ETV Bharat / international

ন্যাশনাল গার্ড মোতায়েনে লস অ্যাঞ্জেলেস বিক্ষোভ তীব্রতর, পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া ট্রাম্প - PROTEST IN LOS ANGELES

ন্যাশনাল গার্ডের জওয়ানদের মোতায়েন করায় লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ তীব্রতর হয়েছে । বিক্ষোভ মোকাবিলায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প ।

protest in Los Angeles
লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের বিক্ষোভ (ছবি সূত্র-এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 9, 2025 at 1:39 PM IST

Updated : June 9, 2025 at 1:44 PM IST

3 Min Read

লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন 9 জুন: অভিবাসী উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হল লস অ্যাঞ্জেলেসে ৷ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প-প্রশাসন ৷ এরপর আন্দোলন আরও তীব্র হয়েছে ৷ স্থানীয় সময় রবিবার হাজার হাজার বিক্ষোভকারী এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন ৷ শহরের বেশ কয়েকটি বড় রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখানো হয় ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতেও ৷ এই পরস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ব্যবহার করে পুলিশ প্রশাসন । পাল্টা পুলিশকেও নিশানা করে উত্তেজিত জনতা ৷

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে এবং লস অ্যাঞ্জেলেস অবৈধ অভিবাসী এবং বিক্ষোভকারীদের হাত থেকে মুক্ত হবে । এ জন্য তিনি হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নয়েম, সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ।

ট্রাম্প তাঁর 'ট্রুথ সোশাল' অ্যাকাউন্টে লিখেছেন, "একসময়ের মহান আমেরিকান শহর লস অ্যাঞ্জেলেস অপরাধীদের দ্বারা আক্রান্ত ৷ তাদের দখলেই আছে । এখন হিংসাত্মক, বিদ্রোহী জনতা আমাদের ফেডারেল এজেন্টদেরও উপর আক্রমণ করছে ৷ তবে আইন-বিরোধী বিক্ষোভ আমাদের সংকল্পকেই শক্তিশালী করছে ৷"

তিনি আরও বলেন, "আমি হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম, সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অন্য সকল সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করে লস অ্যাঞ্জেলেসকে অভিবাসী আক্রমণ থেকে মুক্ত করার জন্য নির্দেশ দিয়েছি ৷ এই অভিবাসী বিক্ষোভের অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দিয়েছি । আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে ৷ অবৈধদের বহিষ্কার করা হবে এবং লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করা হবে ।"

এদিকে, মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা শহরজুড়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ৷ তারপর লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ শুরু হয় । অভিবাসন দফতরের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় শহর ৷ বিক্ষোভ মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প হাজার ন্যাশনাল গার্ডের হাজার দুয়েক জওয়ানকে মোতায়েন করার সিদ্ধান্ত নেন । তার ওই পদক্ষেপের পর বিক্ষোভ আরও জোরাল হয়ে ওঠে ৷

ট্রাম্পের অভিবাসন দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভের তৃতীয় দিনে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করা হয় ৷ ক্যালিফোর্নিয়র রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের পাশাপাশি তাঁদের যানবাহন লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ আতশবাজিও ছুড়েছেন বিক্ষোভকারীরা । আত্মরক্ষার জন্য আধিকারিকদের নিরাপদ স্থানে দৌড়তেও দেখা যায় । রবিবার 40 লক্ষ লোকের শহর লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় বহু মানুষ বিক্ষোভ দেখাতে জমায়েত করে ৷

সকাল থেকে শুরু করে ন্যাশনাল গার্ডের সৈন্যরা লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের বাইরে লম্বা বন্দুক এবং ঢাল নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন । বিক্ষোভকারীরা তাঁদের দেখে 'লজ্জা এবং 'বাড়ি ফিরে যাও' বলে চিৎকার করতে থাকে । কয়েকজন বিক্ষোভকারী গার্ড সেনাদের কাছে এগতো থাকলে ইউনিফর্মধারী অফিসারদের একটি দল ধোঁয়া ভর্তি ক্যানিস্টার রাস্তায় গুলি করে দলটির দিকে এগিয়ে যায় ।

কয়েক মিনিট পরে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ও ভিড় নিয়ন্ত্রণের জন্য রাউন্ড গুলি ছোঁড়ে । পুলিশের দাবি, আন্দোলনকারীরা অবৈধভাবে জড়ো হয়েছিল । এরপর বিক্ষোভকারী দলের বেশিরভাগ অংশ 101 ফ্রিওয়েতে যান চলাচল বন্ধ করে দেয় ৷ যতক্ষণ না রাজ্য টহল কর্মকর্তারা বিকেলের শেষ নাগাদ তাদের রাস্তা থেকে সরিয়ে দেন ৷

