলে বিকল্প ব্যবস্থা হিসেবে শুল্ক বাড়ানো হবে বলে জানান তিনি ৷ এদিনও সেই একই কথা বলেন ট্রাম্প ৷ এদিন তাঁর বক্তব্যে সহমত জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

উল্লেখ্য, গাজা-ইজরায়েল যুদ্ধে প্রথম থেকে হামাস, লেবাননের চরমপন্থী সংগঠন হিজবুল্লা এবং ইয়েমেনের হাউতি গোষ্ঠীকে সমর্থন জানিয়েছে ইরান ৷ নেতানিয়াহুর মতে, "এই আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে ৷ তবে, যাইহোক না কেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা কোনও মতেই তুলে দেওয়া সম্ভব নয় ৷"

পড়ুন: আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সরাসরি কোনও আলোচনা নয়, সাফ জানাল ইরান
Last Updated : April 8, 2025 at 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.