ETV Bharat / international

অভিবাসী উচ্ছেদ অভিযানে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস ! ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত ট্রাম্পের - IMMIGRATION PROTESTS IN LOS ANGELES

অভিবাসী উচ্ছেদের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে অশান্ত লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট শহর ৷ এই বিক্ষোভ দমনে একের পর এক কড়া পদক্ষেপ করতে চলেছে ট্রাম্প প্রশাসন ৷

Protesters kick the side of a Border Patrol vehicle during a demonstration over the dozens detained in an operation by federal immigration authorities a day earlier in Paramount section of Los Angeles Saturday, June 7, 2025.
অভিবাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল লস অ্যাঞ্জেলেস (ছবি: এপি)
author img

By PTI

Published : June 8, 2025 at 6:28 PM IST

Updated : June 8, 2025 at 6:36 PM IST

4 Min Read

নিউইয়র্ক, 8 জুন: অভিবাসন দফতরের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পূর্বের প্যারামাউন্ট শহর ৷ বিক্ষোভের মোকাবিলায় 24 ঘণ্টার মধ্যে সেখানে আমেরিকার দুর্ধর্ষ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নৌ-সেনা নামানোর হুঁশিয়ারি দিয়েছেন ৷

বাদ যাননি এফবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেলও ৷ কয়েক ধাপ এগিয়ে তিনি প্রতিবাদীদের জেলে পাঠানোর হুঁমকি দিয়েছেন ৷ পাল্টা তাঁকে অবশ্য অনেকেই 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে হওয়া হিংসার ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন ৷

এদিকে প্রশাসনের এই সব পদক্ষেপে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন ক্যালিফর্নিয়ার গভর্নর গেভিস নিউসম ৷ অভিবাসীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাশও ৷ তিনি স্পষ্ট জানিয়েছে, "সরকারের এই কাজ আমরা সমর্থন করছি না ৷"

কোনও বৈধ নথি ছাড়া আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের তাঁদের দেশে ফেরানো নিয়ে প্রথম থেকেই কঠোর প্রেসিডেন্ট ট্রাম্প ৷ দেশজুড়ে এই অভিযান চলছে ৷ আমেরিকার স্থানীয় সময় শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসীদের সন্ধানে তল্লাশি অভিযান চালায় দেশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৷ ট্রাম্প প্রশাসনের এই তল্লাশিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে প্যারামাউন্ট শহর ৷ শুক্র-শনি দু'দিনের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্যারামাউন্ট ৷

ক্যালিফর্নিয়ার গভর্নর গেভিস নিউসম এবং মেয়র কারেন ব্যাশ অশান্ত লস অ্যাঞ্জেলেসকে সামলাতে অপারগ বলে তাঁদের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "যদি ক্যালিফর্নিয়ার গভর্নর গেভিস নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাঁদের কাজ ঠিকমতো করতে না পারেন, তাহলে সরকারই পদক্ষেপ করবে ৷ সবাই জানে তাঁরা এই কাজ পারবেন না ৷ কিন্তু যারা অশান্তি সৃষ্টি করছে এবং লুট করছে, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সরকারই নেবে ৷"

লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্টে কেউ মেক্সিকোর পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ৷ কেউ বা পুলিশ প্রশাসনকে দেখে স্লোগান দিচ্ছেন, 'এলএ ( লস অ্যাঞ্জেলেস) ছেড়ে বেরিয়ে যাও' ৷ শুক্রবার অবৈধ অভিবাসীদের হাতেনাতে ধরার অভিযানে এজেন্সির আধিকারিকদের সঙ্গে ধস্তধস্তিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা ৷ পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট থেকে শুরু করে গ্রেনেড ছুড়ছে ৷ হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, তারা ইতিমধ্যে এই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে 118 জনকে গ্রেফতার করেছে ৷

একটি বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানায়, "এক হাজার বিক্ষোভকারী সংস্থার ভবন ঘিরে প্রতিবাদ করছে ৷ প্রতিবাদকারীরা আইসিই-র আধিকারিকদের হেনস্থা করছে ৷ ভবনের উপর হামলাও চালিয়েছে ৷" এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কমপক্ষে 2 হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন ৷ আমেরিকায় প্রাকৃতি বিপর্যয়ের মোকাবিলায় এই দুর্ধর্ষ বাহিনী মোতায়েন করা হয়ে থাকে ৷ লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভের ঘটনায় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউকে মাস্ক পরতে দেওয়া হবে না ৷ হোমল্যান্ড সিকিউরিটির তরফে ক্রিস্টি নোয়েম হুঁশিয়ারি দিয়েছেন, আইসিই'র আধিকারিকদের উপর হামলা করলে ফল ভালো হবে না ৷ আইনের আওতায় যত কঠোর শাস্তি দেওয়া যায়, তাই করা হবে ৷

এদিকে শনিবার (আমেরিকার স্থানীয় সময়) রাতে এফবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেল হুঁশিয়ারি দিয়েছেন, "পুলিশকে ছুঁলে জেলে যেতে হবে ৷ আপনি কোথা থেকে এসেছেন, কীভাবে এখানে এসেছেন অথবা এই আন্দোলন আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এগুোল কোনও ব্যাপার নয় ৷ স্থানীয় পুলিশ বাহিনী আমাদের মহিলা ও পুরুষদের বাঁচাতে না পারলে,এফবিআই সেটা করবে ৷"

