ETV Bharat / international

প্রযুক্তি ও গ্রিন এনার্জি নিয়ে একজোটে কাজ করবে ভারত-ব্রিটেন: প্রধানমন্ত্রী মোদি - G20 SUMMIT 2024

প্রযুক্তি ও গ্রিন এনার্জি নিয়ে শীঘ্রই একত্রে কাজ শুরু করবে ভারত ও ব্রিটেন ৷ পার্শ্ববৈঠকের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারত ও ব্রিটেন ৷

G20 SUMMIT 2024
ভারত ও ব্রিটেন বৈঠক (এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Nov 19, 2024, 3:44 PM IST

রিও ডি জেনেইরো, 19 নভেম্বর: প্রযুক্তি ও গ্রিন এনার্জি নিয়ে শীঘ্রই একসঙ্গে কাজ শুরু করবে ভারত ও ব্রিটেন ৷ ব্রাজিলের রাজধানী রিও-তে আয়োজিত জি20 সম্মেলনের ফাঁকে দু'দেশের রাষ্ট্রনেতার পার্শ্ব বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও দ্রুত দুই দেশের মধ্য়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷

মঙ্গলবার জি20 সম্মেলেনের ফাঁকে পার্শ্ববৈঠকে দীর্ঘ আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ৷ জানা গিয়েছে, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় দুই দেশের নেতার মধ্যে ৷ বৈঠকের পর এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই পোস্টে দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি ৷

অন্যদিকে, দুই দেশের মধ্য়ে বাণিজ্য আলোচনা দ্রুত শুরু করার কথা ঘোষণা করেন স্টারমার ৷ নতুন বছরেই এই নিয়ে আলোচনা হবে বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে, নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়েও একে অপরের প্রতি সহযোগিতা বৃদ্ধি নিয়েও এদিন আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা ৷

G20 SUMMIT 2024
মোদি-ম্যাক্রোঁ বৈঠক (এক্স হ্যান্ডেল)

স্টারমারের মুখপাত্র জানান, দ্রুত উন্নতশীল অর্থনীতির দেশ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় রাজি ব্রিটেন ৷ ডাউনিং স্ট্রিটের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতের সঙ্গে নয়া বাণিজ্য চুক্তি ব্রিটেনে কর্মসংস্থান বাড়াতে সাহায্য় করবে ৷ এতে আরও সমৃদ্ধশীল দেশে পরিণত হবে দেশ ৷"

এদিন, জি20 সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ মহাকাশ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একত্রে কাজ করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ সেই সঙ্গে, এই বছর প্যারিসে অলিম্পিক এবং প্যারালিম্পিকের সফল আয়োজনের জন্যে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী । ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক নিয়েও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি ৷

পড়ুন: খাদ্য ও জ্বালানি সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে জি20 সামিটে বার্তা মোদির

রিও ডি জেনেইরো, 19 নভেম্বর: প্রযুক্তি ও গ্রিন এনার্জি নিয়ে শীঘ্রই একসঙ্গে কাজ শুরু করবে ভারত ও ব্রিটেন ৷ ব্রাজিলের রাজধানী রিও-তে আয়োজিত জি20 সম্মেলনের ফাঁকে দু'দেশের রাষ্ট্রনেতার পার্শ্ব বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও দ্রুত দুই দেশের মধ্য়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷

মঙ্গলবার জি20 সম্মেলেনের ফাঁকে পার্শ্ববৈঠকে দীর্ঘ আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ৷ জানা গিয়েছে, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় দুই দেশের নেতার মধ্যে ৷ বৈঠকের পর এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই পোস্টে দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি ৷

অন্যদিকে, দুই দেশের মধ্য়ে বাণিজ্য আলোচনা দ্রুত শুরু করার কথা ঘোষণা করেন স্টারমার ৷ নতুন বছরেই এই নিয়ে আলোচনা হবে বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে, নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়েও একে অপরের প্রতি সহযোগিতা বৃদ্ধি নিয়েও এদিন আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা ৷

G20 SUMMIT 2024
মোদি-ম্যাক্রোঁ বৈঠক (এক্স হ্যান্ডেল)

স্টারমারের মুখপাত্র জানান, দ্রুত উন্নতশীল অর্থনীতির দেশ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় রাজি ব্রিটেন ৷ ডাউনিং স্ট্রিটের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতের সঙ্গে নয়া বাণিজ্য চুক্তি ব্রিটেনে কর্মসংস্থান বাড়াতে সাহায্য় করবে ৷ এতে আরও সমৃদ্ধশীল দেশে পরিণত হবে দেশ ৷"

এদিন, জি20 সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ মহাকাশ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একত্রে কাজ করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ সেই সঙ্গে, এই বছর প্যারিসে অলিম্পিক এবং প্যারালিম্পিকের সফল আয়োজনের জন্যে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী । ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক নিয়েও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি ৷

পড়ুন: খাদ্য ও জ্বালানি সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে জি20 সামিটে বার্তা মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.