ETV Bharat / international

অনুপ্রবেশ বিতর্কের মাঝেই ট্রাম্প-সাক্ষাতে মোদি, কী কী হতে পারে ? - NARENDRA MODI TO MEET DONALD TRUMP

দিনকয়েক আগেই শতাধিক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা ৷ দেশে পাঠানোর সময় হাতকড়াও পরিয়েছিল ট্রাম্প প্রশাসন ৷ এই আবহে মোদির মার্কিন সফরে তাৎপর্য আরও বেড়েছে ৷

PM Narendra Modi Departs For US After Wrapping Up France Visit
দু’দিনের সফরে আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Feb 12, 2025, 11:07 PM IST

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: ফ্রান্সের পর এবার দু’দিনের আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন তিনি। নয়াদিল্লি জানিয়েছে, দুই রাষ্ট্রনায়কের এই বৈঠক দু’দেশের ‘গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব’কে আরও গতি দেবে ।

রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে গিয়েছিলেন মোদি ৷ গত নভেম্বরে মার্কিন নির্বাচনে জয়ের পর 20 জানুয়ারি শপথগ্রহণ করেছেন ট্রাম্প ৷ বিদেশ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই সফর পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হতে ভারতকে একটি ‘মূল্যবান সুযোগ’ করে দেবে ।

এর আগে চলতি মাসের 7 তারিখ সাংবাদিকদের ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেছিলেন, ‘‘ প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর আমেরিকা সফর ভারত-মার্কিন অংশীদারিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ । পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এই অংশীদারিত্বকে কীভাবে দেখে তারও প্রতিফলন ৷’’ সফরকালে মোদি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও আলাপচারিতা সারবেন ।

মিস্রি আরও বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত এবং প্রতিনিধি পর্যায়-উভয় ধরণের দ্বিপাক্ষিক বৈঠকই করবেন । আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা এবং অবশ্যই দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক - এই বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বার্থের স্পষ্ট মিল রয়েছে ৷’’

20 জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী মোদির প্রথম মার্কিন সফর । ট্রাম্পের শপথ গ্রহণের পর, প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন ৷ তারপরেই তাঁকে দেশে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প ৷ অন্যদিকে, দিনকয়েক আগেই শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা ৷ অনুপ্রবেশের কারণে তাঁদের দেশে ফেরত পাঠানোর সময় হাতকড়াও পরিয়েছিল ট্রাম্প প্রশাসন ৷

আরও পড়ুন

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: ফ্রান্সের পর এবার দু’দিনের আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন তিনি। নয়াদিল্লি জানিয়েছে, দুই রাষ্ট্রনায়কের এই বৈঠক দু’দেশের ‘গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব’কে আরও গতি দেবে ।

রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে গিয়েছিলেন মোদি ৷ গত নভেম্বরে মার্কিন নির্বাচনে জয়ের পর 20 জানুয়ারি শপথগ্রহণ করেছেন ট্রাম্প ৷ বিদেশ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই সফর পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হতে ভারতকে একটি ‘মূল্যবান সুযোগ’ করে দেবে ।

এর আগে চলতি মাসের 7 তারিখ সাংবাদিকদের ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেছিলেন, ‘‘ প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর আমেরিকা সফর ভারত-মার্কিন অংশীদারিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ । পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এই অংশীদারিত্বকে কীভাবে দেখে তারও প্রতিফলন ৷’’ সফরকালে মোদি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও আলাপচারিতা সারবেন ।

মিস্রি আরও বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত এবং প্রতিনিধি পর্যায়-উভয় ধরণের দ্বিপাক্ষিক বৈঠকই করবেন । আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা এবং অবশ্যই দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক - এই বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বার্থের স্পষ্ট মিল রয়েছে ৷’’

20 জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী মোদির প্রথম মার্কিন সফর । ট্রাম্পের শপথ গ্রহণের পর, প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন ৷ তারপরেই তাঁকে দেশে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প ৷ অন্যদিকে, দিনকয়েক আগেই শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা ৷ অনুপ্রবেশের কারণে তাঁদের দেশে ফেরত পাঠানোর সময় হাতকড়াও পরিয়েছিল ট্রাম্প প্রশাসন ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.