ETV Bharat / international

ঘণ্টার পর ঘণ্টা কথা ট্রাম্প-পুতিনের, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা - TRUMP CALLS PUTIN

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে ফোন প্রেসিডেন্ট ট্রাম্পের ৷ কী কথা হল দু'জনের ?

Trump and Putin hold call
ট্রাম্প ও পুতিন (ছবি: সংবাদসংস্থা এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 18, 2025 at 10:55 PM IST

Updated : March 18, 2025 at 11:01 PM IST

3 Min Read

ওয়াশিংটন, 18 মার্চ: দু'দিন আগে ইউক্রেনের কুর্ক্স অঞ্চলের দখল নিয়েছে রাশিয়ার সেনা ৷ সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইউক্রেন ৷ উত্তেজনার এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আমেরিকার স্থানীয় সময় সকাল 10টায় ওভাল অফিস থেকে পুতিনকে ফোন করেন ট্রাম্প ৷

তাঁদের মধ্যে দু'ঘণ্টারও বেশি সময় ধরে কথা হয়েছে ৷ রাশিয়ার নিজস্ব মিডিয়া টাস, ক্রেমলিনের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছেন, পুতিন-ট্রাম্পের কথা শেষ হয়েছে ৷ ফোন শুরুর সময় হোয়াইট হাইজের তরফে সোশাল মিডিয়ায় এই কথোপকথন নিশ্চিত করে বলা হয়েছিল, "প্রেসিডেন্ট ট্রাম্প এখন ওভাল অফিসে ৷ সকাল 10টা থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি কথা বলছেন ৷" দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি ৷ তবে হোয়াইট হাউজ-এর পক্ষ থেকে এনিয়ে সরকারি ভাবে জানানো হবে ৷

শপথ নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ শুরু করেন ৷ সম্প্রতি সৌদি আরবের জেড্ডায় আমেরিকা ও ইউক্রেনের মধ্যে 30 দিনের যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হয় ৷ সেখানে হাজির ছিলেন স্বয়ং আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও ৷ এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই প্রস্তাবে রাশিয়ার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷

প্রেসিডেন্ট পুতিন প্রথমে এই প্রস্তাবে বেঁকে বসেছিলেন ৷ তাঁর যুক্তি ছিল, এই এক মাসের অবসরে ইউক্রেনের সেনারা নিজেদের ফের তৈরি করার সুযোগ পেয়ে যাবেন ৷ তাই এই বিরতি নয়, একেবারে যুদ্ধ বন্ধ চান তিনি ৷ পরে অবশ্য শর্তসাপেক্ষে এক মাসের যুদ্ধবিরতিতে রাজি হলেও হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার সর্বময় কর্তা ৷

বহু জল্পনা ও প্রতীক্ষার এই পুতিন-ট্রাম্প ফোনের আগে ইউক্রেনের বিদেশ মন্ত্রী আন্দ্রি সিবিহা সাফ জানিয়ে দেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আমেরিকার 30 দিনের এই যুদ্ধ বিরতির প্রস্তাবকে সমর্থন করে কিভ ৷ কিন্তু নিজেদের এলাকা নিয়ে কোনও আপস করা হবে না ৷ মঙ্গলবার ভারতে রাইজিনা ডায়ালগে তিনি এই কথা জানান ৷

2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক অভিযান ৷ এই তিন বছরে ইউক্রেনের অনেক জায়গা দখল করেছে রাশিয়ার সেনা ৷ যুদ্ধ বন্ধে সেই দখল করা জায়গাগুলি ফেরত চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ৷ এদিন আমেরিকার প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউক্রেনের দখল হওয়া জায়গা এবং পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা হতে পারে ৷

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, "রাশিয়ার অবস্থা খুব খারাপ ৷ আবার ইউক্রেনের অবস্থাও খারাপ ৷ ইউক্রেনে যা হচ্ছে, তা ঠিক নয় ৷ আমরা দেখছি, যদি চুক্তিটা হয়ে যায় তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে ৷ আমার মনে হয়, আমরা সেটা পারব ৷" এই ফোনের প্রস্তুতিতে গত সপ্তাহে মস্কোয় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ ৷

