ETV Bharat / international

'চমৎকার মানুষ' ! মোদির সঙ্গে দেখা করবেন ট্রাম্প - TRUMP TO MEET PM MODI

Trump to Visit Modi: আগামী সপ্তাহে 3 দিনের জন্য মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সফরেই মোদির সঙ্গে দেখা করতে চান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 11:03 AM IST

Trump to Visit Modi
মোদির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প (ইটিভি ভারত)

ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর: প্রায় দু'মাস পর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগেই পুরনো 'বন্ধু' তথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ মোদির আসন্ন মার্কিন সফরেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়ে নিজেই এ কথা জানান ট্রাম্প ৷

একাধিক কর্মসূচি নিয়ে আগামী 21 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই সফরেই তাঁর সঙ্গে দেখা করবেন ট্রাম্প ৷ মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প বলেন, "মোদি একজন অসাধারণ ও চমৎকর প্রকৃতির মানুষ ৷ আমার দেখা একাধিক চমৎকার নেতাদের মধ্যে একজন তিনি ৷ আগামী সপ্তাহে আমাদের দেখা হতে পারে ৷" মোদির পাশাপাশি ভারতের প্রশংসাও ঝড়ে পড়ে ট্রাম্পের মুখে ৷ তিনি বলেন, "সেদেশের মানুষগুলি বেশ বুদ্ধিমান ৷ তারা কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই ৷ বরং শীর্ষে রয়েছে ৷ ভারত বেশ শক্তিশালী দেশ ৷"

প্রধানমন্ত্রীর মার্কিন সফরে ট্রাম্পের ও মোদির বৈঠক সম্পর্কে বিদেশমন্ত্রকের তরফে কিছু জানায়নি ৷ মঙ্গলবার রাত পর্যন্ত এই বৈঠক সম্পর্কে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের তরফেও কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি ৷ 21 সেপ্টেম্বর ডেলাওয়ারের উইলমিংটনে চতুর্থ 'কোয়াড' বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ভারত ও আমেরিকা ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিনিধিরা ৷

মূলত চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে একজোট হয়ে 2007 সালে এই আলোচনা সভার সূচনা করেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে ৷ এই বৈঠকে যোগ দেওয়া ছাড়াও 22 সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ এছাড়া, আমেরিকা প্রথম সারির বহুজাতিক সংস্থার কর্ণধারদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদির ৷

ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর: প্রায় দু'মাস পর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগেই পুরনো 'বন্ধু' তথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ মোদির আসন্ন মার্কিন সফরেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়ে নিজেই এ কথা জানান ট্রাম্প ৷

একাধিক কর্মসূচি নিয়ে আগামী 21 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই সফরেই তাঁর সঙ্গে দেখা করবেন ট্রাম্প ৷ মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প বলেন, "মোদি একজন অসাধারণ ও চমৎকর প্রকৃতির মানুষ ৷ আমার দেখা একাধিক চমৎকার নেতাদের মধ্যে একজন তিনি ৷ আগামী সপ্তাহে আমাদের দেখা হতে পারে ৷" মোদির পাশাপাশি ভারতের প্রশংসাও ঝড়ে পড়ে ট্রাম্পের মুখে ৷ তিনি বলেন, "সেদেশের মানুষগুলি বেশ বুদ্ধিমান ৷ তারা কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই ৷ বরং শীর্ষে রয়েছে ৷ ভারত বেশ শক্তিশালী দেশ ৷"

প্রধানমন্ত্রীর মার্কিন সফরে ট্রাম্পের ও মোদির বৈঠক সম্পর্কে বিদেশমন্ত্রকের তরফে কিছু জানায়নি ৷ মঙ্গলবার রাত পর্যন্ত এই বৈঠক সম্পর্কে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের তরফেও কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি ৷ 21 সেপ্টেম্বর ডেলাওয়ারের উইলমিংটনে চতুর্থ 'কোয়াড' বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ভারত ও আমেরিকা ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিনিধিরা ৷

মূলত চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে একজোট হয়ে 2007 সালে এই আলোচনা সভার সূচনা করেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে ৷ এই বৈঠকে যোগ দেওয়া ছাড়াও 22 সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ এছাড়া, আমেরিকা প্রথম সারির বহুজাতিক সংস্থার কর্ণধারদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.