ETV Bharat / international

কোয়াড থাকছে, শান্তি বজায় রাখবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে, সাফ বার্তা মোদির - Quad Summit 2024

PM Modi at Quad Summit 2024: বিশ্বের একাধিক প্রান্তে অশান্তি, সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে ৷ এই আবহে মানব কল্যাণে কোয়াডের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ কোয়াডের বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

author img

By PTI

Published : Sep 22, 2024, 10:05 AM IST

Updated : Sep 22, 2024, 10:11 AM IST

PM Modi at Quad Summit 2024
কোয়াডের বৈঠকে মোদি (মোদির এক্স হ্যান্ডেল)

উইলমিংটন, 22 সেপ্টেম্বর: দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসন নীতি ক্রমশ বেড়েই চলেছে ৷ পূর্ব চিন সাগরেও আধিপত্য বিস্তারের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে লাল ফৌজ ৷ এই আবহে শনিবার ডেলাওয়ারে কোয়াডের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৷

বৈঠকের শুরুতেই চিনকে সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ নাম না করে তিনি বলেন, "আমরা কারও বিরোধীতা করছি না ৷ তবে আমাদের দাবি, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ৷ আমরা সকলেই নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান ও সমর্থন করি ৷" এরপরই তিনি বলেন, "আমাদের বার্তা স্পষ্ট ৷ সকলকে সাহায্য করার জন্য কোয়াডের সদস্যরা সবসময় তৈরি রয়েছে ৷"

উল্লেখ্য, বহুদিন ধরে তাইওয়ানের উপর আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন ৷ সেই সঙ্গে, আন্তর্জাতিক বাজার দখলের বিষয়টিও রয়েছে ৷ প্রেসিডেন্ট বাইডেনের কথায়, চিন তাঁদের ধৈর্য্য পরীক্ষা করছে ৷ তবে মোদি জানান, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির বাতাবরণ বজায় রাখার জন্য কোয়াড ইতিমধ্যে স্বাস্থ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি, আবহাওয়ার পরিবর্তন নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ তিনি বলেন, "বিশ্বের নানা প্রান্তে অশান্তি, উদ্বেগ, উত্তেজনা ও সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে মানবতার স্বার্থে ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে কোয়াডের নেতারা একসঙ্গে কাজ করছে ৷" বিশ্বে শান্তি বজায় রাখার জন্য এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি ৷

মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে একজোট হয়ে 2007 সালে কোয়াডের সূচনা করেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে ৷ কূটনৈতিক বিশ্লেষক মহলের দাবি, সাম্প্রতিক সময়ে কোয়েডের গুরুত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে ৷ তবে দক্ষিণ চিন সাগর, ভারত এবং তাইওয়ান সীমান্তে বেজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসন নীতির কারণে কোয়াডের গুরুত্ব আরও বেড়েছে ৷

নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগে শনিবার শেষ কোয়াড বৈঠকের আয়োজন করেন বাইডেন ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁকে এই বৈঠকের জন্য ধন্যবাদ জানান ৷ সেই সঙ্গে, 2021 সালের বৈঠকের কথাও তুলে ধরেন মোদি ৷ উল্লেখ্য, 2025 সালে পরবর্তী কোয়াডের বৈঠক আয়োজিত হবে ভারতে ৷

প্রসঙ্গত, কোয়েডের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক সারেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিন দেশের প্রধানের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও নিরাপত্তা প্রসঙ্গে আলোচনা করেন তিনি ৷ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন মোদি ৷ তিনি লিখেছেন, "কোয়াডের রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে । আমাদের বৈঠক সফল হয়েছে । সমগ্র বিশ্বের উন্নতির জন্য আগামী দিনে কোয়াডের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে । স্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব ।"

উইলমিংটন, 22 সেপ্টেম্বর: দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসন নীতি ক্রমশ বেড়েই চলেছে ৷ পূর্ব চিন সাগরেও আধিপত্য বিস্তারের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে লাল ফৌজ ৷ এই আবহে শনিবার ডেলাওয়ারে কোয়াডের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৷

বৈঠকের শুরুতেই চিনকে সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ নাম না করে তিনি বলেন, "আমরা কারও বিরোধীতা করছি না ৷ তবে আমাদের দাবি, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ৷ আমরা সকলেই নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান ও সমর্থন করি ৷" এরপরই তিনি বলেন, "আমাদের বার্তা স্পষ্ট ৷ সকলকে সাহায্য করার জন্য কোয়াডের সদস্যরা সবসময় তৈরি রয়েছে ৷"

উল্লেখ্য, বহুদিন ধরে তাইওয়ানের উপর আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন ৷ সেই সঙ্গে, আন্তর্জাতিক বাজার দখলের বিষয়টিও রয়েছে ৷ প্রেসিডেন্ট বাইডেনের কথায়, চিন তাঁদের ধৈর্য্য পরীক্ষা করছে ৷ তবে মোদি জানান, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির বাতাবরণ বজায় রাখার জন্য কোয়াড ইতিমধ্যে স্বাস্থ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি, আবহাওয়ার পরিবর্তন নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ তিনি বলেন, "বিশ্বের নানা প্রান্তে অশান্তি, উদ্বেগ, উত্তেজনা ও সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে মানবতার স্বার্থে ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে কোয়াডের নেতারা একসঙ্গে কাজ করছে ৷" বিশ্বে শান্তি বজায় রাখার জন্য এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি ৷

মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে একজোট হয়ে 2007 সালে কোয়াডের সূচনা করেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে ৷ কূটনৈতিক বিশ্লেষক মহলের দাবি, সাম্প্রতিক সময়ে কোয়েডের গুরুত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে ৷ তবে দক্ষিণ চিন সাগর, ভারত এবং তাইওয়ান সীমান্তে বেজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসন নীতির কারণে কোয়াডের গুরুত্ব আরও বেড়েছে ৷

নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগে শনিবার শেষ কোয়াড বৈঠকের আয়োজন করেন বাইডেন ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁকে এই বৈঠকের জন্য ধন্যবাদ জানান ৷ সেই সঙ্গে, 2021 সালের বৈঠকের কথাও তুলে ধরেন মোদি ৷ উল্লেখ্য, 2025 সালে পরবর্তী কোয়াডের বৈঠক আয়োজিত হবে ভারতে ৷

প্রসঙ্গত, কোয়েডের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক সারেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিন দেশের প্রধানের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও নিরাপত্তা প্রসঙ্গে আলোচনা করেন তিনি ৷ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন মোদি ৷ তিনি লিখেছেন, "কোয়াডের রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে । আমাদের বৈঠক সফল হয়েছে । সমগ্র বিশ্বের উন্নতির জন্য আগামী দিনে কোয়াডের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে । স্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব ।"

Last Updated : Sep 22, 2024, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.