ওয়াশিংটন, 18 মার্চ: দু'দিন আগে ইউক্রেনের কুর্ক্স অঞ্চলের দখল নিয়েছে রাশিয়ার সেনা ৷ সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইউক্রেন ৷ উত্তেজনার এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আমেরিকার স্থানীয় সময় সকাল 10টায় ওভাল অফিস থেকে পুতিনকে ফোন করেন ট্রাম্প ৷

তাঁদের মধ্যে দু'ঘণ্টারও বেশি সময় ধরে কথা হয়েছে ৷ রাশিয়ার নিজস্ব মিডিয়া টাস, ক্রেমলিনের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছেন, পুতিন-ট্রাম্পের কথা শেষ হয়েছে ৷ ফোন শুরুর সময় হোয়াইট হাইজের তরফে সোশাল মিডিয়ায় এই কথোপকথন নিশ্চিত করে বলা হয়েছিল, "প্রেসিডেন্ট ট্রাম্প এখন ওভাল অফিসে ৷ সকাল 10টা থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি কথা বলছেন ৷" দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি ৷ তবে হোয়াইট হাউজ-এর পক্ষ থেকে এনিয়ে সরকারি ভাবে জানানো হবে ৷

শপথ নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ শুরু করেন ৷ সম্প্রতি সৌদি আরবের জেড্ডায় আমেরিকা ও ইউক্রেনের মধ্যে 30 দিনের যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হয় ৷ সেখানে হাজির ছিলেন স্বয়ং আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও ৷ এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই প্রস্তাবে রাশিয়ার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷

প্রেসিডেন্ট পুতিন প্রথমে এই প্রস্তাবে বেঁকে বসেছিলেন ৷ তাঁর যুক্তি ছিল, এই এক মাসের অবসরে ইউক্রেনের সেনারা নিজেদের ফের তৈরি করার সুযোগ পেয়ে যাবেন ৷ তাই এই বিরতি নয়, একেবারে যুদ্ধ বন্ধ চান তিনি ৷ পরে অবশ্য শর্তসাপেক্ষে এক মাসের যুদ্ধবিরতিতে রাজি হলেও হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার সর্বময় কর্তা ৷

বহু জল্পনা ও প্রতীক্ষার এই পুতিন-ট্রাম্প ফোনের আগে ইউক্রেনের বিদেশ মন্ত্রী আন্দ্রি সিবিহা সাফ জানিয়ে দেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আমেরিকার 30 দিনের এই যুদ্ধ বিরতির প্রস্তাবকে সমর্থন করে কিভ ৷ কিন্তু নিজেদের এলাকা নিয়ে কোনও আপস করা হবে না ৷ মঙ্গলবার ভারতে রাইজিনা ডায়ালগে তিনি এই কথা জানান ৷

2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক অভিযান ৷ এই তিন বছরে ইউক্রেনের অনেক জায়গা দখল করেছে রাশিয়ার সেনা ৷ যুদ্ধ বন্ধে সেই দখল করা জায়গাগুলি ফেরত চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ৷ এদিন আমেরিকার প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউক্রেনের দখল হওয়া জায়গা এবং পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা হতে পারে ৷

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, "রাশিয়ার অবস্থা খুব খারাপ ৷ আবার ইউক্রেনের অবস্থাও খারাপ ৷ ইউক্রেনে যা হচ্ছে, তা ঠিক নয় ৷ আমরা দেখছি, যদি চুক্তিটা হয়ে যায় তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে ৷ আমার মনে হয়, আমরা সেটা পারব ৷" এই ফোনের প্রস্তুতিতে গত সপ্তাহে মস্কোয় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ ৷

Last Updated : March 18, 2025 at 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.