মেক্সিকো সিটি, 11 সেপ্টেম্বর: বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা নিয়ে উত্তাল মেক্সিকোর সেনেট ৷ মঙ্গলবার সেনেটের ভিতরে প্রবেশ করে বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাদোর প্রস্তাবিত বিচারক নির্বাচন আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলেন আন্দোলনকারীরা ৷ আন্দোলনের জেরে এই বিষয়ে আলোচনা বন্ধ হয়ে গেল ৷
সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচন করবেন দেশের মানুষ ৷ সম্প্রতি এমনই আইন প্রনয়ণের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ওব্রাদোর ৷ তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন দেশবাসীর একাংশ ৷ মঙ্গলবার আইনটি নিয়ে সেনেটের উচ্চ কক্ষে শুরু হয় আলোচনা ৷ যদিও আলোচনার মধ্যেই সেনেটের ভিতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা ৷ স্লোগান তোলেন, "দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়বে না ৷" আন্দোলনের ফলে সেনেট প্রেসিডেন্ট জেরার্দো ফার্নানডেজ নরোনা আলোচনা মুলতুবি ঘোষণা করেন ৷ তবে কিছুক্ষণের মধ্যেই ফের শুরু হয় আলোচনা ৷ জানা যায়, আইন প্রনেতারা পুরনো সেনেট ভবনে গিয়ে এই বিষয়ে ফের আলোচনা শুরু করেন ৷
এই আইন সম্পর্কে প্রেসিডেন্ট ওব্রাদোরের যুক্তি, বর্তমানে বিচারব্যবস্থা 'পচে' গিয়েছে ৷ তাঁর কথায়, বিচারব্যবস্থায় অর্থনীতি ও রাজনীতির প্রভাব লক্ষণীয় ৷ বর্তমানের এই আইনের জন্য সমাজের এক শ্রেণির মানুষ অধিক লাভবান হচ্ছে ৷ তিনি বলেন, "যারা এই সংস্কারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, তারা নিজেদের সুযোগ-সুবিধা হারাবেন ৷ কারণ, দেশের বর্তমান বিচার ব্যবস্থা ক্ষমতাবানদের সেবায় নিয়োজিত ৷"
উল্লেখ্য, এই আইনের বিরুদ্ধে প্রথম থেকেই আদালতের কর্মচারী এবং আইন ছাত্র-সহ বিরোধীরা এই পরিকল্পনার বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ করেছে ৷ এই আইনে, ভোটের মাধ্যমে দেশের সুপ্রিম কোর্ট-সহ সমস্ত আদালতের বিচারক নির্বাচনের কথা বলা হয়েছে ৷ 2025 বা 2027 সালে হবে এই নির্বাচন ৷ ভোটে একসঙ্গে 1600 বিচারক লড়তে পারবেন ৷ কূটনৈতিকদের মতে, এই বিল আইনে পরিণত হলে মেক্সিকোয় প্রথম বিচারক নির্বাচন করবেন দেশের জনতা ৷ বিশ্বের কোনও দেশে এই ধরনের কোনও আইন নেই ৷