তাঁর এই পোস্টের পরিপ্রেক্ষিতে সোশাল মিডিয়ায় অনেকেই 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিংসার কথা উল্লেখ করেছেন ৷ এই হিংসার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ক্যাপিটল হিংসার সময় 140 জনেরও বেশি পুলিশ আধিকারিক আহত হয়েছিলেন ৷ 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প ৷ এর পরের বছর 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে বিক্ষোভে সামিল হন ট্রাম্পের সমর্থকরা ৷ সেদিন কার্যত তাণ্ডবলীলা চলেছিল মার্কিন সংসদ ভবনে ৷

নিউইয়র্ক, 8 জুন: অভিবাসন দফতরের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পূর্বের প্যারামাউন্ট শহর ৷ বিক্ষোভের মোকাবিলায় 24 ঘণ্টার মধ্যে সেখানে আমেরিকার দুর্ধর্ষ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নৌ-সেনা নামানোর হুঁশিয়ারি দিয়েছেন ৷

বাদ যাননি এফবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেলও ৷ কয়েক ধাপ এগিয়ে তিনি প্রতিবাদীদের জেলে পাঠানোর হুঁমকি দিয়েছেন ৷ পাল্টা তাঁকে অবশ্য অনেকেই 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে হওয়া হিংসার ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন ৷

এদিকে প্রশাসনের এই সব পদক্ষেপে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন ক্যালিফর্নিয়ার গভর্নর গেভিস নিউসম ৷ অভিবাসীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাশও ৷ তিনি স্পষ্ট জানিয়েছে, "সরকারের এই কাজ আমরা সমর্থন করছি না ৷"

কোনও বৈধ নথি ছাড়া আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের তাঁদের দেশে ফেরানো নিয়ে প্রথম থেকেই কঠোর প্রেসিডেন্ট ট্রাম্প ৷ দেশজুড়ে এই অভিযান চলছে ৷ আমেরিকার স্থানীয় সময় শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসীদের সন্ধানে তল্লাশি অভিযান চালায় দেশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৷ ট্রাম্প প্রশাসনের এই তল্লাশিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে প্যারামাউন্ট শহর ৷ শুক্র-শনি দু'দিনের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্যারামাউন্ট ৷

ক্যালিফর্নিয়ার গভর্নর গেভিস নিউসম এবং মেয়র কারেন ব্যাশ অশান্ত লস অ্যাঞ্জেলেসকে সামলাতে অপারগ বলে তাঁদের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "যদি ক্যালিফর্নিয়ার গভর্নর গেভিস নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাঁদের কাজ ঠিকমতো করতে না পারেন, তাহলে সরকারই পদক্ষেপ করবে ৷ সবাই জানে তাঁরা এই কাজ পারবেন না ৷ কিন্তু যারা অশান্তি সৃষ্টি করছে এবং লুট করছে, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সরকারই নেবে ৷"

লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্টে কেউ মেক্সিকোর পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ৷ কেউ বা পুলিশ প্রশাসনকে দেখে স্লোগান দিচ্ছেন, 'এলএ ( লস অ্যাঞ্জেলেস) ছেড়ে বেরিয়ে যাও' ৷ শুক্রবার অবৈধ অভিবাসীদের হাতেনাতে ধরার অভিযানে এজেন্সির আধিকারিকদের সঙ্গে ধস্তধস্তিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা ৷ পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট থেকে শুরু করে গ্রেনেড ছুড়ছে ৷ হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, তারা ইতিমধ্যে এই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে 118 জনকে গ্রেফতার করেছে ৷

একটি বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানায়, "এক হাজার বিক্ষোভকারী সংস্থার ভবন ঘিরে প্রতিবাদ করছে ৷ প্রতিবাদকারীরা আইসিই-র আধিকারিকদের হেনস্থা করছে ৷ ভবনের উপর হামলাও চালিয়েছে ৷" এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কমপক্ষে 2 হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন ৷ আমেরিকায় প্রাকৃতি বিপর্যয়ের মোকাবিলায় এই দুর্ধর্ষ বাহিনী মোতায়েন করা হয়ে থাকে ৷ লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভের ঘটনায় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউকে মাস্ক পরতে দেওয়া হবে না ৷ হোমল্যান্ড সিকিউরিটির তরফে ক্রিস্টি নোয়েম হুঁশিয়ারি দিয়েছেন, আইসিই'র আধিকারিকদের উপর হামলা করলে ফল ভালো হবে না ৷ আইনের আওতায় যত কঠোর শাস্তি দেওয়া যায়, তাই করা হবে ৷

এদিকে শনিবার (আমেরিকার স্থানীয় সময়) রাতে এফবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেল হুঁশিয়ারি দিয়েছেন, "পুলিশকে ছুঁলে জেলে যেতে হবে ৷ আপনি কোথা থেকে এসেছেন, কীভাবে এখানে এসেছেন অথবা এই আন্দোলন আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এগুোল কোনও ব্যাপার নয় ৷ স্থানীয় পুলিশ বাহিনী আমাদের মহিলা ও পুরুষদের বাঁচাতে না পারলে,এফবিআই সেটা করবে ৷"

তাঁর এই পোস্টের পরিপ্রেক্ষিতে সোশাল মিডিয়ায় অনেকেই 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিংসার কথা উল্লেখ করেছেন ৷ এই হিংসার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ক্যাপিটল হিংসার সময় 140 জনেরও বেশি পুলিশ আধিকারিক আহত হয়েছিলেন ৷ 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প ৷ এর পরের বছর 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে বিক্ষোভে সামিল হন ট্রাম্পের সমর্থকরা ৷ সেদিন কার্যত তাণ্ডবলীলা চলেছিল মার্কিন সংসদ ভবনে ৷

Last Updated : June 8, 2025 at 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.