নিউইয়র্ক, 9 এপ্রিল: দেশে ফিরছে 26/11 মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানা ৷ তার প্রত্যর্পণের নথি তৈরি সংক্রান্ত সমস্ত কাজ করতে ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় আধিকারিকদের একটি দল ৷ বুধবার সূত্র মারফৎ এমনই খবর জানা গিয়েছে ৷ সেই প্রক্রিয়া শেষ হলেই ভারতে নিয়ে যাওয়া হবে রানাকে ৷
সম্প্রতি, ভারতে প্রত্যর্পণের নির্দেশের উপর পুনর্বিবেচনার জন্য মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি জানায় তাহাউর রানা ৷ তার সেই আর্জি খারিজ হয়ে যায় ৷ মার্কিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ভারতেই ফিরতে হবে তাকে ৷ এই রায়ের পর তাকে দেশে ফেরানোর তোরজোড় শুরু করে দেয় ভারত ৷ তবে, এদিনই তার প্রত্যর্পণের বিশেষ কোনও সম্ভবনা নেই বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷
প্রসঙ্গত, এর আগে আমেরিকার নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রানা ৷ তারপর আবেদন করে আমেরিকার শীর্ষ আদালতে ৷ আবেদনে রানা জানায়, সে পাক সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ৷ সেই কারণে ভারতে তার উপর নির্যাতন হতে পারে ৷ স্বাস্থ্যজনিত কারণে মৃত্যুও হতে পারে তার।
নিউইয়র্কে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুত অ্যাটোর্নি রবি বাত্রা জানান, গত 6 মার্চ মুম্বই বিস্ফোরণে চক্রী তাহাউরের আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাগান ৷ এরপর সেই মামলাটি যায় প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে ৷ সেখানেও রানার আবেদন খারিজ হয়ে যায় ৷
প্রসঙ্গত, গত জানুয়ারিতে রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্ট। 2008 সালের মুম্বই হামলার মামলায় এই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিকের যোগসূত্র খুঁজে পায় ভারত । এরপর থেকেই তাকে ভারতে আনার চেষ্টা চলছিল । গত ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে রানাকে ভারতে পাঠানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তারপর থেকেই তাকে ভারতে ফেরানোর তোরজোড় শুরু হয়ে যায় ৷ বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছে 64 বছর বয়সি তাহাউর রানা ৷