ওয়াশিংটন, 15 মার্চ: ওয়াশিংটন, 15 মার্চ: হামাসকে সমর্থন, সন্ত্রাসবাদের পক্ষে জোরাল সওয়ালের জেরে ভারতীয় ছাত্রীর ভিসা বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে, হিংসা ও সন্ত্রাসবাদের প্রচারের পাশাপাশি হামাসের পক্ষেও সমর্থন করেছেন তিনি ৷ ভিসা বাতিলের পর ভারতীয় ছাত্রী আমেরিকা ছেড়েছেন বলেও জানা গিয়েছে ৷
রঞ্জনী শ্রীনিবাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা নিয়ে ডক্টরেট করছিলেন ৷ F-1 স্টুডেন্ট ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি ৷ শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রঞ্জনী শ্রীনিবাসন 'জঙ্গিগোষ্ঠী' সংগঠন হামাসের সমর্থনে একাধিক কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন।
মার্কিন বিদেশ দফতর 5 মার্চ এই ভারতীয় ছাত্রীর ভিসা বাতিল করে ৷ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তারা 11 মার্চ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) হোম অ্যাপ ব্যবহার করে শ্রীনিবাসনের ভিডিয়ো ফুটেজ পেয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বিবৃতিতে লিখেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা এবং পড়াশোনার জন্য ভিসা মঞ্জুর করা একটি বিশেষাধিকার ৷ কিন্তু যখন আপনি হিংসা এবং সন্ত্রাসবাদের পক্ষে কথা বলবেন,তখন ভিসার সেই সুযোগও বাতিল করা উচিত ৷ আপনার এই দেশে থাকাও উচিত নয়।" তিনি আরও জানান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীলদের একজনকে স্বেচ্ছায় নির্বাসনের জন্য CBP Home অ্যাপ ব্যবহার করতে দেখে আমি খুশি ৷
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, গত 10 মার্চ দেশে অবৈধভাবে বসবাসকারীদের জন্য স্বেচ্ছা নির্বাসনের জন্য CBP হোম অ্যাপ চালু করেছে। দেশে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিরা মোবাইল ফোনে CBP হোম অ্যাপ ব্যবহার করে দেশ ছাড়তে চেয়ে আবেদন জমা দিতে পারেন। যাতে তারা ভবিষ্যতে ফের আইনতভাবে ফিরে আসা এবং আমেরিকায় বসবাস করার সুযোগ পেতে পারে। যদি কেউ এই পদ্ধতি না-মানে, তবে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে তাঁদের নির্বাসন দেওয়া হবে বলেও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং আইনত স্থায়ী বাসিন্দা মাহামুদ খলিলকে ইজরায়েলের বিরুদ্ধে কলম্বিয়া ক্যাম্পাসে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার জন্য গ্রেফতার করেছে। প্যালেস্তাইনি বংশোদ্ভূত খলিলকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করে লুইসিয়ানার জেলে পাঠিয়েছে হয়েছে বলে খবর।