(তথ্য সূত্র- এপি এবং এএনআই)

লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন 9 জুন: অভিবাসী উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হল লস অ্যাঞ্জেলেসে ৷ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প-প্রশাসন ৷ এরপর আন্দোলন আরও তীব্র হয়েছে ৷ স্থানীয় সময় রবিবার হাজার হাজার বিক্ষোভকারী এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন ৷ শহরের বেশ কয়েকটি বড় রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখানো হয় ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতেও ৷ এই পরস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ব্যবহার করে পুলিশ প্রশাসন । পাল্টা পুলিশকেও নিশানা করে উত্তেজিত জনতা ৷

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে এবং লস অ্যাঞ্জেলেস অবৈধ অভিবাসী এবং বিক্ষোভকারীদের হাত থেকে মুক্ত হবে । এ জন্য তিনি হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নয়েম, সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ।

ট্রাম্প তাঁর 'ট্রুথ সোশাল' অ্যাকাউন্টে লিখেছেন, "একসময়ের মহান আমেরিকান শহর লস অ্যাঞ্জেলেস অপরাধীদের দ্বারা আক্রান্ত ৷ তাদের দখলেই আছে । এখন হিংসাত্মক, বিদ্রোহী জনতা আমাদের ফেডারেল এজেন্টদেরও উপর আক্রমণ করছে ৷ তবে আইন-বিরোধী বিক্ষোভ আমাদের সংকল্পকেই শক্তিশালী করছে ৷"

তিনি আরও বলেন, "আমি হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম, সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অন্য সকল সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করে লস অ্যাঞ্জেলেসকে অভিবাসী আক্রমণ থেকে মুক্ত করার জন্য নির্দেশ দিয়েছি ৷ এই অভিবাসী বিক্ষোভের অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দিয়েছি । আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে ৷ অবৈধদের বহিষ্কার করা হবে এবং লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করা হবে ।"

এদিকে, মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা শহরজুড়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ৷ তারপর লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ শুরু হয় । অভিবাসন দফতরের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় শহর ৷ বিক্ষোভ মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প হাজার ন্যাশনাল গার্ডের হাজার দুয়েক জওয়ানকে মোতায়েন করার সিদ্ধান্ত নেন । তার ওই পদক্ষেপের পর বিক্ষোভ আরও জোরাল হয়ে ওঠে ৷

ট্রাম্পের অভিবাসন দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভের তৃতীয় দিনে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করা হয় ৷ ক্যালিফোর্নিয়র রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের পাশাপাশি তাঁদের যানবাহন লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ আতশবাজিও ছুড়েছেন বিক্ষোভকারীরা । আত্মরক্ষার জন্য আধিকারিকদের নিরাপদ স্থানে দৌড়তেও দেখা যায় । রবিবার 40 লক্ষ লোকের শহর লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় বহু মানুষ বিক্ষোভ দেখাতে জমায়েত করে ৷

সকাল থেকে শুরু করে ন্যাশনাল গার্ডের সৈন্যরা লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের বাইরে লম্বা বন্দুক এবং ঢাল নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন । বিক্ষোভকারীরা তাঁদের দেখে 'লজ্জা এবং 'বাড়ি ফিরে যাও' বলে চিৎকার করতে থাকে । কয়েকজন বিক্ষোভকারী গার্ড সেনাদের কাছে এগতো থাকলে ইউনিফর্মধারী অফিসারদের একটি দল ধোঁয়া ভর্তি ক্যানিস্টার রাস্তায় গুলি করে দলটির দিকে এগিয়ে যায় ।

কয়েক মিনিট পরে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ও ভিড় নিয়ন্ত্রণের জন্য রাউন্ড গুলি ছোঁড়ে । পুলিশের দাবি, আন্দোলনকারীরা অবৈধভাবে জড়ো হয়েছিল । এরপর বিক্ষোভকারী দলের বেশিরভাগ অংশ 101 ফ্রিওয়েতে যান চলাচল বন্ধ করে দেয় ৷ যতক্ষণ না রাজ্য টহল কর্মকর্তারা বিকেলের শেষ নাগাদ তাদের রাস্তা থেকে সরিয়ে দেন ৷

(তথ্য সূত্র- এপি এবং এএনআই)

Last Updated : June 9, 2025 at 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.