ETV Bharat / international

পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপোড়ার মাধ্যমে ভারতের সঙ্গে কাজ করতে চেয়ে মোদিকে চিঠি ইউনূসের - YUNUS LETTER TO MODI

হাসিনার সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে এই অবস্থায় মুহাম্মদ ইউনূসকে চিঠি দিলেন মোদি। উত্তর দিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ৷

BANGLA-YUNUS-MODI
মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি (ফাইল চিত্র, এএনআই)
author img

By PTI

Published : June 9, 2025 at 9:05 AM IST

2 Min Read

ঢাকা, 9 জুন: হাসিনার সরকারের পতনের পরে তলানিতে ঠেকেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ৷ কিন্তু সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে চাপ বাড়তে চলেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপর ৷ এই অবস্থায় ভারতের পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপোড়ার মাধ্যমে কাজ করতে চেয়ে নরেন্দ্র মোদিকে বার্তা দিলেন ইউনূস ৷

রবিবার রাতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের তরফে, সোশাল মিডিয়াতে একটি চিঠি পোস্ট করা হয় ৷ যেখানে মোদির লেখা শুভেচ্ছা বার্তার সঙ্গেই ইউনূস কী লিখেছেন তাও জানানো হয় ৷ মোদির চিঠির উত্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী ঢাকা।

মোদিকে দেওয়া চিঠিতে ইউনূস লিখেছেন, "ইদ উল আজহা এমন একটি বিষয় যা বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে। এই উৎসব আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়।" চিঠিতে উল্লেখ রয়েছে ‘দুই দেশের প্রতি পাস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার কথাও। সেই সঙ্গেই মোদির শুভেচ্ছার জবাবে ইউনূস লেখেন, "আমি নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে জনগণের কল্যাণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে আগ্রহী ৷"

এর আগে ঈদ উপলক্ষ্যে ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মোদি ৷ তার পরেই মোদির চিঠির জবাব দেন ইউনূস।

ঈদ উপলক্ষ্যে ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন । সেই সঙ্গেই উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন মোদি।

ইউনুস যোগ করেছেন যে উত্সবটি একটি "প্রতিবিম্বের সময়, যা সম্প্রদায়গুলি উত্সব, ত্যাগ, উদারতা এবং unity ক্যের চেতনায় একত্রিত করে এবং আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর সুবিধার জন্য একত্রে কাজ করতে অনুপ্রাণিত করে"।

গত বছর অগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে চিড় ধরে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে ইউনূস সরকারকে বার্তাও দিয়েছিল নয়াদিল্লি। কিন্তু সেই দেশের রাজনীতিতে ভারত নাক গলাচ্ছে বলেও দাবি করে বাংলাদেশ। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই পাকিস্তান এবং চিনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালায় ঢাকা। যাকে মোটেই ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ৷ কিন্তু ঈদ উপলক্ষ্যে ফের বাংলাদেশকে মোদির 'শান্তির বার্তা' নয়াদিল্লির তরফে ইতিবাচক পরক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ঢাকা, 9 জুন: হাসিনার সরকারের পতনের পরে তলানিতে ঠেকেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ৷ কিন্তু সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে চাপ বাড়তে চলেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপর ৷ এই অবস্থায় ভারতের পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপোড়ার মাধ্যমে কাজ করতে চেয়ে নরেন্দ্র মোদিকে বার্তা দিলেন ইউনূস ৷

রবিবার রাতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের তরফে, সোশাল মিডিয়াতে একটি চিঠি পোস্ট করা হয় ৷ যেখানে মোদির লেখা শুভেচ্ছা বার্তার সঙ্গেই ইউনূস কী লিখেছেন তাও জানানো হয় ৷ মোদির চিঠির উত্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী ঢাকা।

মোদিকে দেওয়া চিঠিতে ইউনূস লিখেছেন, "ইদ উল আজহা এমন একটি বিষয় যা বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে। এই উৎসব আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়।" চিঠিতে উল্লেখ রয়েছে ‘দুই দেশের প্রতি পাস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার কথাও। সেই সঙ্গেই মোদির শুভেচ্ছার জবাবে ইউনূস লেখেন, "আমি নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে জনগণের কল্যাণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে আগ্রহী ৷"

এর আগে ঈদ উপলক্ষ্যে ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মোদি ৷ তার পরেই মোদির চিঠির জবাব দেন ইউনূস।

ঈদ উপলক্ষ্যে ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন । সেই সঙ্গেই উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন মোদি।

ইউনুস যোগ করেছেন যে উত্সবটি একটি "প্রতিবিম্বের সময়, যা সম্প্রদায়গুলি উত্সব, ত্যাগ, উদারতা এবং unity ক্যের চেতনায় একত্রিত করে এবং আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর সুবিধার জন্য একত্রে কাজ করতে অনুপ্রাণিত করে"।

গত বছর অগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে চিড় ধরে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে ইউনূস সরকারকে বার্তাও দিয়েছিল নয়াদিল্লি। কিন্তু সেই দেশের রাজনীতিতে ভারত নাক গলাচ্ছে বলেও দাবি করে বাংলাদেশ। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই পাকিস্তান এবং চিনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালায় ঢাকা। যাকে মোটেই ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ৷ কিন্তু ঈদ উপলক্ষ্যে ফের বাংলাদেশকে মোদির 'শান্তির বার্তা' নয়াদিল্লির তরফে ইতিবাচক পরক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.