ETV Bharat / international

ভিকট্রি ডে প্যারেডে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ রাশিয়ার - RUSSIA INVITES PM MODI

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল রাশিয়া ৷ 9 মে ভিকট্রি ডে-র প্যারেডে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতি আশা করছে ক্রেমলিন ৷

PM Modi and President Putin in BRICS summit in Kazan Russia
2024 সালের ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট পুতিন (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রী মোদির এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 9, 2025 at 3:23 PM IST

2 Min Read

মস্কো, 9 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কবে ভারতে আসবেন, তা এখনও জানা যায়নি ৷ এরই মধ্যে রাশিয়ায় আসার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী মোদি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছিল রাশিয়া ৷ আগামী 9 মে সেই যুদ্ধ জয়ের 80 বছর ৷ রাশিয়ার উপ-বিদেশ মন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো জানিয়েছেন, বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এবিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷

পুতিন সরকারের আশা, 9 মে প্যারেডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷ রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম মন্ত্রী রুদেঙ্কোর বক্তব্য উদ্ধৃত করেছে ৷ মঙ্গলবার তিনি বলেন, "এই বছরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷"

এই বছরের 'ভিকট্রি ডে'-র প্যারেডে একাধিক মিত্র দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া ৷ 1945 সালের জানুয়ারি মাসে সোভিয়েত সেনা জার্মানির বিরুদ্ধে অভিযান শুরু করে ৷ 9 মে দুই দেশের কম্যান্ডার-ইন-চিফ বিনা শর্তে জার্মান সেনার আত্মসমর্পণ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ৷ এরপর যুদ্ধ শেষ হয় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সুসম্পর্কের কথা সর্বজনবিদিত ৷ এই সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে গত বছর অক্টোবর মাসে রাশিয়ার কাজান শহরে আয়োজিত ব্রিকস সম্মেলনে পুতিন বলেছিলেন, দু'দেশের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে কে কী বলছেন তা অনুধাবনের জন্য দোভাষীর প্রয়োজন নেই ৷ তিনি বলেন, "আমাদের মধ্যে সম্পর্ক এমন যে কোনও অনুবাদকের প্রয়োজন নেই ৷" এই কথা শুনে প্রধানমন্ত্রী মোদিও হেসে ফেলেছিলেন ৷ কূটনৈতিক মহেলর একটা বড় অংশ মনে করেন নরেন্দ্র মোদি একমাত্র রাষ্ট্রনেতা যাঁর সঙ্গে রাশিয়া ও ইউক্রেন- দুই দেশেরই সুসম্পর্ক রয়েছে ৷

গত বছর 8 জুলাই রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাই ছিল তাঁর প্রথম বিদেশ সফর ছিল ৷ এছাড়া বিগত প্রায় পাঁচ বছরে প্রথম বার রাশিয়ায় পা রেখেছিলেন তিনি ৷ তার আগে 2019 সালে রাশিয়ার পূর্বে অবস্থিত ভ্লাদিভস্তকে গিয়েছিলেন একটি অর্থনৈতিক সম্মেলনে অংশ নিতে ৷ জুলাইয়ের সফরে প্রধানমন্ত্রী মোদি বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান ৷ গত 27 মার্চ রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ নিশ্চিত করেন যে প্রেসিডেন্ট পুতিন ভারতে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷ কিন্তু তিনি কবে ভারতে আসবেন, তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি ৷ এরইমধ্যে রাশিয়া থেকে আমন্ত্রণ পেলেন মোদি ৷

মস্কো, 9 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কবে ভারতে আসবেন, তা এখনও জানা যায়নি ৷ এরই মধ্যে রাশিয়ায় আসার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী মোদি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছিল রাশিয়া ৷ আগামী 9 মে সেই যুদ্ধ জয়ের 80 বছর ৷ রাশিয়ার উপ-বিদেশ মন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো জানিয়েছেন, বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এবিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷

পুতিন সরকারের আশা, 9 মে প্যারেডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷ রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম মন্ত্রী রুদেঙ্কোর বক্তব্য উদ্ধৃত করেছে ৷ মঙ্গলবার তিনি বলেন, "এই বছরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷"

এই বছরের 'ভিকট্রি ডে'-র প্যারেডে একাধিক মিত্র দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া ৷ 1945 সালের জানুয়ারি মাসে সোভিয়েত সেনা জার্মানির বিরুদ্ধে অভিযান শুরু করে ৷ 9 মে দুই দেশের কম্যান্ডার-ইন-চিফ বিনা শর্তে জার্মান সেনার আত্মসমর্পণ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ৷ এরপর যুদ্ধ শেষ হয় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সুসম্পর্কের কথা সর্বজনবিদিত ৷ এই সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে গত বছর অক্টোবর মাসে রাশিয়ার কাজান শহরে আয়োজিত ব্রিকস সম্মেলনে পুতিন বলেছিলেন, দু'দেশের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে কে কী বলছেন তা অনুধাবনের জন্য দোভাষীর প্রয়োজন নেই ৷ তিনি বলেন, "আমাদের মধ্যে সম্পর্ক এমন যে কোনও অনুবাদকের প্রয়োজন নেই ৷" এই কথা শুনে প্রধানমন্ত্রী মোদিও হেসে ফেলেছিলেন ৷ কূটনৈতিক মহেলর একটা বড় অংশ মনে করেন নরেন্দ্র মোদি একমাত্র রাষ্ট্রনেতা যাঁর সঙ্গে রাশিয়া ও ইউক্রেন- দুই দেশেরই সুসম্পর্ক রয়েছে ৷

গত বছর 8 জুলাই রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাই ছিল তাঁর প্রথম বিদেশ সফর ছিল ৷ এছাড়া বিগত প্রায় পাঁচ বছরে প্রথম বার রাশিয়ায় পা রেখেছিলেন তিনি ৷ তার আগে 2019 সালে রাশিয়ার পূর্বে অবস্থিত ভ্লাদিভস্তকে গিয়েছিলেন একটি অর্থনৈতিক সম্মেলনে অংশ নিতে ৷ জুলাইয়ের সফরে প্রধানমন্ত্রী মোদি বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান ৷ গত 27 মার্চ রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ নিশ্চিত করেন যে প্রেসিডেন্ট পুতিন ভারতে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷ কিন্তু তিনি কবে ভারতে আসবেন, তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি ৷ এরইমধ্যে রাশিয়া থেকে আমন্ত্রণ পেলেন মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.