ETV Bharat / international

শ্রীলঙ্কার নির্বাচনে বড় জয় বামপন্থী দল এনপিপির, নতুন প্রেসিডেন্ট হচ্ছেন দিসানায়েকে - Sri Lanka Presidential Election

Sri Lanka's New President: শনিবার দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ 83 শতাংশ ভোট পড়েছে ৷ নয়া প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে ন্যাশনাল পিপল'স পাওয়ার (এনপিপি)-র নেতা অনুরা কুমারা দিসানায়েকে ৷

author img

By PTI

Published : Sep 22, 2024, 10:34 AM IST

Sri Lankan President Anura Kumara Dissanayake
শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে (ছবি সৌজন্য: এপিটিএন)

কলম্বো, 22 সেপ্টেম্বর: দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ন্যাশনাল পিপল'স পাওয়ার (এনপিপি)-র নেতা অনুরা কুমারা দিসানায়েকে ৷ শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয় ৷ 2022 সালে অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ এই নির্বাচনে এগিয়ে রয়েছেন অনুরা কুমারা দিসানায়েকে ৷ মনে করা হচ্ছে, তিনিই শ্রীলঙ্কার আগামী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ৷

শনিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত দেশের 22টি জেলার 13 হাজার 400টি বুথে ভোট হয় ৷ এবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়ে 75 শতাংশ, যা আগের বারের তুলনায় কম ৷ এর আগে 2019 সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 83 শতাংশ ভোট পড়েছিল ৷

রবিবার সকাল 7টার সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, 56 বছর বয়সি দিসানায়কে 7 লক্ষ 27 হাজার ভোট পেয়েছেন, যা মোট ভোটের 52 শতাংশ ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা 3 লক্ষ 33 হাজার ভোট পেয়েছেন, মাত্র 23 শতাংশ ৷ অন্যদিকে দেশের বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন 2 লক্ষ 35 হাজার ভোট, মাত্র 16 শতাংশ ৷

দিসানায়েকে 22টি জেলার মধ্যে 21টি জেলার পোস্টাল ব্যালটে জয়ী হয়েছেন ৷ দেশের বিদেশমন্ত্রী আলি সাবরি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় দিসানায়কে-কে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এনপিপি সূত্রে খবর, রবিবারই দল প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে যাবে ৷ এর আগে 2020 সালের সংসদীয় নির্বাচনে এনপিপি মাত্র 3 শতাংশ ভোট পেয়েছিল ৷

2022 সালের মে মাসে শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশার মধ্যে দেশে গণঅভ্যুত্থান হয় ৷ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন গোতাবায়া রাজাপক্ষে ৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপক্ষে ৷ দেশজুড়ে প্রবল বিক্ষোভের মধ্যে 13 জুলাই শ্রীলঙ্কা ছেড়ে প্রথমে মলদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া ৷ সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই দেহরক্ষী ৷ এরপর তাঁর সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নেন ৷ পরে অবশ্য তিনি দেশে ফিরে আসেন ৷

কলম্বো, 22 সেপ্টেম্বর: দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ন্যাশনাল পিপল'স পাওয়ার (এনপিপি)-র নেতা অনুরা কুমারা দিসানায়েকে ৷ শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয় ৷ 2022 সালে অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ এই নির্বাচনে এগিয়ে রয়েছেন অনুরা কুমারা দিসানায়েকে ৷ মনে করা হচ্ছে, তিনিই শ্রীলঙ্কার আগামী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ৷

শনিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত দেশের 22টি জেলার 13 হাজার 400টি বুথে ভোট হয় ৷ এবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়ে 75 শতাংশ, যা আগের বারের তুলনায় কম ৷ এর আগে 2019 সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 83 শতাংশ ভোট পড়েছিল ৷

রবিবার সকাল 7টার সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, 56 বছর বয়সি দিসানায়কে 7 লক্ষ 27 হাজার ভোট পেয়েছেন, যা মোট ভোটের 52 শতাংশ ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা 3 লক্ষ 33 হাজার ভোট পেয়েছেন, মাত্র 23 শতাংশ ৷ অন্যদিকে দেশের বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন 2 লক্ষ 35 হাজার ভোট, মাত্র 16 শতাংশ ৷

দিসানায়েকে 22টি জেলার মধ্যে 21টি জেলার পোস্টাল ব্যালটে জয়ী হয়েছেন ৷ দেশের বিদেশমন্ত্রী আলি সাবরি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় দিসানায়কে-কে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এনপিপি সূত্রে খবর, রবিবারই দল প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে যাবে ৷ এর আগে 2020 সালের সংসদীয় নির্বাচনে এনপিপি মাত্র 3 শতাংশ ভোট পেয়েছিল ৷

2022 সালের মে মাসে শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশার মধ্যে দেশে গণঅভ্যুত্থান হয় ৷ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন গোতাবায়া রাজাপক্ষে ৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপক্ষে ৷ দেশজুড়ে প্রবল বিক্ষোভের মধ্যে 13 জুলাই শ্রীলঙ্কা ছেড়ে প্রথমে মলদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া ৷ সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই দেহরক্ষী ৷ এরপর তাঁর সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নেন ৷ পরে অবশ্য তিনি দেশে ফিরে আসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.